আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
আপনি যদি VPN এর একজন নিয়মিত ইউজার হোন তাহলে আপনার উচিত একটি ভাল মানের VPN রাউটার কিনে নেয়া। তো কোন VPN রাউটার আপনার জন্য ভাল হবে এটা নিয়েই আজকের এই টিউন।
আমাদের যাদের অনলাইনে বিভিন্ন প্রয়োজনে VPN ইউজ করতে হয় তারা প্রায় সময়ই বিভিন্ন অ্যাপ ইন্সটল দেই। ইনস্ট্যান্ট VPN এর এক্সেস পেতে অ্যাপ ইউজ করা মন্দ না কিন্তু দীর্ঘমেয়াদি VPN ইউজে অ্যাপ ব্যবহারে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আর এই সমস্যার সমাধানেই VPN রাউটার এর উৎপত্তি।
হ্যাঁ, VPN রাউটার এ অবশ্যই আপনি VPN এর ডাটা এনক্রিপশন, অনলাইনে Anonymous থাকা, ওয়েবসাইট আন-ব্লক করার মত সুবিধা গুলো পাবেন। VPN রাউটার সরাসরি কোন ধরনের ঝামেলা ছাড়াই VPN সফটওয়ার রান করতে পারে এবং কোন ধরনের অ্যাপ ছাড়াই কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোনে VPN কানেক্ট করতে পারে।
এবার চলুন দেখে নেয়া যাক কোন কাজে আপনার জন্য কোন VPN রাউটারটি ভাল হবে।
বিভিন্ন VPN রাউটারের মধ্যে পার্থক্য রয়েছে, সব রাউটার এক উদ্দেশে বানানো হয় নি একেক কাজের জন্য একেক রাউটার ভাল। সাধারণত গেমিং রাউটার গুলো একটু ব্যয়বহুল তাই সাধারণ কাজে গেমিং রাউটার দরকার নেই। সাধারণ কাজে আপনি FlashRouters কে বিবেচনা করতে পারেন।
ইতিমধ্যে FlashRouters এর VPN অপটিমাইজড রাউটার গুলো বেশ জনপ্রিয় হয়েছে এবং বিশ্বাস অর্জন করেছে। আপনি সাধারণ ব্যবহারের জন্য FlashRouters এর Netgear R7000 DD-WRT রাউটারটি নিতে পারেন। রাউডারটিতে রয়েছে চারটি পাওয়ারফুল এন্টেনা, 1GHz ডুয়েল-কোর প্রসেসর। একই সাথে রয়েছে নিজস্ব অ্যাপে দ্রুত সেটআপ করার সুবিধা।
FlashRouters, Asus এবং Linksys থেকে রাউটার নিয়ে এসে আরও আপডেট রাউটার বাজারে সরবারহ করে। তারা আরও আপগ্রেড ফার্মওয়ার সরবারহ করে। আপনি চাইলে তাদের থেকে কাস্টমাইজ রাউটারও অর্ডার করতে পারেন।
ছোট অফিসের জন্য TP-Link Archer A7 VPN রাউটারটি চমৎকার সমাধান হতে পারে৷ এটি রাউটার কানেক্টিভিটির সাথে একটিতে Alexa সাপোর্টও রয়েছে। আপনি Alexa তে ভয়েস কমান্ড দিয়েও ওয়াইফাই কন্ট্রোল করতে পারবেন।
প্রোডাক্টিভিটিতে এই রাউটার সেরা হতে পারে৷ এখানে আপনি পাবেন প্যারেন্টাল কন্ট্রোল যার মধ্যমে বাচ্চাদের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট যেমন, YouTube, Facebook, Netflix ব্লক করতে পারবেন৷ এটি ২৫০০ স্কয়ার ফিট এরিয়াতে চমৎকার কাজ করতে পারে।
