স্মার্ট টিভি কেনার টিপস জেনে নিন

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

আমরা প্রত্যেকেই এখন SMART TV কি সেই বিষয় সম্পর্কে জানি। তারপরেও আমি এক কথায় যদি বলি আমরা আমাদের এন্ডড্রইড মোবাইলে যে কাজ গুলো করতে পারি ঠিক একই কাজ যখন আমরা TV তে করি তখন সেটাই মূলত SMART TV। যাই হোক আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশে সেরা TV এর ব্যান্ড কোনটি? বা কোন BRAND এর TV কিনলে ভালো হবে। এই এই TV এর দামের রেঞ্জ কত?

বাংলাদেশে SMART TVর দাম কেমন?

বাংলাদেশের বর্তমানে বাজারে আপনি যদি চীন TV কিনতে চান তাহলে আপনাকে  সর্বনিম্ন ৭০০০ টাকা দিয়ে TV কিনতে পারেন আবার যদি BRAND এর TV কিনতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ খরচ করতে হতে পারে ৭৮ লাখ বা তার ও বেশি। তবে ভয় পাবার কিছু নেই আপনি মোটামোটি ৩০, ০০০ বা ৪০, ০০০ টাকা বাজেট রাখলেই একটা ভালোমানের ব্রান্ডের TV কিনতে পাবেন এই বাজারে। বাংলাদেশের বহুল প্রচলিত কয়েকটি TV BRAND হলো : Sony, LG, Pentanik, Walton, Samsung, Vision.

SMART TV কেনার টিপস

যাই হোক এখন চলুন আমরা একটা SMART TV কেনার টিপসগুলো বিস্তারিত জেনে আসি।

এখন আপনি TV কিনতে গেলে কি করি? হয়তো কোনো TV এর শোরুমে গিয়ে সরাসরি TV দেখি। কিন্তু এখানে একটা প্রশ্ন আমার মাথায় আসলো যারা TV সেলস করে তারা তো আপনাকে বিভিন্ন ভাবে ভুলিয়ে ভালিয়ে তাদের BRAND এর TV কে সেরা বলে আপনার হাতে ধরিয়ে দিবে। আপনি তাদের কোথা মেনে নিয়ে TV কিনে নিয়ে আসলেন।

আবার আরেকটি উপায় আছে যেখানে আপনি google মামাকে কোন একটা TV এর সম্পর্কে প্রশ্ন করলেন যেমন ধরেন আপনি লিখলেন Sony TV Price in bangladesh অথবা  আপনি Best tv in Bangladesh এই কথাটা লিখে আপনি google এ সার্চ করলেন। এখন গুগল আপনাকে অনেকগুলো TV এর রেজাল্ট আপনার সামনে নিয়ে আসলো। এখন আপনি এখন থেকে বিভিন্ন প্রোডাক্টস আপনার সামনে নিয়ে আসলে। এবং সেখান থেকে দেখে একটা TV কিনলেন।

এখন প্রশ্ন হলো সেখানেও তো যারা তাদের প্রোডাক্টস অনলাইন এ দিয়েছে তারা তাদের কর্তাদের আকৃষ্ট করার জন্যে প্রোডাক্টস সম্পর্কে লিখে দিয়েছে। তাহলে আপনি ভালো পণ্য কিভাবে চিনবেন?

আজ আমি আপনার সাথে এমন কয়েকটি টিপস সম্পর্কে আপনাকে জানাবো যা জানলে আপনি খুব সহজেই একটি ভালোমানের TV সম্পর্কে জানতে পারবেন। যে BRAND এর TV হোক না কেন আপনি এই টিপ্স জানা থাকলে আপনার TV কিনে ঠকার সম্বভনা অনেকটাই কমে যাবে।

১. TV কেনার জন্য আপনার বাজেট কেমন

TV কেনার পূর্বে আপনাকে অবশ্যই আপনার বাজেটের দিকে খেয়াল রাখতে হবে। কেননা আপনি যখন একটা TV কিনবেন তখন সেটা একবারের জন্যে কিনবেন প্রতি বছর তো আর TV কিনবেন না তাই না? আর সে জন্যে আপনাকে অবশ্যই TV এর বাজেট এর কথা মাথায় রাখতে হবে। আপনার বাজেট কম হলে কিছু দিন সময় নিন। মনে রাখবেন তাড়াহুড়া করে কোনো কাজ করলে সেটার ফল কখনোই ভালো হবে না।

২. কোন সাইজের TV কিনবেন

আপনার বাজেটের কথা মাথায় রেখে আপনাকে TV কিনতে হবে বাজেট কম হলে আপনি ৩২, ৩৯, বা ৪৩ ইঞ্চি TV নিতে পারেন। আর বাজেট বেশি থাকলে আপনি ৫০ বা তার থেকে বড় টেলিভিশন কিনতে পারেন।

