আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
আপনি নির্দিষ্ট আইকন প্যাক ইন্সটল দিয়ে ফোনের পুরো ইউজার ইন্টারফেসই চেঞ্জ করে ফেলতে পারবেন। হোম স্ক্রিন থেকে শুরু করে ম্যানু, সেটিংস সব কিছুতেই আসবে নতুনত্ব।
তো আজকের টিউনটি তৈরি করা হয়েছে ইউজার ইন্টারফেস নিয়ে। আমরা সেরা কিছু আইকন প্যাক দেখতে চলেছি যেগুলো আপনার ফোনের পুরো লুকই চেঞ্জ করে দিতে পারে। ফোনকে করে তুলতে পারে আরও স্টাইলিশ ও কালারফুল।
আমাদের লিস্টের প্রথম আইকন প্যাক Moonshine। এখানে রয়েছে ৯২০+ আইকন। আইকন তৈরির ক্ষেত্রে এখানে গুগলের Material Design ব্যবহার করা হয়েছে। সিম্পল সুন্দর এই আইকন গুলো আপনি বিভিন্ন কালারে ব্যবহার করতে পারবেন।
ভাল দিক
মন্দ দিক
অফিসিয়াল ডাউনলোড @ Moonshine
এই CandyCons আইকন প্যাকের আছে ১১২০+ আইকন। এটিও Material Design এর একটি আইকন প্যাক। CandyCons বিভিন্ন শ্যাপের আইকন আপনার ফোনে একটি রিফ্রেশ লুক দেবে।
ভাল দিক
আমার মতে এতে খারাপ লাগার মত কোন কিছু ছিল না।
অফিসিয়াল ডাউনলোড @ CandyCons
Whicons নামের এই আইকন প্যাকে আপনি পাবেন ৫৬০০+ আইকন। আপনি যদি মনোক্রমাটিক ডিজাইন পছন্দ করেন তাহলে এই আইকন প্যাকটি আপনার জন্য সেরা হতে পারে। এই আইকন প্যাকে আপনি বৈচিত্র্যময় সাদা কালারের এলিগেন্ট আইকন পাবেন।
ভাল দিক
মন্দ দিক
অফিসিয়াল ডাউনলোড @ Whicons
Lines আইকন প্যাকটিতে আছে ২৪০০+ আইকন। আইকন গুলো হ্যান্ডক্রাফট ডিজাইনের। হাই ডেফিনিশন আইকন গুলোতে আপনি একটি মিনিমালিস্টিক লুক পাবেন, ওয়ালপেপার বেশ দৃশ্যমান হয় এই আইকন গুলোর সাথে।
ভাল দিক
মন্দ দিক
ব্রাইট ব্যাকগ্রাউন্ডে সাদা আইকন পরিষ্কার ভাবে দৃশ্যমান হয় না।
অফিসিয়াল ডাউনলোড @ Lines
Pixel Pie আইকনে আপনি ১০০০০+ HD আইকন। আইকন গুলো Circular Discs আকারের, রয়েছে ম্যাটারিয়াল ডিজাইনের অসংখ্য আইকন।
ভাল দিক
মন্দ দিক
অফিসিয়াল ডাউনলোড @ Pixel Pie
এই Glim আইকনপ্যাকে আছে ২৫০০+ আইকন প্যাক। এই আইকন প্যাকও গুগলের Material Design এ করা। আইকন গুলো বেশ সিম্পল, কালারফুল এবং ন্যাটিভ আইকন গুলোর উপযুক্ত বিকল্প।
ভাল দিক
মন্দ দিক
আইকন গুলো স্মার্টভাবে ডিজাইন করা হলেও ডিফল্ট আইকন গুলো থেকে খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যায় না।
ডাউনলোড @ Glim
এই Viral আইকন প্যাকে ৪০০০+ আইকন রয়েছে। জনপ্রিয় আইকন গুলো ডার্ক স্টাইল আইকন পাবেন এখানে। ভিন্টেজ থিম গুলোকে ফলো করে আইকন গুলো বানানো এবং রয়েছে ম্যাচিং কালার।
ভাল দিক
মন্দ দিক
ডার্ক ওয়েলপেপারের সাথে এই আইকন প্যাক উপযুক্ত হবে না।
অফিসিয়াল ডাউনলোড @ Viral
এই Moonrise আইকন প্যাকটিতে রয়েছে ১০৫০ আইকন। আইকন গুলো Material Design দিয়ে তৈরি করা। এটির ডার্ক থিমও রয়েছে।
ভাল দিক
মন্দ দিক
সীমিত কিছু লাঞ্চারেই সাপোর্ট করে
অফিসিয়াল ডাউনলোড @ Moonrise
H2O আইকন প্যাকে আপনি পাবেন ৪৪০০+ আইকন। আইকন গুলো হ্যান্ডক্রাফট ডিজাইনের। আইকন গুলো চমৎকার পানির ফোটা ডিজাইনে তৈরি করা।
ভাল দিক
মন্দ দিক
Xiaomi, Samsung, এবং Huawei লাঞ্চারে সাপোর্ট করে না
অফিসিয়াল ডাউনলোড @ H2O
Cleandroid UI এর রয়েছে ৩০০০+ আইকন। এটি আপনাকে দেবে পরিষ্কার এবং মডার্ন একটা লুক। আইকন গুলো ডিজাইন করা হয়েছে Material Design দিয়ে।
ভাল দিক
মন্দ দিক
আইকন গুলো অনেক ক্ষেত্রেই ডিফল্ট আইকন গুলোর মত।
অফিসিয়াল ডাউনলোড @ Cleandroid UI
Umbra আইকন প্যাকটির ৪৬০০+ আইকন রয়েছে। রাউন্ড শ্যাপ ডিস্ক ডিজাইনের আইকন গুলোতে কালো কালির আউটলাইন পাওয়া যাবে৷
