প্রিমো জিএইচ১০ঃ দ্যা বাজেট সুপার হিরো!

দেশের বাজারে বাজেটে দুর্দান্ত এবং অনবদ্য সকল ফোন আনার জন্য দেশীয় ব্র্যান্ড ওয়ালটন অনেক বেশি জনপ্রিয়। যেমন জনপ্রিয় তেমনি ভাবে দেশের সাধারন বাজেট গ্রাহকদের নিকট ওয়ালটন মানসম্মত ফোন আনার জন্য অনেক বিশ্বস্তও বটে! নিয়মিত আধুনিক সকল সুবিধা নিয়ে দেশের সাধারন অর্থনৈতিক শ্রেণির গ্রাহকদের কথা বিবেচনা করে ওয়ালটন প্রতিনিয়ত নানান মডেলের স্মার্টফোন নিয়ে বাজারে উপস্থিত হয়ে থাকে।

সাম্প্রতিক সময়ে ওয়ালটন দেশের বাজারে লঞ্চ করেছে তাদের জিএইচ সিরিজের নতুন স্মার্টফোন প্রিমো জিএইচ১০। আর প্রিমো জিএইচ ১০ অল্প সময়েও বাজারে বেশ ভালো গ্রাহক সুনামও কুড়িয়ে নিয়েছে। প্রিমো জিএইচ১০ এর অন্যতম আকর্ষণীয় দিক ছিল বাজেটে এর দারুন ক্যামেরা এবং হার্ডওয়্যার। কেবল যে এই দুইটি দিকই স্মার্টফোনটির জনপ্রিয় হবার কেন্দ্রবিন্দু ছিল তা কিন্তু নয়! স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ট কোয়ালিটিও বাজেট হিসেবে প্রশংসার দাবিদার।

ফোনটির ফুল রিভিউ

 

একনজরে প্রিমো জিএইচ১০ ফোনে যা যা পাবেনঃ

  • অ্যান্ড্রয়েড ১১ গো সংস্করণ
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ২ জিবি র‍্যাম, ৩২ জিবি রম
  • ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ ৬.৫২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে প্যানেল
  • ৮ মেগাপিক্সেল মেইন সেন্সর নিয়ে ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • ৭৫৯৯ টাকা

ফোনটির বক্সের ভেতর টিপিইউ ব্যাককভার থেকে শুরু করে, স্ক্রিন প্রটেক্টর গ্লাস, এডাপ্টার, হেডফোন, চার্জিং কেবল সবই পেয়ে যাবেন। আপনার কোন এক্সেসরিস বাইরে থেকে কিনতে হবেনা!

ক্যামেরায় এই বাজেটে বাজারের সেরা ফোন! 

ক্যামেরার দিক থেকেও অন্যতম প্লাস-পয়েন্ট এইযে, ৭৯৯৯ টাকার এই ফোনে আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটাপ। আর এই ট্রিপল ক্যামেরায় পাবেন প্রাইমারি ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রাইমারি সেন্সরে আপনি পাচ্ছেন এপারচার এফ ২.০। যা আপনাকে অবজেক্টকে তুলনামূলক ভালো ফোকাস পয়েন্টে রেখে খুব দারুন কিছু ছবি তুলতে সহায়তা করবে। এর এপারচার এফ ২.০ আপানাকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে অনেক সুবিধা দিবে। আর লেন্স অপেনিং বড় বলে লো লাইটেও তুলতে পারবেন দারুন মানের ছবি।

জিএইচ১০ স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে পেয়ে যাবেন একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। টুকটাক সেলফি, ভিডিও কলিং এমনকি অনলাইন ক্লাস বা মিটিং এর ক্ষেত্রেও যা আপনাকে খুব ভালোই কাজে দিবে। ফ্রন্ট ক্যামেরায় আপনি পাচ্ছেন এপারচার এফ ২.২।

হার্ডওয়্যারেও অনবদ্য জিএইচ১০! 

ফোনটিতে থাকছে করটেক্স-এ৫৫ নির্ভর অক্টাকোর ১.৬ গিগাহার্জ প্রসেসর। আর এই অক্টাকোর প্রসেসর এর সাথে এতে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে পাবেন পাওয়ারভিআর জিই৮৩২২ জিপিইউ। এর অন্যতম আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, এতে পাওয়া যাবে ২-জিবি র‍্যাম। আর ইন্টারনাল স্টোরেজ হিসেবে এতে পাওয়া যাবে ৩২ জিবি জায়গা। এই সম্পূর্ণ সিপিইউ এবং মেমোরি এর সার্বিক পারফর্মেন্স আমরা ডিভাইসটির বেঞ্চমার্ক স্কোর থেকেই যাচাই করতে পাচ্ছি। ফোনটির এনটুটু বেঞ্চমারক স্কোর এসেছে ৭৯৪৯৬। গিক বেঞ্চ অ্যাপে সিঙ্গেল কোরে ১২৬ এবং মাল্টি কোরে এসেছে ৪৭৬। সুতরাং স্কোর থেকে এর ক্ষমতা সম্পর্কে ধারনা আচ করতে পারছি নিশ্চয়ই।

গেমিং এর দিক দিয়েও প্রশংসনীয়! 

 

বাজেট হিসেবে স্মার্টফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশন যথেষ্ট ডিসেন্ট। হয়ত ৩ডি হাই গ্রাফিক্স গেমস গুলো খুব সেইভাবে খেলতে পারবেন না। তবে হালের জনপ্রিয় গেমস গুলো যেমন পাবজি, ফ্রি ফায়ার এগুলো খেলতে পারবেন ভালোভাবেই। তবে সেক্ষেত্রে বেটার পারফর্মেন্সের জন্য অবশ্যই গেমস গুলো লাইট ভার্সন গুলো ইন্সটল করে খেলেবেন। জিএইচ১০ এর গেমিং রিভিউ দেখে আসতে পারেন এই ঠিকানা থেকে।

ফোনটিতে অ্যান্ড্রয়েডের লাইট তথা গো সংস্করণ ব্যবহার করা হয়েছে। গো সংস্করণ হবার ফলে ফোনটির ইউআই যথেষ্ট লাইট এবং স্টক অ্যান্ড্রয়েডের মজাটা নিতে পারবেন। যারা বাজেটে বিগ ব্যাটারি স্মার্টফোন খোঁজেন, তাদের জন্যও অদ্বিতীয় জিএইচ১০। কেননা, প্রিমো জিএইচ১০ ডিভাইসটিতে পেয়ে যাবেন ৪০০০ এমএএইচ ব্যাটারি।

স্মার্টফোনটির রেগুলার মূল্য ছিলো ৭৯৯৯ টাকা। তবে শীতকালীন অফার হিসেবে এই ফোনটি কিনলে পাবেন ফ্ল্যাট ৪০০ টাকা ছাড়! সবমিলিয়ে ৭৫৯৯ টাকায় এই প্রিমো জিএইচ১০ ফোনটির জুড়ি মেলা ভার! ফোনটির সাথে পেয়ে যাবেন যাবতীয় এক্সক্সেসরিসের সাথে ওয়ালটনের রেগুলার সার্ভিস ওয়ারেন্টি। দেশজুড়ে ওয়ালটনের বিস্তৃত সার্ভিস সেন্টার ফ্যাসিলিটির কারনে, স্মার্টফোনটি নিয়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা সমস্যায় পেয়ে যাবেন দেশের অন্য যেকোনো সার্ভিস সেন্টার থেকে একদম সেরা সার্ভিস অভিজ্ঞতা।

 

Level 1

আমি ফাহাদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস