গ্রাহকদের জন্য বাজারে ওয়ালটন প্রতিনিয়তই নিত্যনতুন মডেলের স্মার্টফোন তো নিয়ে আসেই, পাশাপাশি বিভিন্ন সময় নানান স্মার্টফোনে বিভিন্ন অফারও দিয়ে থাকে। যেমন সম্প্রতি ওয়ালটন তাদের দুটি মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে। এই দুটি মডেলের স্মার্টফোন হচ্ছে প্রিমো এনএফ৫ এবং প্রিমো ই১২৷
প্লাস্টিক বডির দারুন এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে তিনটি কালারে। এগুলো হচ্ছেঃ কালো, লাল এবং নীল। স্মার্টফোনটিতে পাবেন ৫ ইঞ্চির এফ-ডাব্লিউভিজিএ ডিসপ্লে প্যানেল। প্রিমো ই১২ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্জ ক্লকস্পীডের কোয়াড কোর প্রোসেসর। আর স্মার্টফোনটির সিস্টেমকে ব্যাকআপ দিবে ১ জিবি র্যাম। প্রিমো ই১২ ডিভাইসটিতে পাওয়া যাবে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যার মধ্যে ব্যবহারকারীরা ৪ জিবির মতন জায়গা ফাকা পাবেন। প্রিমো ই১২ এর রিভিউ লিংক।
প্রিমো এনএফ৫ ওয়ালটনের সাম্প্রতিক সময় লঞ্চ হওয়া একটি স্মার্টফোন। স্মার্টফোনটিতে পাওয়া যাবে প্রায় ৭ ইঞ্চির কাছাকাছি ডিসপ্লে! এতে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি ইন্সেল আইপিএস প্যানেলের ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ একটি ডিসপ্লে। সুতরাং নিঃসন্দেহে ডিসপ্লে সাইজের দিক দিয়ে এটি স্মার্টফোন কাম ফ্যাবলেট। যারা দারুন ডিজাইন, ক্যামেরা এবং বাজেটে একটি বিগ ডিসপ্লে স্মার্টফোন চান, তাদের জন্য প্রিমো এনএফ৫ দারুন হতে পারে। প্রিমো এনএফ৫ এর রিভিউ লিংক।
স্মার্টফোন দুটি সামনাসামনি দেখতে আপনি চলে যেতে পারেন আপনার নিকটস্থ যেকোন ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে। আপনি আপনার পাশের যেকোন রিটেইল স্মার্টফোন দোকানেও খোঁজ নিলে পেয়ে যেতে পারেন। দাম কমলে যে সার্ভিস কম পাবেন তা কিন্তু নয়! ওয়ালটনের অন্য সব ফোনের মতই এই দুটি স্মার্টফোনেও পাবেন নিয়মিত ওয়ারেন্টি সহ অন্যান্য সার্ভিস সংক্রান্ত সুবিধা।
আমি ফাহাদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।