প্লীজ, এই টিউনটি এড়িয়ে যাবেন না। কারণ, আমি জানি, এই টিউনটি হয়তো আপনারও কাজে লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই টিউনটি খুবই উপকারী।

প্রথমে মহান আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। প্রতিটি মানুষের জীবনে কিছু স্বপ্ন, কিছু আশা-আকাঙ্খা থাকে। আমার জীবনেও তেমন কিছু আশা-আকাঙ্খা ছিল। তার মধ্যে একটি হলো এই দেশের শিক্ষার্থীদের জন্যে উন্নয়নমূলক কিছু কাজ করা। তারই ধারাবাহিকতায় আমি কাজ শুরু করি এই বছরের শুরুর দিকে। প্রথমে ভেবেছিলাম কাজটা হয়তো খুব সহজেই হয়ে যাবে। কিন্তু কাজ করতে নেমে বুঝলাম, এই পথ অনেক কঠিন। কিন্তু একবার যখন শুরু করেছি তখন তো আর পিছনে ফিরে থাকা যায় না। তাই গুটি গুটি করে এগুতে লাগলাম। আমার সেই স্বপ্ন, সফলতা এবং ব্যর্থতা নিয়েই আজকের এই টিউন। যাক সে কথা, এবার কাজের কথায় আসি।

এইচ.এস.সি পাশ করার পর একজন শিক্ষার্থীর মাথায় চিন্তার যে এভারেস্ট টা থাকে তার নাম হল "বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা" নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ শুধু বই নিয়ে বসে থাকো। কিন্তু আমাদের এই ডিজিটাল যুগে বই নিয়ে পড়ে থাকতে আর কতই ভাল লাগে? সব সময় মন চায় কিছু নতুনত্ব। আর তারই ধারাবাহিকতায় আমরা শুরু করি ই-বুক পড়া। কম্পিউটারে বসে একের পর এক ই-বুক পড়তে এখন আর তেমন বোরিং লাগে না। তাই বলে কেউ ভাববেন না আমি ই-বুক নিয়ে টিউন করছি। তাই সে সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই আমি গত বছরের শেষের দিকে আমার ওয়েব সাইট বিডি লাইব্রেরী তে ফ্রি অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নামে একটা বিভাগ চালু করেছিলাম। তখন এ বিষয়ে টেকটিউনস এ একটা টিউন করেছিলাম। তখন আমার এই প্রচেষ্টাকে অনেকেই সাধুবাদ জানিয়েছিলেন। আবার অনেকে পরামর্শ দিয়েছিলেন একটা ডোমেইন কিনে শুরু করতে। তখন থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছিল কবে ডোমেইন কিনবো, কবে কাজ শুরু করবো। তো, কিছুদিন আগে টেকটিউনসের মাধ্যমেই আমি ডোমেইন কিনি এবং সাইট তৈরির কাজ শুরু করি। সেই কাজেরই ফল আমার ওয়েব সাইট http://www.edunews4u.com

এই সাইটে আপনারা যে সকল সুবিধা গুলো পাবেনঃ

* বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি সাবজেক্ট এর উপর সম্পূর্ণ লেকচার শীট।
* বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি সাবজেক্ট এর উপর সম্পূর্ণ লেকচার শীট।
* মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি সাবজেক্ট এর উপর সম্পূর্ণ লেকচার শীট।
* ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব কয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য লেকচারশীট প্রস্তুত করা হয়েছে। যা আপনার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
* ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত ১০ বছরের প্রশ্নাবলী। যা একজন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার আগে প্রস্তুতি সম্পন্ন করতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।
* বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ ও মানবিক বিভাগের সকল বিষয়ের উপর ১৫ টি করে মডেল টেস্ট। (মডেল টেস্ট এর সংখ্যা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে।)
* গত বছর থেকে চালু হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে ভর্তির জন্য বিজনেস ম্যাথ। যা একমাত্র http://www.edunews4u.com এই দেয়া হচ্ছে।
* এছাড়াও রয়েছে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য রেফারেন্স বই সমূহ।
* একটি তথ্যঃ ওয়েবসাইটের লেকচারগুলোর মধ্যে প্রতিটি সাবজেক্টের লেকচার ১ এ দেয়া আছে গত ১০/১২ বছর ধরে কোন কোন অধ্যায় গুলো থেকে বেশি প্রশ্ন আছে তার উপর বিশদ বিবরণ সহ একটি পরিসংখ্যান। যা সবার কাজে লাগবে বলে আমার বিশ্বাস।
* এছাড়াও ই-বুক তো পাবেনই। সে বিষয়ে আর নাই বা বললাম।

এখন এই সাইটে আরও কি কি যোগ করা যায় এই বিষয়ে সবার পরামর্শ কামনা করিছ। যেকোনো উপদেশ সাদরে গ্রহণযোগ্য।

