ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর সাথে টেক্কা দেবার জন্য ওয়ালটনের সম্প্রতি বিভিন্ন প্রিমিয়াম স্মার্টফোন সম্পূর্ণ প্রস্তুত করছে বাংলাদেশেই। আর এমন হাই-স্পেসিফিকেশন স্মার্টফোন দেশের বাজারে এর আগে কোন প্রতিষ্ঠান প্রস্তুত করেনি। ওয়ালটন তাদের নিজস্ব স্মার্টফোন প্লান্টে এমন একটি স্মার্টফোন প্রস্তুত করছে যা সত্যিই গর্ব এবং সাহসিকতার বিষয়। আজ আমরা এমন ৫টি প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আলোচনা করব।
একইভাবে ৪ জিবির সাথে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের গেমিং সিরিজের প্রসেসর। প্রিমো আর৮ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে হেলিও জি৩৫ চিপসেট। যা একটি অক্টাকোর ২.৩ গিগাহার্জ ক্লকস্পিডের প্রসেসর। আর এই প্রসেসর এর সাথে গ্রাফিক্স ইউনিট হিসেবে পেয়ে যাবেন পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ। ফোনটির ইন্টারনাল মেমোরিতে ৬৪ জিবি স্টোরেজ। ডিভাইসটির দাম ১০৬৯৯ টাকা।
বড় ডিসপ্লে না হলে গেমিংও জমে না! আর সেই দিক থেকেও চিন্তার অবকাশ রাখবে না প্রিমো আর৮ স্মার্টফোনটি। ফোনটিতে পেয়ে যাবেন ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। সারাদিন নির্বিঘ্নে ব্যাটারি ব্যাকআপ দেবার জন্য এতে পেয়ে যাবেন ৫০০০ এমএইচ ব্যাটারি। ফোনটির এন্টুটু বেঞ্চমার্ক স্কোর ১০৬২২৯। আর গিক বেঞ্চে সিঙ্গেল কোরে ১৭৭ এবং মাল্টি কোরে ৯৮০। স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখে আসতে পারেন এই রিভিউ ভিডিওটি।
ডিজাইনের দিক দিয়ে যে ওয়ালটনের আরএক্স সিরিজের সুনাম বাজারে আছে, তার প্রমানই আবার দিচ্ছে নতুন প্রিমো আরএক্স৯ স্মার্টফোন। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে, যার এস্পেক্ট রেসিও ২০ঃ৯। স্মার্টফোনটির ডিসপ্লের রেজুলেশন ১৬০০*৭২০ পিক্সেল। এলটিপিএস ডিসপ্লে হবার কারনে এটি অন্যান্য সাধারন আইপিএস ডিসপ্লেএর চাইতে ২০ শতাংশ বেশি ব্যাটারি সাশ্রয়ী!
স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হাইপারইঞ্জিন প্রযুক্তিতে প্রস্তুতকৃত হেলিও জি সিরিজের গেমিং চিপসেট। আরএক্স৯ এ ব্যবহার করা হয়েছে হেলিও জি সিরিজের একটি ২ গিগাহার্জ বাজস্পিডের অক্টাকোর প্রসেসর! আর স্মার্টফোনটিতে সিপিইউ এর গ্রাফিক্স অংশ হিসেবে থাকছে ‘আইএমজি পাওয়ারভিআর জিই৮৩২০’ জিপিইউ।
আরএক্স৯ এর রিয়ার প্যানেলে দেখা যাবে কোয়াড তথা ৪ টি ক্যামেরা বিশিষ্ট একটি শক্তিশালী সেটাপ। ওয়ালটন দ্বিতীয় চমক এনেছে স্মার্ট ফোনটির ফ্রন্ট ক্যামেরায়; আরএক্স৯ স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে দেখা মিলবে একটি ২০ মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্টে ছোট্ট কিউট একটি পাঞ্চ হোলের ভেতর এই ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের অবস্থান। স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখে আসতে পারেন এই রিভিউ ভিডিওটি।
মিডিয়াটেক এর হেলিও জি২৫ চিপসেট সহ ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের এই স্মার্টফোনটি যেমন আপনার গেমিং এর চাহিদা মেটাতে পারবে, তেমনি মেটাতে পারবে অন্যসব ডেইলি ড্রাইভার চাহিদাও! ফোনটির হার্ডওয়্যারের সাথে এর সিস্টেম খুবই রকমের অপ্টিমাইজড, যার সুবিধা পাবেন স্মার্টফোনটি দিয়ে গেমিং করেও! প্রিমো এন৫ এর রিস্টার্ট টাইম খুবই ফাস্ট মাত্র ৩৯ সেকেন্ড! ডিভাইসটির দাম ১২৪৯৯ টাকা।
