বিসমিল্লাহির রহমানির রাহিম
বেশ কিছুদিন থেকে বিডিরঙ.কম এর কাজ চলছিলো সেই কারনে আপনাদের কারও সাথে বিডিরঙ.কম ওয়েব সাইট এর সাথে পরিচই করিয়ে দেয়ার সময় হয়নি।
বাংলাদেশে অনেক ছোট্ট, বড় ও মাঝারী বাংলা ব্লগ, ওয়েব সাইট ও ব্লগিং প্ল্যাটফর্ম রয়েছে তবে এর মধ্যে বেশ কয়েকটা ব্লগ সকলের বেশ প্রিয় ও পপুলার যেখানে সবাই বাংলা ভাষায় নিজের মত করে লিখে থাকেন। সামহোয়্যারইন বাংলা ব্লগ (বাঁধ ভাঙ্গার আওয়াজ), টেকটিউনস (মেতে উঠুন প্রযুক্তির সুরে), বিজ্ঞান ও প্রযুক্তি.কম, আমার ব্লগ.নেট টেকটুইটস, টিউনারপেজ.কম, সহ আরও অনেক আছে। এরই মাঝে জন্ম নিলো বিডিরঙ.কম, প্রযুক্তির নতুন রঙ, মায়ের ভাষায় প্রযুক্তির নতুন রঙের ছড়াছড়ি, বাংলা ভাষায় নির্মিত সকলের জন্য উন্মুক্ত ইউনিকোড ভিত্তিক বাংলা ব্লগ।
সকলের জন্য উন্মুক্ত বাংলা ব্লগিং প্ল্যাটফর্ম বিডি রঙ.কম। এই ব্লগে যে কেউ নিবন্ধন করে মায়ের ভাষায় (বাংলা) ব্লগ লিখতে ও অপর লেখকের ব্লগ পড়ে মতামত প্রদান করতে পারবে।
ফাঁকা মাঠে মাটি, আকাশ ও বাতাস ছাড়া আর কিছুই চোখে পড়ার মত থাকে না, তবে আপনারা যদি সেই ফাকা মাঠে উপস্থিত হোন তাহলে অনেক কিছুর দেখা পাওয়া যাবে। তাই নিজের মেধা দিয়ে আপনি আপনার পছন্দ মত বিষয় নিয়ে যেকোন নিবন্ধ প্রকাশ করতে পারবেন বিডিরঙ.কম এ। আজ আপনি যা লিখবেন অন্যজন সেটা পড়ে কিছু জানতে ও বুঝতে পারবে এবং সেও যা জানে তাও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে।
বিডিরঙ.কম এ বিশেষ ও উল্লেখ যোগ্য বিভাগসমুহ
প্রযুক্তির মেধা বিকাশের জন্য বিডিরঙ.কম এ বেশকিছু বিভাগ সংযুক্ত করা হয়েছে সেই গুলোর মধ্যে কয়েকটি তুলে ধরলাম
প্রতিটি ব্যাক্তিগত ব্লগের মালিক থাকে। কিন্তু জন সাধারণের জন্য তৈরি উন্মুক্ত ব্লগের কোন মালিক হয়না না। তাই এই ব্লগের মালিক আপনি, আমি ও আমরা সবাই। এখানে লেখক ও পাঠক সবাই আপন অধিকার নিয়ে বিডিরঙ.কম কে ব্যবহার করতে পারবেন।
স্বচ্ছ, পরিস্কার ও সহজ ভাবেই সাজানো হয়েছে বিডিরঙ.কম ওয়েব সাইট কে। প্রতিটি গ্যাজেট স্তরে স্তরে সাজানো হয়েছে, যেন কোন ব্যবহারকারীর ব্যবহার করতে সমস্যা না হয়।
বিডিরঙ.কম এ বেশ কিছু ফিচার রয়েছে তার মধ্যে আপনাদের সামনে কিছু তুলে ধরলাম।
ফেসবুক প্রেমীদের জন্য বিডিরঙ.কম এর নিয়ন্ত্রণ প্যানেলে রয়েছে ফেসবুক উইজেট যা থেকে সহজেই ফেসবুকের সাথে সব সময় সংযুক্ত থাকা যাবে শুধু তাই নয় ফেসুবকে নিউজফিড, স্ট্যাটাস, মন্তব্য করা সহ সকল সুবিধায় পাওয়া যাবে।
নতুন নিবন্ধ লেখার জন্য রয়েছে বেশ কিছু টুলস, যে টুলস গুলো ব্যবহার করে সহজেই নিবন্ধের মধ্যে টেবিল, চিত্র, ফন্ট স্টাইল, ইমোটিক সহ আরও অনেক কিছু যুক্ত করার সুবিধা পাওয়া যাবে।
নতুন নিবন্ধ লেখার জন্য রয়েছে বেশ কিছু পপুলার বাংলা কিবোর্ড লে-আউট, তাই বাংলা লেখার সকল সমধান পাওয়া যাবে এখানে। কম্পিউটার এ বাংলা লেখার সফটওয়্যার না থাকলেও বিডিরঙ.কম এ লেখা সম্ভব। ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে Google Transliteration যা ব্যবহার করে আরোও সহজ পদ্ধতিতে বাংলা লেখা যাবে।
লেখকের চেয়ে মন্তব্য প্রদানকারী বেশি থাকে বলেই রয়েছে মন্তব্য ফরমে বেশ কিছু বাংলা কিবোর্ড লে-আউট। তাই মন্তব্য প্রদান কারীর মন্তব্য লিখতে সমস্যা হওয়ার কথা নয়। ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে Google Transliteration যা ব্যবহার করে আরোও সহজ পদ্ধতিতে বাংলা লেখা যাবে।
নতুন এই বাংলা ব্লগ “বিডিরঙ.কম” শুধু আপনার, আমার ও আমাদের জন্যই তাই আসুন আমরা মায়ের ভাষায় প্রযুক্তির রঙ সকলের মাঝে ছড়িয়ে দেই। চলুন আর দেরি না করে এক্ষনি যোগদান করি বিডিরঙ.কম পরিবারে এবং হয়ে যায় একজন গর্বিত বাংলা ব্লগার।
বিডিরং.কম ফেসবুক গ্রুপঃ http://www.facebook.com/home.php?sk=group_212737468750174&ap=1
http://www.alexa.com/write/review/bdrong.com
টেকটিউনস - টেকটিউনস এর টিউনারগনের কারণেই আজ বিডিরঙ.কম একটি বাংলা ব্লগ তৈরি হতে সক্ষম হয়েছে।
মামুন সৃজন - যিনি ওয়ার্ডপ্রেস ইঞ্জিন কে সম্পুর্ন বাংলায় অনুবাদ করেছেন তাকে আমারা অনেক ধন্যবাদ জানায়।
তাওহিদুল ইসলাম ভাই, মেহেদি ভাই, মাহবুব ভাই, জাকির ভাই, আরও অনেকেই।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক কথাই দারুণ সাইট! প্রযুক্তির নতুন রঙ বিডিরঙ.কম সকলের জন্য উন্মুক্ত করার জন্য আপনাকে আনেক অনেক ধন্যবাদ।