কোয়াড ক্যামেরায় অতুলনীয় প্রিমো আরএক্স৯!

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন

বাজেট এবং মানের বিবেচনা করলে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে দেশের ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটন প্রতিনিয়তই ভালো ভালো নানান মডেলের স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে! বিশেষ করে ক্যামেরার হিসেবে বাজেটের মধ্যে ওয়ালটন অনেক ভালো ভালো ফোন আনছে।

স্মার্টফোন কিনবেন আর ক্যামেরা ভালো হবেনা তা কি হয়? স্মার্টফোন যেটিই কিনুন, পরিশেষে স্মার্টফোনের ক্যামেরাই ব্যবহারকারির কাছে অনেক বেশি প্রাধান্য পায়। আগে একসময় ডিজিটাল ক্যামেরার যে হাইপ ছিল, সেই হাইপ এখন নেই বললেই চলে। কিছুকাল বাজারে ডিজিটাল এসএলআর ক্যামেরা কেনার হিরিক থাকলেও, এখন পার্সোনাল ফটোগ্রাফির জন্যেও সেই জায়গা দখল করে নিচ্ছে স্মার্টফোন ক্যামেরা। এমনকি স্মার্টফোন ক্যামেরায় তোলা ছবি থেকে ফটোগ্রাফি করে, আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পাওয়ার নজিরও এখন কম নয়!

অনেক প্রেক্ষাপট বিবেচনা করেই স্মার্টফোন কেনার ক্ষেত্রে বর্তমান সময়ে সেই ডিভাইসের ক্যামেরা মান ভালো থাকা অতীব জরুরি। বাজারে স্মার্টফোন কিনতে গেলে, সেই স্মার্টফোনের ক্যামেরার মান যত ভালো হয়, তার সাথে সাথে দামের অংকটাও অনেক বড় হয়! দেখা যায় ভালো ক্যামেরা সম্বলিত স্মার্টফোন কিনতে গেলেও দামের আধিক্য আমাদের ইচ্ছার সাথে চাহিদার মেলবন্ধন ঘটাতে ব্যর্থ হয়ে যায়! একনজরে প্রিমো আরএক্স৯ স্মার্টফোন,  

  • অ্যান্ড্রয়েড ভার্সন ১১
  • ১২ ন্যানোমিটার ফিনটেক প্রযুক্তির ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম/ ইন্টার্নাল স্টোরেজ
  • ২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রা মেমরি কার্ড সাপোর্ট
  • পাঞ্চ-হোল ক্যামেরা বিশিষ্ট ৬.৫৫ ইঞ্চি LTPS ডিসপ্লে প্যানেল
  • ১৬+৫+২+২ মেগাপিক্সেল সেন্সর নিয়ে কোয়াড ক্যামেরা সেটাপ
  • ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং
  • ইউএসবি টাইপ-সি পোর্ট

আজকে আমরা আলোচনা করব বাজারে লঞ্চ হওয়া ওয়ালটনের সাম্প্রতিক একটি স্মার্টফোন প্রিমো আরএক্স৯ নিয়ে। ১৬৯৯৯ টাকায় এই স্মার্টফোনটি মূলত ক্যামেরার দিক দিয়ে বেশ শক্তিশালী। আরএক্স৯ স্মার্টফোনটিতে ওয়ালটন অফার করছে একটি শক্তিশালী কোয়াড ক্যামেরা মডিউল। যেখানে স্মার্টফোনটির মেইন শুটার হচ্ছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা প্রাইমারি সেন্সর, ওয়াইড এঙ্গেলে ৫ মেগাপিক্সেল সেন্সর; ফোনটি দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি সম্ভব করার জন্য এই সেটাপে থাকছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আর পরিশেষে ডেপ্টথ সেন্সিং এর জন্য ২ মেগাপিক্সেল সেন্সর।

