Walton Primo GH10 Vs Itel Vision 1Pro: কে সেরা?

এই সময়ে বাজারের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন হচ্ছে প্রিমো জিএইচ১০। ৭৯৯৯ টাকার এই স্মার্টফোনটি বর্তমানে শীতকালীন বিক্রি হচ্ছে ৪০০ টাকা ছাড়ে ৭৫৯৯ টাকায়। স্মার্টফোনটি এই দামে তার মান এবং ফিচারের দিক দিয়ে বাজারের অন্যসব স্মার্টফোন থেকে নিজেকে একটি প্রতিযোগী অবস্থানে রেখেছে। আজকের এই কম্প্যারিজন আর্টিকেলে আমরা ওয়ালটন প্রিমো জিএইচ১০ সাথে প্রায় একই দামে বাজারের আরেকটি স্মার্টফোন আইটেল ভিসন ১ প্রো এর তুলনা করব…।

প্রথমে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তবে দুটি ডিভাইসেই পেয়ে পাবেন প্রায় ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে প্যানেল। আর দুটি ফোনেই পেয়ে যাবেন ওয়াটারড্রপ নচ সম্বলিত ফুল স্ক্রিন ডিসপ্লে। আর এই কারনে ডিসপ্লে এর দিক দিয়ে দুটি ফোনই সমান অবস্থানে থাকবে।

এবার আসি প্রাইমারি ক্যামেরা নিয়ে…প্রিমো জিএইচ১০ এবং আইটেল ভিসন ১প্রো দুটি ডিভাইসেই ট্রিপল ক্যামেরা সেটাপ আছে। দুটি স্মার্টফোনেরই প্রাইমারি সেন্সর ৮ মেগাপিক্সেল। তবে ভিসন ১ প্রো ডিভাইসটিতে বাকি সেন্সরগুলো কত মেগাপিক্সেল সেটা কোম্পানি উল্লেখ্য করেনি। এমনকি ওয়ালটন প্রাইমারি সেন্সরের এপার্চার এফ২/০ উল্লেখ্য করলেও আইটেলের ক্যামেরা মডিউলে সেগুলো উল্লেখিত নেই! তাছাড়াও ক্যামেরার পিকচার সার্পনেস, কালার একুরেসি, লো লাইট পারফর্মেন্সের দিক দিয়েও নিঃসন্দেহে ওয়ালটনই এগিয়ে থাকলো…।

ফ্রন্ট ক্যামেরায় আবার ভিসন ১ প্রো এগিয়ে থাকে, কেননা ভিসন ১প্রো এর ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। অন্যদিকে প্রিমো জিএইচ১০ এর ফ্রন্টে পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। আর উভয় ক্যামেরাই ডিসপ্লের উপরের ওয়াটার ড্রপ নচের মধ্যে অবস্থান করছে।

সফটওয়্যারের দিক দিয়েও এগিয়ে থাকছে ওয়ালটন…। কেননা ভিসন ১ প্রো ডিভাইসটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন। অন্যদিকে, প্রিমো জিএইচ১০ এ পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন।

স্মার্টফোন কিনবেন আর টুকটাক গেমিং করবেননা, তাকি কি করে হয়? অন্তত হালের জনপ্রিয় কিছু গেমস খেলার জন্য সক্ষম হতে হবে তো নাকি? তবে তার জন্য প্রয়োজন ভালো প্রসেসর। প্রসেসরের দিক দিয়ে এগিয়ে রয়েছে প্রিমো জিএইচ১০। প্রিমো জিএইচ১০ এ পেয়ে যাবেন ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, অন্যদিকে ভিসন ১প্রো’তে থাকছে ১.৪ গিগাহার্জ কোয়াড-কোর প্রসসের। আইটেলের চাইতে এখানে ওয়ালটনের ফোনে প্রসেসরের কোর সংখ্যাও বেশি। চিপসেটের দিক দিয়ে নিসন্দেহে ওয়ালটন এখানে এগিয়ে থাকে।

দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি, সুতরাং ব্যাটারি পারফর্মেন্সের দিক দিয়ে দুটই থেকেই প্রায় একই মানের সারাদিনের ফিডব্যাক পেয়ে যাবেন।

পরিশেষে, যদি দামের দিকটি দেখি তবে প্রিমো জিএইচ ১০ এর দাম ৭৫৯৯ টাকা। আর ভিসন ১প্রো এর দাম ৭৯৯৯ টাকা। সুতরাং সব হিসেবে যদি একটি বেস্ট ডিল এর কথা বলতে হয় তবে সেটি বুঝতেই পাচ্ছেন কে অফার করেছে? তো আইটেল ভিসন ১প্রো এবং ওয়ালটন প্রিমো জিএইচ১০ এর ভিতর নিঃসন্দেহে প্রিমো জিএইচ১০ স্মার্টফোনটিই এগিয়ে থাকছে। তার পাশাপাশি ওয়ালটনের রয়েছে দেশব্যাপী বিশ্বস্ত সার্ভিস নেটওয়ার্ক। তো সব বিবেচনা করে, আপনি যদি এই বাজেটে একটি স্মার্টফোন কিনতে চান… তবে প্রিমো জিএইচ১০ আপনার সেরা পছন্দ হতে পারে।

Level 1

আমি ফাহাদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস