টেকটিঊনস এর সকল টেকি ভাই বোনদের জানাই সালাম...। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন...। কিন্তু এই মুহূর্তে আমি একদম ই ভালো নাই...। কারণ
১...এইটা আমার প্রথম লেখা টিটি তে। এতদিন শুধু পরতাম। আজ হঠাৎ RIFAT ভাইয়ার "আমার ল্যাপটপ কেনার মর্মান্তিক অভিজ্ঞতা" লেখাটি পড়ে মনে হল যে আমিও আমার কষ্টের কথাটা জানান দেই সবাইকে । প্রথম লেখা তাই ভয় এ আছি...
২... খারাপ থাকার দ্বিতীয় কারণ হল আমার অনেক সাধের ল্যাপটপ...
এখন আসল কথাতে আসি...। ল্যাপটপ কিনব কিনব করছিলাম। পড়ে অনেক দেখে শুনে কিনলাম প একটা। Dell Xps 14 L401x (i7 1.73 Ghz , 4 GB RAM, 500 GB HDD , 2 GB GPU ) কিন্তু এই ল্যাপটপ কেনার পর ই দেখা দিল সকল বিপদ। আমি ঢাকার বাইরে থাকি। তাই কিনে নিয়ে আমার বারি পাবনা চলে আসলাম ( সত্যি কথা আমি কিন্তু পাগল না )। এখন রাত এ বেলা আমি ল্যাপটপ ঠিকমত শাটডাঊন করে ঘুমালাম । পরের দিন ভরে ঘুম থেকে উঠে দেখি যে ল্যাপটপ মহাশয় চালু হয়ে আছেন (লিড বন্ধই ছিল । আমার বারিতে আমি ছাড়া আর কেও আমার ল্যাপটপ এ হাত দিবে না) পরে নিবীর পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম যে পাওয়ার এর প্রব্লেম... মাঝে মাঝেই মহাশয় হাওয়া খেতে আপনা আপনি ই চালু হয়ে যান । ভালোই লাগল ব্যাপারটা। কারণ ল্যাপটপ ও তো মানুষ । তার ও বাতাস খেতে মন যায় !
এর পরে যে সমস্যা দেখা দিল তা হল ল্যাপটপ এর স্পিকার ! আমার বাম পাশের স্পিকার দিয়ে গান সনার সময় এমন শব্দ হওয়া ধরল যে মনে হল যে পাশের বাসার কলিম চাচার কাশির সমস্যা আবার বেড়েছে ! এটাও মেনে নিলাম কিছুদিনের জন্য যতদিন না আমি ঢাকা জাওয়ার সময় না পাই !
কিন্তু আর না। আসল সমস্যা দেখা দিল ৮৮ দিনের মাথায় । সকালে ল্যাপটপ চালু করে দেখি যে স্ক্রীন এর দান পাশে সাদা একটা দাগ...। এখন যতই দিন যাচ্ছে দাগ ততই বাড়ছে ! না আর তো মেনে নেয়া যায় না ! এইবার ঠিক এ করলাম যে মহাশয় কে ডাক্তার এর কাছে নিয়া যামু (কম্পিউটার সোর্স ) । কিন্তু বাবার সাথে যাব বাবার তো ছুটি নাই (জি ভাইয়া ও আপুর ! আমি অনেক ছোট্ট পিচ্চি ! এইবার কলেজ এ ভরতি হইলাম ) ।
শেষ মুহূর্তে বাবা ছুটি পেলেন কিন্তু আমাদের সম্মানিত বিরোধী দল হরতাল ডাকলেন ! হাইরে আমার ভাগ্য। আমি কি আদৌ ঢাকা পৌছাতে পারব ? এই দুঃখ আমি এখন আমি রাখব কই ? আপনারা বলেন তো ! মনে হচ্ছে ডেল কে ধেল মারি ।
ভাইয়া ও আপুরা । আপনারা যারা আমার কষ্ট বুঝতে পেরে কষ্ট পাচ্ছেন তাদের জননে শেষে একটা কৌতুক ! প্রথম লেখাতেই কাওকে কষ্ট দিতে চাই না !!
ভবিষ্যতে আরও লেখার ইচ্ছা আছে । তবে নিশ্চয়ই কোন ভালো একটি বিষয় নিয়ে । আপনারা আমার জন্য দয়া করবেন । সবাই অনেক ভালো থাকবেন 🙁
আমি fazal mahmud hassan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dell আর computer source এর দেখি এত এত সমস্যা। বাজেট ৫০-৬০ হাজার হলে আসুসের U সিরিজ অনেক ভাল। আর তার চেয়ে বেশি হলে ম্যাকবুক। আমার নিজের আসুস আরো কয়েকজনকে আমার মডেল(u30jc) কিনে দিয়েছি। আসুসের বড় দুইটা সুবিধা গরম কম হয় + ২ বছর ওয়ারেন্টি।