যারা বিবর্তনবাদ তত্ত্বকে সংশয়বাদীদের হাত থেকে ধর্মের মতো করে লাঠিসোটা নিয়ে কিংবা মুখ বন্ধ করে ডিফেন্ড করছে তাদের অনেকেরই এই তত্ত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা নাই। কেউ কেউ তো এমন সব উদ্ভট কথাবার্তা বলে, যা শুনলে ডারউইনবাদীরা নিজেরাই লজ্জিত হবে। বাংলা ব্লগে এই ধরণের মন্তব্য অনেক আছে। তাহলে যারা বিবর্তনবাদ তত্ত্বে বিশ্বাস করে না তাদের অবস্থা তো আরেকটু খারাপ হওয়াটাই স্বাভাবিক।
যাহোক, একটি তত্ত্বে বিশ্বাস করুন বা না করুন, সেই তত্ত্ব সম্পর্কে অন্তত মনের মধ্যে ভ্রান্ত ধারণা পোষণ করে রাখা ঠিক নয়। অন্য যে কোন ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বিবর্তনবাদ তত্ত্ব অনুযায়ী জীবজগতের বিবর্তন শুরু হয়েছে এককোষী একটি জীব থেকে। সেই এককোষী জীব যে আসলে কী এবং কোথা থেকে এসেছে - এই প্রশ্ন করা হলে ডারউইনবাদীরা এটিকে বিবর্তনবাদ তত্ত্বের অংশ নয় বলে এড়িয়ে যায়। ভাল কথা। এককোষী একটি জীব থেকেই না হয় বিবর্তন শুরু হলো। রিচার্ড ডকিন্স সহ কেউ কেউ সেই এককোষী জীবকে ব্যাকটেরিয়া-সদৃশ জীব বলে থাকেন। তার পরের ঘটনা তাহলে কী? ওয়েল পরের ঘটনাগুলো খুব সংক্ষেপে এরকম:
সেই এককোষী জীব থেকে শুরু করে এলোমেলো পরিবর্তন ও প্রাকৃতিক নির্বাচন (Random mutation and natural selection) এর মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে মিলিয়ন মিলিয়ন বছর ধরে বিবর্তিত হতে হতে পুরো প্রাণীজগত তথা কীট-পতঙ্গ, জলজ প্রাণী, উভচর প্রাণী, সরীসৃপ, পশু-পাখি, এবং মানুষ বিবর্তিত হয়েছে। ফলে বিবর্তনের এক পর্যায়ে জলজ প্রাণী থেকে উভচর প্রাণী বিবর্তিত হয়েছে; উভচর প্রাণী থেকে সরীসৃপ বিবর্তিত হয়েছে; সরীসৃপ থেকে পাখি এবং স্তন্যপায়ী প্রাণী বিবর্তিত হয়েছে; বানর জাতীয় লেজওয়ালা প্রাইমেটস থেকে মানুষ বিবর্তিত হয়েছে; ইত্যাদি; ইত্যাদি।
এই হচ্ছে খুব সংক্ষেপে বিবর্তনবাদ তত্ত্ব বা ডারউইনবাদীদের বিশ্বাস। মাঝখানে কিন্তু অনেক কিছু ছাড়া পড়ে গেছে! কেউ যদি এগুলোর কোন একটিকে অস্বীকার করে তাহলে বুঝতে হবে যে, সে হয় অজ্ঞ অথবা প্রমাণ দেখাতে না পেরে অস্বীকার করছে। তাছাড়া বিশাল উদ্ভিদজগত কিন্তু রয়েই গেছে।
যারা পাঁচ-সাত বছর ধরে বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে নাড়াচাড়া করছেন কিংবা বিষয়টি নিয়ে নিদেনপক্ষে ভেবে দেখেছেন তারা নিশ্চিতভাবেই জানেন যে বিবর্তনবাদ তত্ত্ব আসলে প্রতারণা, অন্ধ বিশ্বাস, আর হাস্যকর সব কল্পকাহিনীর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। কিন্তু যারা বিষয়টি নিয়ে সেভাবে ভাবেননি কিংবা ইতোমধ্যে বিজ্ঞানের নামে ডারউইনবাদীদের অপপ্রচারের দ্বারা বিভ্রান্ত হয়ে বিবর্তনবাদ তত্ত্বকে গাছ থেকে ভূমিতে আপেল পড়ার মতো সত্য হিসেবে বিশ্বাস করে বসে আছেন, তাদেরকে কীভাবে বুঝানো যাবে যে বিবর্তনবাদ তত্ত্ব সত্যি সত্যি প্রতারণা, অন্ধ বিশ্বাস, আর কল্পকাহিনীর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে! বুঝানো বেশ কঠিন কাজ। বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আমার ২০ পর্বের দুটি সীরিজে সাধ্যমতো চেষ্টা করা হয়েছে বুঝানোর। প্রকৃতি থেকে বেশ কিছু উদাহরণ নিয়ে অত্যন্ত শক্তিশালী যুক্তি দিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে তর্কাতীতভাবে দেখিয়ে দেয়া হয়েছে যে, বিবর্তনবাদ তত্ত্ব আসলেই অন্ধ বিশ্বাস, প্রতারণা, ভ্রান্ত ধারণা, আর কল্পকাহিনীর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। প্রতারণা এজন্য যে, বাস্তবে উপরোল্লেখিত বিবর্তন সম্ভব না হওয়া সত্ত্বেও অসততার আশ্রয় নিয়ে সেগুলোকে বিজ্ঞানের নামে গাছ থেকে ভূমিতে আপেল পড়ার মতো সত্য হিসেবে চালিয়ে দেয়া হচ্ছে।
বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আমার লেখাগুলো টেকটিউনস ব্লগারদের সাথে শেয়ার করতে আগ্রহী। লেখাগুলোকে শুধুমাত্র যৌক্তিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হবে।
আমি এস. এম. রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর কিছু জানতে চাই ।