একটি কথাঃ সাইটের কাজ এখনো শেষ হয়নি। আর এটা যে ধরনের কাজ তা দু-একদিনে শেষ হওয়ার নয়। তাই প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে ওয়েব সাইটের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। ফেসবুক গ্রুপ এখানে
সবাইকে অনেক ধন্যবাদ আমার এই টিউনটি কষ্ট করে পড়ার জন্য।

Level 0

আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple Man.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

আপনার উদ্যোগ কে স্বাগত জানাই। অনেকের উপকার হবে আশা করি।

    ধন্যবাদ। আমি রাত জেগে জেগে সাইটের কাজ করছি। আর সব কাজ এখনো শেষ হয়নি। আশা করি এই ব্যাপারটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

josh ..

kono coaching er lecture sheet o ki provide korben !!

akon coching Lecture dia just buniess kortese

ar amder moton simple limited income manush der kas theka hazr hazr tk nia jaitese

    যারা বিশ্ববিদ্যালয় ভর্তির লেকচার করে আমি তাদেরকে দিয়েই লেকচারশীট গুলো করাচ্ছি। তারাও আমাকে যথেষ্ট সহযোগীতা করছে। আর আমি নিজেই বিজ্ঞান বিভাগের লেকচার গুলো করছি। সাথে আমার এক বন্ধু আছে। ব্যস।

    i have to say it's very good IDea …

    amr ai site onk valo laglo ……..

    ak sob ak ak kori namai

    bangla c unit lecture sheet open korle

    kisu buza jai te se na

    font e problem ki ebook tai

    amr tow bangla sob font tik ase

Level 0

দারুন। ইস কেন যে পড়ালেখা করলাম না। ধন্যবাদ সুন্দর ব্যবস্থা করার জন্য।

Level New

ধন্যবাদ।।। আপনার সাইটটি অনেক কাজে আসবে।।।

Level 2

tnx

অনেক ভাল উদ্দ্যোগ ।

ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটটি করলে আপনার জন্য সুবিধা হতো। বার বার এইচটিএমএল পেজ তৈরি করতে হতো না এবং আপলোড ও করা লাগত না। এবং দেখতে ও অনেক সুন্দর হতো।

আর সবশেষে বলব আইডিয়া চমৎকার।

    আমি তো ওয়ার্ডপ্রেস বুঝিনা। তাই করিনি। খুব সমস্যায় আছি। একই পেজ বার বার ক্লোন করতে হয়। দুনিয়ার ঝামেলা। পিএইচপি কোর্সে ভর্তি হওয়ার ভালো কোনো প্রতিষ্ঠানের নাম বলতে পারবেন, বস??

    ওয়ার্ডপ্রেস চাইলেই শিখতে পারবেন। একদম সহজ হচ্ছে ওয়ার্ডপ্রেস। WordPress tutorial লিখে গুগলে সার্চ দেন অসংখ্য টিউটরিয়াল পাবেন। পিএইচপি শিখতে চাইলে অনলাইনে অনেক ভাল ভাল রিসোর্স আছে সেগুলো দেখুন। বেসিক শিখতে পারবেন অনলাইন থেকেই।

    আপনি নিচের দুটি লিংক দেখতে পারেন।
    http://codex.wordpress.org/WordPress_Lessons
    http://www.siteground.com/tutorials/wordpress/wordpress_installation.htm

    যদি না বুঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

    ভাই, আমি পিএইচপি'র উপর কোর্স করতে চাচ্ছি। আপনি আমাকে পিএইচপি শেখাতে পারবেন। আর আপনি থাকেন কোথায়? আপনার ফোন নাম্বার যদি দিতেন। আমার মেইল [email protected]

    ভাই, আপনি যদি পিএইচপি শিখতে চান তবে http://library.nu এই সাইটে রেজিস্ট্রেশন করে dummies for php লিখে সার্চ দিন। ডামিস সিরিজের বইগুলো চমৎকার ভাবে লিখা আছে। ভাল করে পড়লে অন্য কারো হেল্প না নিলেও চলবে আশা করি।

    রাসেদ ভাই,
    আমি সিলেটে থাকি। আপনি মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাকে আমি দিক নির্দেশনা দিতে পারব।

    জিটক আইডি: salehsoc[at]gmaill.com
    ইয়াহু আইডি: salehsust_1986[at]yahoo.com

ভাই !!! ঈদের আগে মার্কেটে গেলে দোকানের লোকজন যে ভাবে কাষ্টমার ডাকে আপনিও দেখি সেভাবেই ডাকতেছেন।

মার্কেট আর কাষ্টমারের জায়গায় টেকটিউন্স আর এর ভিজিটর।

আপনার দোকানের প্রোডাক্ট খুবি ভাল কিন্তু শুধু নামের প্রথম লাইনটা না দিলেও কাষ্টমার আপনার দোকানে ঢুকবে বলে আমার মনে হয়…এইটা টেকির মার্কেট না…!!!