ভাল দিক
মন্দ দিক
ডার্ক আউটলাইন এবং রাউন্ড শেপ ডিজাইনের জন্য কখনো কখনো আইকন চিনতে অসুবিধা হয়।
অফিসিয়াল ডাউনলোড @ Umbra
Minty এর রয়েছে ১৫০০+ আইকন, হ্যান্ডক্রাফট ডিজাইনের উপর বানানো হলেও আইকন গুলোকে মডার্ন লুক দেয়া হয়েছে। বিভিন্ন শেপের কালারফুল আইকন পাবেন এখানে।
ভাল দিক
মন্দ দিক
সীমিত সংখ্যক লাঞ্চারের কেবল মাত্র চলতে সক্ষম
Minty
অফিসিয়াল @ Minty
Oxypie আইকন প্যাকটিতে রয়েছে ৪০০০ এর বেশি আইকন। এই আইকন প্যাকটিকে H2O এর ডেভেলপাররাই ডেভেলপ করেছে। হোম স্ক্রিনে ক্লিন লুকের হ্যান্ডিক্র্যাপ্ট আইকন পেতে আপনি এটি ব্যবহার করতে পারেন।
ভাল দিক
মন্দ দিক
Xiaomi, Pixel Stock, এবং Samsung লাঞ্চারে সাপোর্ট করে না।
অফিসিয়াল ডাউনলোড @ Oxypie
Almug আইকন প্যাকটিতে ৪৬০০ আইকন রয়েছে। Almug আপনাকে 3D হ্যান্ডিক্রাপ্ট লুকের আইকন দেবে। আইকন গুলো কালার ফুল, এবং ডার্ক থিম এর।
ভাল দিক
মন্দ দিক
ব্রাইট ব্যাকগ্রাউন্ডে আইকন প্যাকটি উপযুক্ত নয়।
অফিসিয়াল ডাউনলোড @ Almug
iUX 12 আইকন প্যাকে রয়েছে সিম্পল এবং ক্লিন আইকন ভাণ্ডার। ন্যাটিভ আইকনের মতই এবং প্রায় সব ব্যাকগ্রাউন্ডেই মানিয়ে যাবে। এই আইকন প্যাকটিও Materian Design দিয়ে বানানো।
ভাল দিক
Action, ADW, Nova, Go এর মত লাঞ্চার গুলোতে সাপোর্ট করে।
মন্দ দিক
আইকন গুলো ন্যাটিভ আইকন গুলোর মতই।
অফিসিয়াল ডাউনলোড @ iUX 12
Vlyaricons আইকন প্যাকটিতে আপনি ৩৪০০+ আইকন পাবেন। Vlyaricons আইকন প্যাকে রয়েছে সার্কুলার শ্যাপের আইকন। আইকন গুলো বেশ কালারফুল এবং যেকোনো ব্যাকগ্রাউন্ডে মানানসই।
ভাল দিক
মন্দ দিক
Go এবং Zero লাঞ্চারে আইকন মাস্কিং সাপোর্ট করে না।
অফিসিয়াল ডাউনলোড @ Vlyaricons
৬০০+ আইকনের একটি আইকনপ্যাক হল Afterglow। রয়েছে বিভিন্ন কালার এবং শেপের আইকন। এটি আপনার হোম স্ক্রিনে একটি প্যাস্টেল লুক দেবে।
ভাল দিক
মন্দ দিক
অন্য আইকন প্যাকের তুলনায় কম আইকন।
অফিসিয়াল ডাউনলোড @ Afterglow
এই Noctum আইকন প্যাকের ১০৫০+ আইকন রয়েছে। এটি Material Design দিয়ে ক্রিয়েট করা। আইকন গুলোতে গ্রে এবং হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে যা চমৎকার একটি ডার্ক লুক দেয়।
ভাল দিক
মন্দ দিক
আইকন প্যাকটি ফ্রি নয়।
ডাউনলোড @ Noctum
Precision আইকন প্যাকটির ৭০০+ আইকন রয়েছে। ব্যাকগ্রাউন্ড থেকে আইকন আলাদা করতে আইকনে ডার্ক সার্কুলার ডিস্ক দেয়া হয়েছে৷
ভাল দিক
মন্দ দিক
কখনো কখনো কালার এবং আইকন শেপ অদ্ভুত লাগে।
ডাউনলোড @ Precision
Domka আইকন প্যাকটিতে ৮০০+ আইকন রয়েছে। আইকন প্যাকটিতে আপনি চমৎকার গ্লাস ফ্রেমের আইকন ডিজাইন পাবেন। আইকন গুলোর একটি Dark এবং Sleek থিম রয়েছে।
ভাল দিক
Action, Go, Nova, Holo এর মত লাঞ্চার গুলোতে সাপোর্ট করে।
মন্দ দিক
আইকন গুলো মডার্ন লুকের না।
অফিসিয়াল ডাউনলোড @ Domka
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এতে রয়েছে ইচ্ছে মত কাস্টমাইজেশনের সুবিধা৷ ইউজাররা চাইলেই ডিফল্ট সব কিছু চেঞ্জ করে নিজের মত ফোনটিকে সাজিয়ে নিতে পারবেন।
যদি স্মার্টফোনের ইউজার ইন্টারফেস নিয়ে কথা বলি, একেক ফোনের UI একেক রকম৷ Samsung এর UI কোন দিন Xiaomi এর সাথে মিলবে না আবার Xiaomi এর UI, Microsoft এর সাথে মিলবে না। তো ইউজার ইন্টারফেস নিয়ে ইউজাররা বিরক্তি হয়ে গেলে তাদের জন্য আছে Icon Pack। তো আজ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।