সুতরাং TP-Link Archer A7 হতে পারে আপনার সহজ এবং সাশ্রয়ী VPN সমাধান। এটি একসাথে এর ৫০ টিরও বেশি ডিভাইস কানেক্ট করার সক্ষমতা রয়েছে।
বাজেটের মধ্যে পাওয়ারফুল রাউটার নিতে চাইলে আপনার জন্য সেরা হতে পারে Synology RT2600ac রাউটারটি। কোয়াট স্ট্রিমিং এর এই রাউটারটিতে রয়েছে 1.7 GHz ডুয়েল-কোর প্রসেসর এবং অসংখ্য ফিচার। এটিতে MU-MIMO টেকনোলজি সাপোর্ট করে এবং স্পীড পাবেন আপটু 2.53 Gbps পর্যন্ত।
এই রাউটারটি প্রায় ৩০০০ স্কয়ার ফিট জায়গা কাভার করতে পারে। এটি একই সাথে 5GHz এবং 2.4GHz ওয়ারলেস নেটওয়ার্ক সাপোর্ট করে। সাথে অবশ্যই থাকবে সেরা VPN প্যাকেজ।
এই রাউটারটির আরেকটি সেরা গুন হল এটা ইউজার ফ্রেন্ডলি বৈশিষ্ট্য, নতুনরাও এটি সহজে ব্যবহার করতে পারবে। সহজে VPN কানেক্ট করার জন্য এটির একটি নিজস্ব অ্যাপও রয়েছে। সব সুযোগ সুবিধা বিবেচনায় Synology RT2600ac কে অন্যতম সেরা VPN রাউটার বলা যায়।
Linksys WRT AC3200 একটি ওপেন সোর্স রাউটার আপনি চাইলেই এটিকে OpenWrt এবং DD-WRT এর মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন। রাউটারকে ওয়েব সার্ভারে পরিণত করে আপনি একটি সিকিউর VPN সেটআপ করতে পারবেন৷
মাল্টিপল ডিভাইসে নিরবচ্ছিন্ন কানেকশনের জন্য এই রাউটারে ব্যবহৃত হয়েছে MU-MIMO টেকনোলজি। এই রাউটারের নিজস্ব অ্যাপ দিয়ে আপনি আলাদা গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, প্যারেন্টাল কন্ট্রোল সেট করতে পারবেন, এবং ডিভাইস গুলোর প্রধান্য নির্ধারণ করতে পারবেন। এছাড়াও Linksys WRT AC3200 রাউটারে থাকছে অসংখ্য ফিচার।
গেমারদের জন্য বাজারে রয়েছে প্রচুর রাউটার, তবে Netgear Nighthawk XR500 রাউটারটি তৈরি করা হয়েছে VPN সুবিধা দিয়ে। রাউটারটিতে দেয়া হয়েছে DumaOS, অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটি Nighthawk এর নিজস্ব অপারেটিং সিস্টেম যেখানে তাদের একটি নিজস্ব VPN ক্লায়েন্ট অন্তর্ভুক্ত থাকে। তবে আপনি চাইলে থার্ডপার্টি VPN ও ব্যবহার করতে পারেন।
হার্ডওয়্যার হিসেবে রাউটারটিতে পাবেন চারটি পাওয়ারফুল এন্টেনা, আপটু 2.6Gbps ওয়ারলেস স্পীড, ডুয়েল-কোর 1.7GHz প্রসেসর, পাঁচটি ইথারনেট পোর্ট (চারটি LAN পোর্ট, একটি WAN পোর্ট), দুইটি USB 3.0 পোর্ট। আপনি চাইলে গেমিং ডিভাইস গুলোকে বেশি প্রধান্য দিতে পারবেন।
আপনি গেমিং VPN রাউটার হিসেবে Asus RT-AC5300 এর চেয়ে আরও ভাল কিছু চাইলে আপনার জন্য রয়েছে Asus RT-AC88U। মূল্য পার্থক্য খুব বেশি না তবে এটিতে আপনি ৫০০০ স্কয়ার ফিট রেঞ্জ পাবেন।