প্রিমো আরএক্স৯ ডিভাইসটিতে পাবেন রিচ ফিচারড ক্যামেরা ইউআই। হেভিলি কাস্টমাইজড এই ক্যামেরা ইউআইতে আপনি পাবেন নানারকম শুটিং মোড এবং সেটিংস অপশন। আরএক্স৯ এর ফ্রন্ট ক্যামেরার সাথে পেয়ে যাবেন প্যানারমা সেলফি শুটিং মোড। পাশাপাশি রিয়ার ক্যামেরার সাথে পাবেন প্যানারমা এবং ম্যাক্রো শুটিং মোড। ডিভাইসটির ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর আপনাকে এই শুটিং মোডটি দিয়ে দারুন দারুন সব ম্যাক্রো ফটোগ্রাফি করতে সহযোগিতা করবে।

ওয়াইড এঙ্গেল ছবি কেনা তুলতে ভালবাসেন? ছবি যেখানে কোন মুহূর্ত বা সৌন্দর্য সংরক্ষন করতে কাজে দেয়, ঠিক সেখানে ওয়াইড এঙ্গেল ক্যামেরা ব্যবহার করে সেই মুহূর্ত বা সৌন্দর্যকে আরো বিস্তারপরিসরে সংরক্ষন করা যায়। প্রিমো আরএক্স৯ এর ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর এবং ডিভাইসটির ক্যামেরা ইউআইতে থাকা প্যানারমিক মোড ব্যবহার করে, ডিভাইসটি দিয়ে খুব সুন্দর ওয়াইড এঙ্গেল ফটোগ্রাফি করতে পারবেন।

ছবির কোয়ালিটির দিক দিয়েও প্রিমো আরএক্স৯ এর ক্যামেরা যথেষ্ট প্রশংসার দাবিদার। দিনের বেলায় ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে দারুন সব ছবি তোলা গিয়েছে। কালার কোয়ালিটি এবং সার্পনেস এর দিক দিয়েও প্রিমো আরএক্স৯ দিয়ে তোলা ছবিতে কোন ঘাটতি চোখে পরবেনা। ফোকাস করার ক্ষেত্রেও যেকোনো অবজেক্টকে খুবি দ্রুত ফোকাস করে ফেলতে পারে এর রিয়ার ক্যামেরা।

যেকোনো অবজেক্টকে ফোকাস করতে সুবিধা করে এর রিয়ারে থাকা ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা সেন্সর। পাশাপাশি প্রাইমারি সেন্সরের এপার্চার এফ২.০ হবার কারনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়ে অবজেক্টকে ভালোভাবে ফোকাস করতে এই ক্যামেরা মডিউলটি অনেক বেশি দক্ষ।

আরেকটি চমক থাকছে স্মার্ট ফোনটির ফ্রন্ট ক্যামেরায়; আরএক্স৯ স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে দেখা মিলবে একটি ২০ মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্টে ছোট্ট কিউট একটি পাঞ্চ হোলের ভেতর এই ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের অবস্থান। সর্বোপরি, ভ্লগার কিংবা সেলফি লাভারদের জন্য এই ফ্রন্ট ক্যামেরা দারুন কাজে দিবে। আর ২০ মেগাপিক্সেল সেন্সর থাকার ফলে স্মার্টফোনটির ফেস আইডি সিকিউরিটি সুবিধাটি বেশ ভালই কাজে দিবে। ফোনের ক্যামেরা অ্যাপে ফ্রন্ট ক্যামেরার জন্য পেয়ে যাবেন প্যানারমিক সেলফি মোড। যে প্যানারমিক সেলফি মোড ব্যবহার করে আপনি ওয়াইড এঙ্গেলে সেলফি ক্যাপচার করতে পারবেন।

তো, ওয়ালটনের সাম্প্রতিক লঞ্চ হওয়া এই ক্যামেরা কিং স্মার্টফোনটি দেখতে বা কিনতে এখনি চলে যেতে পারেন, আপনার কাছের ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে। ওয়ালটনের অন্যসব ফোনের মত এতেও রেগুলার ১ বছরের ওয়ারেন্টি সহ অন্য সকল সুবিধা পেয়ে যাবেন।

Level 1

আমি ফাহাদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়ালটন আসলেই ভালো জিনিস বানাচ্ছে।