    কাউকে এভাবে আক্রমনাত্মক কথা বলার কোন মানে হয় না। নিঃস্বন্দেহে উনার এই প্রচেষ্টা প্রশংসার যোগ্য। আর এইটা টেকির মার্কেট কি না সেটা আপনাকে না দেখলেও চলবে। সেটা দেখার দায়িত্ব মডারেটরদের।

    আজাইরা… নিজেরা তো জীবনে ভাল কিছু দিতে পারেন না কিন্তু অন্য কেউ ভাল কিছু করতে গেলে সেখানে একটা আঙ্গুল না ঢুকিয়ে থাতে পারেন না…

Level 0

এক কথায় চমৎকার

ভালো উদ্যোগ

Level 2

ভাল উদ্যোগ..কাজ এগিয়ে যান

ভাই , কি পিডিএফ ফাইল দিলেন সব হিজিবিজি লেখা আসে ।শুধু ইংরেজিটা পড়া যায়।আমার রিডার গুলি আপডেট ভার্সনের।adobe 9 & foxit reader । ২টাতেই একই অবস্থা।

    amr o same obsta kisu page e bole "font Corrupted "

    many things need to check

    আমি দেখছি সমস্যাটা কোথায়। সবগুলোতেই কি একই সমস্যা করে না কি কয়েকটায়? আমি সবগুলো চেক করে দেখছি। আমার কাছে সফট কপি আছে।

    ami 3 c unit er lecture namai si

    3-4 page e "bad font asee "

    new adobe reader + installed font u given u r site

খুব ভালো লাগলো

অনেক ভালো

ভাই বাংলা তো আসে না। হিবিজিবি লেখা আসে। কি করব? ভাল উদ্যোগ এর জন্য অসংখ্য ধন্যবাদ।

ভাই,আপনার উপর প্রায় বিরক্তই হয়ে গিয়েছিলাম।bdlibrary.ucoz.com এ প্রতিদিনই ঢু মারতাম-bangla model test-1 ছাড়া আর কোন মডেল টেস্ট আপলোড করেছেন কিনা দেখার জন্য।ভাবলাম-আকাশ ভাই এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে কোথায় গায়েব হয়ে গেছেন!এতদিন পর নতুন একটা স্বতন্ত্র ওয়েবসাইট নিয়ে ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।

ভাই একদম ভাল না। কারণ আরো ছয় বছর আগে হলে ভালো হতো। হা হা হা
আমাদের সময় যদি এরকমটি থাকত তাহলে খুব ভাল হত। ভাই চালিয়ে যান।

আমার কাজে লাগবে! অসংখ্য ধন্যবাদ।

ভালো আইডিয়া।

ধারুন । চালিয়ে জান সফল হবেনই।

খুবই প্রশংসনীয় ভাই … আপনার সাথে ব্যাক্তিগতভাবে আলাপের ইচ্ছা আছে 🙂

Level 0

সুন্দর কাজ, আল্লাহ আপনাকে সাহায্য করুন, নিজের জ্ঞানকে ভালো কাজে লাগিয়েছেন, অনেকেই তা করেনা

ভালো……….

vaia http://www.worldseeus.org name 1ta online megazine ber hocche…ota kono bebshaik uddheshe ber kora hochena,,ota ber korse "save the people" name e 1ta social organization…abong eta theke ay haowa tk shishuder jonne ber kora hobe,,okhane ki ami apnar lekha ta bebohar korte pari…onumoti chacchi… [email protected] e jogajog korun plz

Level 0

ধন্যবাদ।

Level 0

ভালো কাজ যতো ছোটই হোক না কেন তা কখনো হারিয়ে যায় না , আর তা যখন খুবই বড়ও মাপের হয় তার পুরুস্কার আল্লাহ্‌ নিজে দিয়ে থাকেন। আপনার এ উদ্যোগ সত্যি খুব সময় উপযোগী এবং প্রয়োজনীয় ।
বাক্তিগত ভাবে যোগাযোগ এর ইচ্ছা রাখি ।
[email protected]

“Please, Tune ti Erie Jaben na” “Na dekhle miss korben”…….such like heading arises question about the quality of theme or writings. Even those are like speaking of ‘Destiny Executive’ or ‘Salesman’. So we should shun it.
I say it becoz your writing seemed good to me.

Level 0

আপনার উদ্যেগ সত্যিই প্রসংসার যোগ্য

Level 0

এখন মনে হয় আপনি খুব বড় হয়ে গেছেন তাই মনে হয় সাইট টা বন্ধ।