অধিকাংশ ইউজারের চাহিদা মত সবই পাবেন এতে। ডুয়েল ব্যান্ড এই রাউটারে রয়েছে MU-MIMO টেকনোলজি। যাতে আপনি আপটু 3100Mbps পর্যন্ত স্পীড পেতে পারেন। রাউটারটিতে পারফরম্যান্স এর জন্য দেয়া হয়েছে 1.4GHz প্রসেসর।
অনলাইন গেম গুলোতে যেন ল্যাগ সমস্যা না দেখা দেয় এজন্য এই রাউটারে দেয়া হয়েছে Adaptive QoS টেকনোলজি। এতে Trend Micro এর একটি বিল্ড-ইন প্রটেক্টরও রয়েছে৷ রাউটারটি ব্যবহার খুবই সহজ আপনি সহজেই সকল সেটিংস পরিবর্তন করতে পারবেন। তাছাড়া প্যারেন্টাল কন্ট্রোল সহ আরও চমৎকার ফিচার রয়েছে রাউটারটিতে।
TP-Link ER605, রাউটারটিতে আপনি Gigabit WAN পোর্ট পাবেন। এটিতে VPN সাপোর্ট করে। এটি চমৎকার ভাবে ২০ টি LAN-to-LAN IPsec, ১৬ টি OpenVPN, ১৬ টি L2TP, এবং ১৬ টি PPTP VPN কানেকশন হ্যান্ডেল করতে পারে।
রাউটারটি বিজনেস ইউজারদের জন্য বানানো সুতরাং আপনি অফিসে ব্যবহারের জন্য অনেক ফিচার এতে পেয়ে যাবেন। রিমোট এক্সেস এর জন্য এতে Omada সাপোর্ট করে, রয়েছে firewall, DoS blocking, IP/MAC/URL ফিল্টারিং সহ আরও অনেক কিছু। দেখতে ট্র্যাডিশনাল রাউটারের মতই আপনি ঘরের যেকোনো জায়গায় এটি সেটআপ করতে পারেন।
Wi-Fi 6 এর সেরা একটি মেশ রাউটার হচ্ছে Amazon Eero 6, এর সাথে রয়েছে ইউজার ফ্রেন্ডলি অ্যাপ এবং সহজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটা ৫০০০ স্কয়ার ফিট এরিয়া খুব সহজে কাভার করতে পারবে, স্পীড পাওয়া যাবে আপটু 5000Mbps। এই রাউটারটিতে একসাথে ৭৫ ডিভাইসে নিরবচ্ছিন্ন ভাবে কানেকশন পাওয়া যাবে।
এই রাউটারটি ট্র্যাডিশনাল ব্যবহার থেকে VPN ব্যবহারে অধিক উপযোগী।
VPN রাউটার হিসেবে আরেকটি সেরা রাউটার হল InvizBox 2। দেখতে চমৎকার এবং VPN ম্যানেজমেন্টেও এটা দারুণ সিম্পল। একটি অসুবিধা এখানে আপনি শুধু Surfshark VPN, ব্যবহার করতে পারবেন। তবে যারা আগে থেকেই Surfshark VPN, ব্যবহার করেন তাদের জন্য ভাল পছন্দ হতে পারে এই রাউটারটি।
ব্যবহার খুবই সহজ রাউটারটি প্লাগ করে ডিভাইসে এটির ওয়াইফাই কানেক্ট করুন এবং Surfshark এর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এটি 100Mbps পর্যন্ত স্পীড হ্যান্ডেল করতে পারে রয়েছে এড ব্লকিং সুবিধাও। এটির দারুণ একটি সুবিধা একই সাথে মাল্টিপল লোকেশনে কানেক্ট হওয়া যায়। যেমন আপনার ফোন থাকবে যুক্তরাজ্যে এবং ল্যাপটপ থাকবে যুক্তরাষ্ট্রে।
দীর্ঘ সময়ে VPN ব্যবহারকারীদের উচিৎ একটি VPN রাউটার ব্যবহার করা এতে সময় শ্রম উভয় হ্রাস পায় এবং প্রোডাক্টিভিটি বাড়ে।
এই লিস্টে রাউটার গুলো সম্পর্কে আলোচনা করলাম আশা করছি আপনাদের ভাল লাগবে।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।