প্রথমে মহান আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। প্রতিটি মানুষের জীবনে কিছু স্বপ্ন, কিছু আশা-আকাঙ্খা থাকে। আমার জীবনেও তেমন কিছু আশা-আকাঙ্খা ছিল। তার মধ্যে একটি হলো এই দেশের শিক্ষার্থীদের জন্যে উন্নয়নমূলক কিছু কাজ করা। তারই ধারাবাহিকতায় আমি কাজ শুরু করি এই বছরের শুরুর দিকে। প্রথমে ভেবেছিলাম কাজটা হয়তো খুব সহজেই হয়ে যাবে। কিন্তু কাজ করতে নেমে বুঝলাম, এই পথ অনেক কঠিন। কিন্তু একবার যখন শুরু করেছি তখন তো আর পিছনে ফিরে থাকা যায় না। তাই গুটি গুটি করে এগুতে লাগলাম। আমার সেই স্বপ্ন, সফলতা এবং ব্যর্থতা নিয়েই আজকের এই টিউন। যাক সে কথা, এবার কাজের কথায় আসি।
এইচ.এস.সি পাশ করার পর একজন শিক্ষার্থীর মাথায় চিন্তার যে এভারেস্ট টা থাকে তার নাম হল "বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা" নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ শুধু বই নিয়ে বসে থাকো। কিন্তু আমাদের এই ডিজিটাল যুগে বই নিয়ে পড়ে থাকতে আর কতই ভাল লাগে? সব সময় মন চায় কিছু নতুনত্ব। আর তারই ধারাবাহিকতায় আমরা শুরু করি ই-বুক পড়া। কম্পিউটারে বসে একের পর এক ই-বুক পড়তে এখন আর তেমন বোরিং লাগে না। তাই বলে কেউ ভাববেন না আমি ই-বুক নিয়ে টিউন করছি। তাই সে সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই আমি গত বছরের শেষের দিকে আমার ওয়েব সাইট বিডি লাইব্রেরী তে ফ্রি অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নামে একটা বিভাগ চালু করেছিলাম। তখন এ বিষয়ে টেকটিউনস এ একটা টিউন করেছিলাম। তখন আমার এই প্রচেষ্টাকে অনেকেই সাধুবাদ জানিয়েছিলেন। আবার অনেকে পরামর্শ দিয়েছিলেন একটা ডোমেইন কিনে শুরু করতে। তখন থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছিল কবে ডোমেইন কিনবো, কবে কাজ শুরু করবো। তো, কিছুদিন আগে টেকটিউনসের মাধ্যমেই আমি ডোমেইন কিনি এবং সাইট তৈরির কাজ শুরু করি। সেই কাজেরই ফল আমার ওয়েব সাইট http://www.edunews4u.com
এই সাইটে আপনারা যে সকল সুবিধা গুলো পাবেনঃ
* বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি সাবজেক্ট এর উপর সম্পূর্ণ লেকচার শীট।
* বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি সাবজেক্ট এর উপর সম্পূর্ণ লেকচার শীট।
* মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি সাবজেক্ট এর উপর সম্পূর্ণ লেকচার শীট।
* ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব কয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য লেকচারশীট প্রস্তুত করা হয়েছে। যা আপনার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
* ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত ১০ বছরের প্রশ্নাবলী। যা একজন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার আগে প্রস্তুতি সম্পন্ন করতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।
* বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ ও মানবিক বিভাগের সকল বিষয়ের উপর ১৫ টি করে মডেল টেস্ট। (মডেল টেস্ট এর সংখ্যা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে।)
* গত বছর থেকে চালু হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে ভর্তির জন্য বিজনেস ম্যাথ। যা একমাত্র http://www.edunews4u.com এই দেয়া হচ্ছে।
* এছাড়াও রয়েছে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য রেফারেন্স বই সমূহ।
* একটি তথ্যঃ ওয়েবসাইটের লেকচারগুলোর মধ্যে প্রতিটি সাবজেক্টের লেকচার ১ এ দেয়া আছে গত ১০/১২ বছর ধরে কোন কোন অধ্যায় গুলো থেকে বেশি প্রশ্ন আছে তার উপর বিশদ বিবরণ সহ একটি পরিসংখ্যান। যা সবার কাজে লাগবে বলে আমার বিশ্বাস।
* এছাড়াও ই-বুক তো পাবেনই। সে বিষয়ে আর নাই বা বললাম।
এখন এই সাইটে আরও কি কি যোগ করা যায় এই বিষয়ে সবার পরামর্শ কামনা করিছ। যেকোনো উপদেশ সাদরে গ্রহণযোগ্য।
একটি কথাঃ সাইটের কাজ এখনো শেষ হয়নি। আর এটা যে ধরনের কাজ তা দু-একদিনে শেষ হওয়ার নয়। তাই প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে ওয়েব সাইটের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। ফেসবুক গ্রুপ এখানে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার এই টিউনটি কষ্ট করে পড়ার জন্য।
আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a simple Man.
ধন্যবাদ