প্রকৃতির বৈচিত্র্য: ডারউইনবাদীদের নাইটমেয়ার-৭

[পর্ব-১|পর্ব-২|পর্ব-৩|পর্ব-৪|পর্ব-৫|পর্ব-৬] হৃৎপিন্ড একটি অত্যন্ত জটিল ও পেশীবহুল অঙ্গ যেটি পৌনপৌনিক ছান্দিক সংকোচনের মাধ্যমে রক্তনালীর ভেতর দিয়ে রক্ত সারা দেহে প্রবাহিত করে। গড়পড়তায় একটি মানব হৃৎপিন্ড প্রতি মিনিটে ৭২ বার স্পন্দিত হয়। হৃৎপিন্ডের স্পন্দন থেমে যাওয়া মানে অক্কা পাওয়া। মানব হৃৎপিন্ড ৪টি মূল প্রকোষ্ঠে বিভক্ত, ডান অলিন্দ ও ডান নিলয় এবং বাম অলিন্দ ও বাম নিলয়। হৃৎপিন্ডের ডান অংশের কাজ হলো পুরো দেহ হতে ডান অলিন্দে অক্সিজেন-শূন্য রক্ত সংগ্রহ করা এবং ডান নিলয়ের মাধ্যমে তা পাম্প করে ফুসফুসে প্রেরণ করা যাতে কার্বন ডাই-অক্সাইড রক্ত হতে নিষ্কাশিত এবং অক্সিজেন যুক্ত হতে পারে। হৃৎপিন্ডের বাম অংশ অক্সিজেনসমৃদ্ধ রক্ত ফুসফুস হতে বাম অলিন্দে গ্রহণ করে। বাম অলিন্দ হতে রক্ত বাম নিলয়ে স্থানান্তরিত হয় এবং সারা দেহে সঞ্চারিত হয়। ডান অলিন্দ হতে রক্ত ট্রাইকাস্পিড কপাটিকার ভেতর দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। এখান থেকে রক্ত ফুসফুসীয় সেমিলুনার কপাটিকার ভেতর দিয়ে বেরিয়ে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে পৌছে। ফুসফুস হতে রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে যায়। সেখান থেকে রক্ত বাইকাস্পিড কপাটিকার ভেতর দিয়ে বাম নিলয়ে প্রবেশ করে। বাম নিলয় এই রক্তকে এ্যাওটিক সেমিলুনার ভাল্বের ভেতর দিয়ে এ্যাওর্টায় পাম্প করে পাঠায়। এ্যাওর্টা কয়েকটি শাখায় বিভক্ত হয় এবং এইসব প্রধান শাখা ধমনী দিয়ে রক্ত সারা দেহে সঞ্চালিত হয়। রক্ত ধমনী হতে তার চেয়ে সরু ছোট ধমনীতে প্রবেশ করে এবং শেষ পর্যায়ে আরও ক্ষুদ্র কৈশিকনালীর মাধ্যমে কোষে পৌছায়। এরপরে অক্সিজেন-শূণ্য রক্ত ছোট শিরার ভেতর দিয়ে গিয়ে শিরায় পৌছায়। এইসব শিরা পরে সুপিরিয়র ও ইনফেরিয়র ভেনাকেভা তৈরি করে শেষ পর্যন্ত ডান অলিন্দে পৌছায় এবং আবার উপরোক্ত পদ্ধতির পুনরাবৃত্তি ঘটতে থাকে। হৃৎপিন্ড কার্যত হৃৎপেশীর একটি বুনানি যারা পরস্পর সাইটোপ্লাজমিয় সংযুক্তি দিয়ে সংযুক্ত। ফলে বৈদ্যুতিক সংকেত একটি কোষে পৌছালে তা দ্রুতগতিতে সকল কোষে পৌছে যায় এবং পুরো হৃৎপিন্ড তখন একসাথে সংকুচিত হয়। (সূত্র: উইকিপিডিয়া)

এই হচ্ছে খুব সংক্ষেপে হৃৎপিন্ডের কার্যপ্রণালী। ছবি এবং ভিডিওতে হৃৎপিন্ডের গঠনপ্রণালী ও কার্যপ্রণালী দেখা যেতে পারে। এবার আপনারাই বলুন, এরকম একটি জটিল ও সূক্ষ্ম মেশিন কি প্রজন্মের পর প্রজন্ম ধরে ধাপে ধাপে বিবর্তিত হওয়া সম্ভব? এই ধরণের মেশিন এর ক্ষেত্রে প্রজন্মের পর প্রজন্ম ধরে ধাপে ধাপে বিবর্তনের সুযোগ-ই বা কোথায়, যেখানে অত্যন্ত সূক্ষ্ম শিরা-উপশিরা এবং একাধিক প্রকোষ্ঠ এক সাথে থেকেই তবে সঠিকভাবে কাজ করে। হৃৎপিন্ডের মতো মেশিন ‘ধাপে ধাপে’ বিবর্তিত হতে থাকলে মানুষ বা পশু-পাখি তো বেঁচে থাকতেই পারবে না! এক শতাংশ কিংবা এক দশমাংশ হৃৎপিন্ড কিন্তু বাস্তবে সম্ভব নয়।