 

৩. এলইডি না ওএইলডি কোন TV কেনা উচিত

ওএইলডি হলে এলইডি এর উপডেটভ ভার্সন। আপনার বাজেট বেশি হলে আপনি ওএইলডি নিতে পারেন। কেননা এলইডি এর থেকে ওএইলডি  তুলনামূলক অনেক ভালো এবং দামেও অনেক বেশি হয়ে থাকে।  তাছাড়া আপনার বাজেট যদি আরো বেশি থাকে তাহলে আপনি চাইলে QLED 4K TV ও নিতে পারেন। যত আপডেট নিবেন তত দাম বাড়বে আর কোয়ালিটি অনেক বেটার পারবেন।

 

৪. সাউন্ড কোয়ালিটির দিকে নজর দিন

TV কেনার পূর্বে অবশ্যই আপনাকে TV এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালোমানেই নিতে হবে। কেননা আপনি যদি ভালো সাউন্ড কোয়ালিটি না পান তাহলে TV দেখে মজা পাবেন না। অনেক বিরক্ত হবেন TV দেখে। তাই TV কেনার পূর্বে আপনি TV চালিয়ে এর সাউন্ড ভালোকরে পর্যবেক্ষণ করুন।

 

৫. TV কেনার সময় রেজুলেশন খুঁজুন

পূর্বে আমরা যখন TV দেখতাম তখন পিকচার কোয়ালিটি একদম নরমান ছিল। কিন্তু বর্তমানের এই সময়ে পিকচার কোয়ালিটি অনেক হাই। তাই আপনার TV তে যদি পিকচার কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনি মুভি বা নাটকের রিয়েল ভিউ পাবেন না। তাই আপনাকে আমি পরামর্শ দিবো আপনি TV কেনার সময় ৪ক রেজেলেশন TV কিনুন অথবা বাজেট কম হলে ৪ক সাপোর্ট করে এমন রেজেলুশন দেখে আপনি TV ক্রয় করুন।

 

৬. আপনার প্রয়োজনীয় পোর্টগুলো পাচ্ছেন কিনা

TV কেনার পূর্বে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি TV দিয়ে কি করতে চান। আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ কানেক্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই vga port আছে কিনা সেটা দেখে নিন। তার থেকে ভালো হয় আপনি যদি TVতে HDMI পোর্ট দেখে নিতে পারেন। কেননা এই HDMI  পোর্ট এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর সাউন্ড আপনি সরাসরি TV তে শুনতে পারবেন।

 

৭. শীতের সময় TV কেনা হতে বিরত থাকুন

ঠিক শুনেছেন আপনি TV কেনার পূর্বে আপনার TV এর একটা বিষয় চিন্তা করুন। TV কোম্পানি গুলো প্রতি বছর নভেম্বর বা ডিসেম্বর এর দিকে TV তাদের নুতুন মডেলের TV বাজারে নিয়ে আসে যেটা বাজারে আসতে সময় লেগে যায় প্রায় ৩ মাস অর্থাৎ ফেরুয়ারি বা মার্চ মাস লেগে যায়। তাই আপনি ২ থেকে ৩ মাস অপরক্ষা করলে কিন্তু নুতুন মডেলের TV কিনতে পারবেন।

 

৮. অবশ্যই ওয়ারেন্টি এর দিক মাথায় রাখুন

ওয়ারেন্টি এর বিষয় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। না হলে আপনি অনেক সময় বিপাকে পরে যেতে পারেন। ওয়ারেন্টি ছাড়া TV কিনলে যেকোনো সময় একটা সমস্যা হতে পারে। আমাদের মাঝে একটা কথা প্রচলিত আছে "ইলেকট্রনিক্স পণ্য এর কোনো ভরসা নেই যেকোনো সময় নষ্ট হতে পারে" আর ইটা সত্য কথা তাই পণ্য কিনতে অবশ্যই ওয়ারেন্টি এর কথা মাথায় রাখেবন।

শেষ কথা

এখন নিশ্চয় বুঝতে পারছেন কোন TV আপনার জন্যে ভালো হবে। এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি TV কিনতে এর পরেও কোনো সমস্যা হয় যে কোন TV ভালো হবে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ কয়েকটি শোরুমে ঘুরে দেখুন জানুন বুঝুন এবং সেখান থেকে একটা TV কিনে ফেলুন।

Level 1

আমি ইমদাদুল হক। SEO Specialist, SEO Optimizers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস