প্রকৃতির বৈচিত্র্য: ডারউইনবাদীদের নাইটমেয়ার-৩

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন

[পর্ব-২] ডারউইনবাদীরা মন্ত্রের মতো একটি বুলি জপেন, আর সেটি হচ্ছে Evolution is a fact. এই মন্ত্র জপে তারা ডারউইনের বিবর্তন তত্ত্বকেও প্রতিষ্ঠিত সত্য হিসেবে প্রচার করার চেষ্টা করেন। ডারউইনবাদীদের অন্ধ অনুসারী ছাড়া অনেকের কাছেই তাদের এই মন্ত্রকে উদ্ভট মনে হবে এই ভেবে যে, তারা দিনে-দুপুরে সবার সামনে এমন দাবি করেন কী করে! তবে ব্যাপারটাকে একটু ক্ষতিয়ে দেখলেই তাদের শুভঙ্করের ফাঁকি ধরা পড়ে। তারা হয়ত মিথ্যাচার করেন না, তবে শুভঙ্করের ফাঁকির মাধ্যমে অসচেতন লোকজনকে বিজ্ঞানের নামে বোকা বানানোর চেষ্টা করা হয় ঠিকই। তারা যখন বলেন “Evolution is a fact” তখন তারা “Evolution” বলতে মনে মনে হয়ত একই প্রজাতির মধ্যে পরিবর্তন বা ক্রমবিকাশের কথা বুঝিয়ে থাকেন, যেটি আসলেই সত্য ঘটনা। যেমন: শুক্রাণু-ডিম্বাণুর মিলন থেকে শুরু করে ধীরে ধীরে পূর্ণাঙ্গ মানুষের বিবর্তন; ডিমের মধ্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ছানার বিবর্তন; বীজ থেকে ধীরে ধীরে বিশাল গাছের বিবর্তন; একই প্রজাতির মধ্যে পরিবেশগত কারণে কিছু পরিবর্তন; ইত্যাদি। এগুলো চোখের সামনেই প্রতিনিয়ত ঘটছে। এই ধরণের বিবর্তনকে অস্বীকার করার কিছু নাই! কিন্তু জীবজগতের মধ্যে এই ধরণের বিবর্তন বা ক্রমবিকাশ যে বিবর্তন তত্ত্বের পক্ষে কোন প্রমাণ নয় – এই সত্যকে চেপে যাওয়া হয়। এগুলো হচ্ছে একই বীজ থেকে একই রকম প্রাণী বা উদ্ভিদের বিবর্তন। মানুষের শুক্রাণু-ডিম্বাণু থেকে কখনোই গরু-ছাগল কিংবা হাঁস-মুরগী বিবর্তিত হয় না, তা যতই সময় দেওয়া হোক না কেন। আম গাছ থেকে কখনোই তাল গাছ কিংবা কাঁঠাল গাছ বিবর্তিত হয় না। অন্যদিকে বিবর্তন তত্ত্ব অনুযায়ী এক প্রজাতি থেকে এলোমেলো পরিবর্তন ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন প্রজাতি বিবর্তিত হয়েছে, তাদের বিশ্বাস অনুযায়ী হতেই হবে।

যাহোক, প্রকৃতিতে কিছু বিষাক্ত সাপ আছে যেগুলো কামড়ানোর কিছুক্ষণের মধ্যে মানুষ মারা যায়। অথচ বেশীরভাগ সাপ ও অন্যান্য প্রজাতির দেহে কোন বিষ নাই। শুধু কি তাই! নীচের ভিডিওতে দেখুন সাপ কীভাবে ফণা তুলে তার বিষকে স্প্রে করে ছুঁড়ে দিয়ে সিংহের মতো বনের রাজাকেও ভয় পাইয়ে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে আত্মরক্ষার জন্য কিছু সাপের দেহে বিষ, সেই বিষ দ্রুত বেগে স্প্রে করার পদ্ধতি, এবং দর্শনীয় ফণা কেন, কীভাবে, ও কোন্ প্রজাতি থেকে ধীরে ধীরে বিবর্তিত হবে? সাপের বিষ, বিষ স্প্রে করার পদ্ধতি, এবং দর্শনীয় ফণা দীর্ঘদিন ধরে মন্থর গতিতে বিবর্তিত হওয়া সম্ভব কিনা?

নীচের ভিডিওতে গোখুরা সাপ আর বিশাল এক টিকটিকির মধ্যে যুদ্ধ দেখুন। যুদ্ধে মুখোমুখি হয়ে তারা উভয়েই নিজের দেহকে ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করে প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছে! নিজের দেহকে ফুলিয়ে-ফাঁপিয়ে তুললে যে প্রতিপক্ষ ভয় পাবে – এইটা তারা জানলো কী করে! এই কৌশল কেন ও কীভাবে ধীরে ধীরে বিবর্তিত হলো। সাপের দর্শনীয় ফণা-ই বা কেন ও কীভাবে ধীরে ধীরে বিবর্তিত হবে।

উপসংহার: সাপের দেহে বিষ, আত্মরক্ষার জন্য স্প্রে করার পদ্ধতি, এবং দর্শনীয় ফণা যেহেতু প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে বিবর্তিত হতে পারে না এবং তার পক্ষে যেহেতু কোন প্রমাণও নাই সেহেতু পূর্ণাঙ্গ সাপের মধ্যে এই পদ্ধতি প্রথম থেকেই থাকতে হবে। ফলে এক্ষেত্রে অন্য কোন প্রজাতি থেকে মন্থর গতিতে বিবর্তনের কোন সুযোগ না থাকায় বিবর্তন তত্ত্বের সাথে সাংঘর্ষিক হয়ে যায়।

নীচের ভিডিওতে দেখা যাচ্ছে একটি মাকড়সা জাল তৈরী করে তার চেয়ে অনেক বড় আকারের একটি বাদুরকে হত্যা করেছে। মাকড়সা কীভাবে এলোমেলো পরিবর্তন ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে সূক্ষ্ম জাল তৈরী করা শিখলো! জাল তৈরীর জন্য আঠালো পদার্থ ও কৌশল-ই বা কেমন করে ধীরে ধীরে বিবর্তিত হলো। তাছাড়া মাকড়সাকে কে বলেছে যে জাল তৈরী করে শিকার ধরা যায়! মাকড়সার জৈব বিবর্তন সহ এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে বিবর্তিত হওয়া সম্ভব কিনা?

সজারুর সাথে কম-বেশী অনেকেরই পরিচয় আছে। খুব ছোট একটি প্রাণী। অথচ এই প্রাণীর প্রায় সারা দেহ বেশ ধারালো সুঁচের মতো কাঁটা দ্বারা এমনভাবে আবৃত যে, যেখানে বিশাল বিশাল বন্য প্রাণীরা সিংহের কাছে সহজেই ধরাশায়ী হয় সেখানে কয়েকটি সিংহ মিলেও ক্ষুদ্র একটি সজারুকে কাবু করতে পারে না। প্রশ্ন হচ্ছে সজারুর দেহে আত্মরক্ষার্থে ধারালো সুঁচের মতো কাঁটা কেন ও কীভাবে ধীরে ধীরে বিবর্তিত হলো, যেখানে অন্য কোন প্রাণীর দেহে এরকম কিছু দেখা যায় না। নীচের ভিডিওটা দেখুন।

পশু-পাখিরা কীভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও তাদের বাচ্চাদেরকে রক্ষা করার চেষ্টা করে তার কিছু নমুনা নীচের ভিডিওগুলোতে দেখা যাবে। এগুলো ডারউইনবাদীদের জন্য নিঃসন্দেহে নাইটমেয়ার। অন্ধ-অচেতন ও উদ্দেশ্যহীন প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তিত হওয়া প্রাণীরা কেমন করে জানলো যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও তাদের বাচ্চাদেরকে রক্ষা করতে হবে! এমনকি পাখিরা তাদের ডিমকে পর্যন্ত শিকারীর হাত থেকে রক্ষা করার চেষ্টা করে, যেখানে ডিম আসলে বস্তু ছাড়া কিছু নয়। পশু-পাখিদের জৈব বিবর্তন সহ তাদের মধ্যে এই বোধশক্তি ও দরদ কেন ও কীভাবে ধীরে ধীরে বিবর্তিত হবে? তা কি আদৌ সম্ভব?

Level 0

আমি এস. এম. রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লেখার বিরুদ্ধে কারো কিছু বলার থাকলে লেখা থেকে সরাসরি উদ্ধৃতি দিয়ে তার বিপরীতে বৈজ্ঞানিক জার্নাল থেকে তথ্য-প্রমাণ সহ যৌক্তিক দৃষ্টিকোণ থেকে সমালোচনাকে স্বাগত জানানো হবে। তবে লেখার বিরুদ্ধে কিছু বলার না থাকলে অপ্রাসঙ্গিক মন্তব্য করে লেখক এবং পাঠকদের মূল্যবান সময় নষ্ট না করাই ভাল।

Level 0

very good article….we should aware about our existence…it is very important to know that where do we come from?..what is our objective of life n what is our final destination…..isn't it?…we should be very confirm about the existence of ALLAH(swt)..it is obligation…

আসলেই ডারউইনবাদীদের জন্য নিঃসন্দেহে নাইটমেয়ার আপনার লেখা এবং ভিডিওগুলো। আপনার লেখা যত পড়ছি ততই শিখছি…পরের পর্বগুলোর জন্য অপেক্ষায় থাকলাম।

    সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের পর্বগুলো একটি একটি করে আসতে থাকবে।

Level 0

যেহেতু আপনার টিউন টি ধারাবাহিক,তাই আগের টিউন গুলো দেখার জন্য এখানে লিঙ্ক দিন।তাহলে পড়তে সুবিধা হবে।

কারন আমি আপনার আগের লেখা গুলো পড়িনি।এখন আগের লেখার লিঙ্ক গুলো খুজে বের করতে হবে।
ধন্যবাদ,।

    এই লেখার একদম শুরুতেই আগের পর্বের লিঙ্ক দেয়া আছে। আগের পর্বে গেলে দেখবেন সেখানেও শুরুতে তার আগের পর্বের লিঙ্ক দেয়া আছে।

মারাত্মক আর্টিকল।

Level 0

কেমন আছেন ভাই? অনেকদিন পর আপনার পোস্ট পেলাম। আশা করি এখানে নিয়মিত লিখবেন। পোস্টের জন্য ধন্যবাদ।

    এই তো ভাল। আমি কিন্তু টেকটিউনসে নতুন। সবে মাত্র ৫-৬টা পোস্ট দিয়েছি। তবে আরো আসবে।

right

Level 0

আপনার লেখা দিন দিন ভালো হচ্ছে। ধন্যবাদ চালিয়ে যান