ডারউইনবাদীদের ‘সাধারণ পূর্বপুরুষ’ তথা এককোষী জীবের কিন্তু কোন হৃৎপিন্ড ছিল না। ফলে হৃৎপিন্ডের বিবর্তন শুরুই বা হবে কোথা থেকে? অথচ সেই হৃৎপিন্ড-বিহীন এককোষী জীব নাকি মিলিয়ন মিলিয়ন বছর ধরে বিবর্তিত হতে হতে একদিন মানুষ ও পশু-পাখিদের মতো মিলিয়ন মিলিয়ন হৃৎপিন্ড-ওয়ালা প্রাণীতে রূপান্তরিত হয়েছে! আরো কিছু অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে ধাপে ধাপে বিবর্তিত হওয়া বাস্তবে সম্ভব নয়। ফুসফুস ও পরিপাকতন্ত্রের কথাই ধরা যাক। ফুসফুস ও পরিপাকতন্ত্র সঠিকভাবে কাজ না করলে জীব-জন্তু বেঁচে থাকতেই পারবে না। তাহলে আবার বিবর্তন বা বংশ বৃদ্ধি হবে কী করে? এমনকি অতি সূক্ষ্ম শিরা-উপশিরা’র কথাই ধরুন। শিরা-উপশিরাগুলো কোথা থেকে ও কীভাবে ধাপে ধাপে বিবর্তিত হবে, যদি শুরুতেই এগুলো না থাকে! পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের প্রজননতন্ত্রের বিবর্তনের কাহিনী কিন্তু রয়েই গেল!

উপসংহার: হৃৎপিন্ডের মতো একটি মেশিন যেহেতু প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে বিবর্তিত হতে পারে না এবং এই ধরণের বিবর্তনের পক্ষে যেহেতু কোন প্রমাণ নাই সেহেতু প্রথম থেকেই প্রাণীদের দেহে পূর্ণাঙ্গ হৃৎপিন্ড থাকতে হবে। আর প্রাণীদের দেহে পূর্ণাঙ্গ হৃৎপিন্ড থাকতে হলে অত্যন্ত স্বাভাবিকভাবেই প্রাণীগুলোকেও পূর্ণাঙ্গ অবস্থায় থাকতে হবে, যেটি বিবর্তন তত্ত্বের সাথে সরাসরি সাংঘর্ষিক।

Level 0

আমি এস. এম. রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo bolechen….
Tobe ora manbe na apne jotoi bujhan…(sorry for englisg typing.Writing from mobile)

    মন্তব্যের জন্য ধন্যবাদ। ওদেরকে মানানোর দায়িত্ব আমার না। কে মানবে আর কে মানবে না, তা নিজ নিজ ব্যাপার।

Level 0

সুন্দর হয়েছে। যতই বুঝান তারা বুঝবেনা। তাদের বুঝানোর জন্য আপনার এত কষ্ট করতে হতনা। তার মানে এইনা যে আমি আপনাকে নিরুৎসাহিত করছি। আপনার এই লেখাগুলিও দরকার আমাদের ঐ সমস্ত লোকদের জন্য যারা শুধু নামে মাত্র মুসলিম। এগুলি পড়ে যদি তাদের কোন ভাবোদয় হয়। আমার এই দুইটা উদহারণ ও তাদের কাজে লাগতে পারে।

মধু যে একটা মহা ঔষধ এবং তা যে মৌমাছি ফুল থেকে সংগ্রহ করে তার পেটের ভিতরে বহন করে নিয়ে এসে তার মৌচাকে রাখে তা আল-কুরআনে বলা হয়েছে প্রায় দেড় হাজার বছর আগে আর তা বিজ্ঞানিরা আবিষ্কার করেছে মাত্র গত শতাব্দীতে। আল্লাহ আরো বলে দিয়েছেন যে, তাতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে রয়েছে নিদর্শন। কিন্তু আমাদের চিন্তাশীল বিজ্ঞানীরা ব্যস্ত আছেন বানর আর মানুষের পূর্ব পুরুষ যে এক তাই প্রমাণ করতে। আরও দেখুন সূরা মায়েদা, আয়াত নং ৬০: “যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধাম্বিত হয়েছেন, তাদের কতককে বানর ও শুকরে রূপান্তরিত করে দিয়েছেন” তাই বানর শুকরের জীনের সাথে মানুষের জীনগত কাছাকাছি মিল থাকতেই পারে। কেন মিল পাবে বিজ্ঞানীরা, তা দেড়হাজার বছর পূর্বের এই পবিত্র ধর্মগন্থেই বলে দেওয়া হয়েছে। এর পরও আর কোন কিছুর প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।

সর্ব শেষে সবাইকে বলবো কোরআন শিখুন এবং বঝুন আর নিজের জীবনকে সার্থক করে তুলুন। যদি কুরআন ভাল ভাবে বুঝতে চান তার নিয়ম কানুন দেখুন এই লিংকেঃ http://www.alkawsar.com/article/403

অফ টপিকঃ দয়া করে আমাকে আবার কেউ জামাতের লোক মনে করবেন না। আমি আমাদের বর্তমান রাজনৈতিক কালচারকে ঘৃণা করি। কথাটা বললাম এই কারণে যে এখন কেউ ধর্মর কথা বললেই বলে যে এই ব্যাটা জামাতের লোক। আমি বলব এই ধারণা পাল্টানো উচিৎ।

সবাইকে ধন্যবাদ।

    আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। হ্যাঁ, ইসলামের পক্ষে কিছু বললেই কেউ কেউ আবল-তাবল ধারণা করে। কিন্তু ওদের লজ্জায় তো আপনি-আমি ঘরে বসে দরজা বন্ধ করে রাখতে পারি না। আমাদের কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে।

Level 0

সূরা মায়েদা, আয়াত নং ৬০: “যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধাম্বিত হয়েছেন, তাদের কতককে বানর ও শুকরে রূপান্তরিত করে দিয়েছেন”

এটা আমিও পড়েছি। আর কিছুদিন আগে সোয়াইন ফ্লু হবার পর জানলাম মানুষের সাথে শুকরের জিনগত মিল আছে।

খুবই ফালতু রচনা।
দুঃখিত