আজকের তালিকায় আমাদের আলোচিত অন্যসকল স্মার্টফোনের মধ্যে এই প্রিমো এন৫ এর ডিসপ্লেটি অন্যতম বড়! এতে পেয়ে যাবেন ৬.৮২ ইঞ্চি ডিসপ্লে। আর গেমিং এর সময় বিগ ডিসপ্লে যে কতটা জরুরি সেটা আর বলার অপেক্ষা রাখেনা! গেমিং এর সময় সিস্টেমকে বুস্ট করবার জন্য প্রিমো এন৫ স্মার্টফোনে রয়েছে হাইপার ইঞ্জিন প্রযুক্তি। গেম খেলতে খেলতে আপনাকে ব্যাটারি নিয়েও চিন্তা করতে হবেনা, কেননা এতে পেয়ে যাবেন আপনি ৫৫০০ এমএএইচ ব্যাটারি। স্মার্টফোনটির এনটুটু বেঞ্চমার্ক স্কোর পাওয়া গিয়েছে ৯১৪০০ এর আশেপাশে, আর গিক বেঞ্চে সিঙ্গেল কোরে এসেছে ১৪৩ এবং মাল্টি কোরে এসেছে ৮৬০। স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখে আসতে পারেন এই রিভিউ ভিডিওটি।
এবার আসি দেশের বাজারে বর্তমান সময়ে অন্যতম হাইপে ওঠা একটি স্মার্টফোন প্রিমো আরএক্স৮ মিনি নিয়ে। প্রিমো আরএক্স৮ মিনি স্মার্টফোনটির দাম ১২৯৯৯ টাকা। প্রিমো আরএক্স৮ মিনি ডিভাইসে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। সিপিইউ এর সাথে গ্রাফিক্স প্রসেসর হিসেবে পাওয়া যাবে এডরিনো ৫০৬ জিপিইউ। স্মার্টফোনটিতে পেয়ে যাবেন ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি অভ্যন্তরীণ মেমোরি। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩৬০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। স্মার্টফোনটির বক্সে একটি ১০ ওয়াট ক্যাপাসিটির চার্জার থাকলেও, স্মার্টফোনটি ১৮ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে থাকে।
প্রিমো আরএক্স৮ মিনির উল্লেখ্যযোগ্য দিক হচ্ছে এর ক্যামেরা সেকশন। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ। যার মেইন ক্যামেরা সেন্সরটি হচ্ছে সনির আইএমএক্স৪৮ সিরিজের ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। স্মার্টফোনটিতে পাবেন ৮ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। স্মার্টফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। স্মার্টফোনটির রিভিউ ভিডিও দেখুন।
আমাদের আজকের সেগমেন্টের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হচ্ছে এটি। এই বাজেটে বাজারে এরকম পেন্টা তথা ৫টি ক্যামেরা সেন্সর নিয়ে এমন মানের ক্যামেরা অন্য কোন ফোনে পাবেন কিনা সন্দেহ আছে।
স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পাবেন শক্তিসালি পেন্টা ক্যামেরা সেটাপ। আর এই দামে বাজারে এরকম শক্তিশালী সেটাপ অন্যকোন স্মার্টফোনে পাওয়া সত্যি খুবই দুষ্কর! জেডএক্স৪ এর রিয়ার সেটাপে যা যা পাচ্ছেন, একনজরে তা হলঃ
মেইন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটির সাইজ 1/1.73″। অর্থাৎ ফোনটির সাথে পাচ্ছেন বিশাল সাইজের একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর, যার মাধ্যমে এই ফোনটি দিয়ে দারুন সার্প ও কালার একুরেট ছবি তোলা সম্ভব হবে। ফোনটির মেইন ক্যামেরা সেন্সরের এপারচার সাইজ F/1.89। যত কম এপারচার সাইজ তত বেশি সাটার ওপেনিং এবং তত বেশি কালার একুরেট ছবি। তাছাড়াও মেইন ক্যামেরাটিতে পাওয়া যাবে ৬পি লেন্স। জেডএক্স৪ এর রিয়ার ক্যামেরাতে পাবেন বেশকয়েকটি শুটিং মোড। প্রিমো জেডএক্স৪ এর ফুল রিভিউ ভিডিও।
একসময় কেউ কি ভাবত? বাংলাদেশেই সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন প্রস্তুত করা হবে? অনেকটা গর্বের বিষয় হলেও, দেশের মানুষ প্রথম ওয়ালটনের মাধ্যমেই ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন দেখতে পায়। ২০১৭ সালের অক্টোবর থেকে শুরু করে, ওয়ালটন নিয়মিত বাংলাদেশে তাদের প্রতিটি মডেলের স্মার্টফোনগুলো প্রস্তুত করে আসছে। দেশে প্রস্তুত করা হচ্ছে বলে যে, মানে বৈষম্য হবে তাও নয়! বরং মানে এগুলো আমদানিকৃত অনেক ডিভাইসের চেয়ে সেরা হয়ে থাকে!
আমি ফাহাদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।