স্মার্টফোন কিনবেন আর ক্যামেরা ভালো হবেনা তা কি হয়? স্মার্টফোন যেটিই কিনুন, পরিশেষে স্মার্টফোনের ক্যামেরাই ব্যবহারকারির কাছে অনেক বেশি প্রাধান্য পায়। আগে একসময় ডিজিটাল ক্যামেরার যে হাইপ ছিল, সেই হাইপ এখন নেই বললেই চলে। কিছুকাল বাজারে ডিজিটাল এসএলআর ক্যামেরা কেনার হিরিক থাকলেও, এখন পার্সোনাল ফটোগ্রাফির জন্যেও সেই জায়গা দখল করে নিচ্ছে স্মার্টফোন ক্যামেরা। এমনকি স্মার্টফোন ক্যামেরায় তোলা ছবি থেকে ফটোগ্রাফি করে, আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পাওয়ার নজিরও এখন কম নয়!
অনেক প্রেক্ষাপট বিবেচনা করেই স্মার্টফোন কেনার ক্ষেত্রে বর্তমান সময়ে সেই ডিভাইসের ক্যামেরা মান ভালো থাকা অতীব জরুরি। বাজারে স্মার্টফোন কিনতে গেলে, সেই স্মার্টফোনের ক্যামেরার মান যত ভালো হয়, তার সাথে সাথে দামের অংকটাও অনেক বড় হয়! দেখা যায় ভালো ক্যামেরা সম্বলিত স্মার্টফোন কিনতে গেলেও দামের আধিক্য আমাদের ইচ্ছার সাথে চাহিদার মেলবন্ধন ঘটাতে ব্যর্থ হয়ে যায়!
বাজেট এবং মানের বিবেচনা করলে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে দেশের ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটন কম ভালো ভালো ডিভাইস আনছে না! ওয়ালটন দেশের বৃহৎ শ্রেণির মানুষের ক্রয় সক্ষমতা এবং তাদের চাহিদার বিচারে প্রতিনিয়তই বাজারে মানসম্মত সকল স্মার্টফোন ডিভাইস নিয়ে আসছে। তাদের মধ্যে রয়েছে দারুন কয়েকটি ক্যামেরা স্মার্টফোন। আর এই লেখায়, আমরা সেই ক্যামেরা স্মার্টফোনগুলি নিয়ে কথা বলব।
স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাবেন একটি ট্রিপল ক্যামেরা সেটাপ। এরি ট্রিপল ক্যামেরা সেটআপের মেইন সেন্সরটি সনির ১৩ মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবেও স্মার্টফোনটিতে পেয়ে যাবেন ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর। দিনের আলোতে সামনে পিছনে উভয় ক্যামেরা দিয়েই বেশ ভালো মানের ছবি তুলতে পারবেন। সেলফি লাভারদের জন্য সামনের ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সত্যি প্লাস পয়েন্ট! সেলফি ক্যামেরায় ব্যবহারকারী বেশ ভালো সার্পনেসের ছবি পাবেন, ওভার এক্সপজড হয়ে যাবার কিছুই নেই। আর এই বাজেটে এটি একটি বেস্ট সেলফি ক্যামেরা সেটিও বললে ভুল হবেনা! স্মার্টফোনটির ফুল রিভিউ ভিডিও।
আরএক্স৮ এর রিয়ার প্যানেলে দেখা মিলবে কোয়াড তথা ৪ টি ক্যামেরা বিশিষ্ট একটি শক্তিশালী সেটাপ। স্মার্টফোনটির মেইন শুটার হচ্ছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, ওয়াইড এঙ্গেলের থাকছে ৮ মেগাপিক্সেল সেন্সর; ফোনটি দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি সম্ভব করার জন্য এই সেটাপে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আর পরিশেষে ডেপ্থ সেন্সিং এর জন্য ২ মেগাপিক্সেল সেন্সর তো থাকছেই! সব মিলিয়ে ক্যামেরা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য ওয়ালটন আরএক্স৮ প্রস্তুত করেছে। ফোনটির মেইন ১৬ মেগাপিক্সেল সেন্সরের এপার্চার হচ্ছে এফ২.০। ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর থাকার ফলে, খুব অনায়াসে স্মার্টফোনটি ব্যবহার করে দারুন সব প্যানারমিক শট নিতে পারবেন, আর যাদের ম্যাক্রো ফটোগ্রাফি পছন্দের তাদের জন্যেও প্লাস পয়েন্ট হিসেবে ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকছে। স্মার্টফোনটির ফুল রিভিউ ভিডিও।
আমাদের আজকের সেগমেন্টের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হচ্ছে এটি। এই বাজেটে বাজারে এরকম পেন্টা তথা ৫টি ক্যামেরা সেন্সর নিয়ে এমন মানের ক্যামেরা অন্য কোন ফোনে পাবেন কিনা সন্দেহ আছে।
স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পাবেন শক্তিসালি পেন্টা ক্যামেরা সেটাপ। আর এই দামে বাজারে এরকম শক্তিশালী সেটাপ অন্যকোন স্মার্টফোনে পাওয়া সত্যি খুবই দুষ্কর! জেডএক্স৪ এর রিয়ার সেটাপে যা যা পাচ্ছেন, একনজরে তা হলঃ
মেইন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটির সাইজ 1/1.73″। অর্থাৎ ফোনটির সাথে পাচ্ছেন বিশাল সাইজের একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর, যার মাধ্যমে এই ফোনটি দিয়ে দারুন সার্প ও কালার একুরেট ছবি তোলা সম্ভব হবে। ফোনটির মেইন ক্যামেরা সেন্সরের এপারচার সাইজ F/1.89। যত কম এপারচার সাইজ তত বেশি সাটার ওপেনিং এবং তত বেশি কালার একুরেট ছবি। তাছাড়াও মেইন ক্যামেরাটিতে পাওয়া যাবে ৬পি লেন্স। জেডএক্স৪ এর রিয়ার ক্যামেরাতে পাবেন বেশকয়েকটি শুটিং মোড। আর এই শুটিং মোডগুলি হচ্ছেঃ
প্রিমো জেডএক্স৪ এর ফুল রিভিউ ভিডিও।
ক্যামেরা স্মার্টফোন হিসেবে ওয়ালটনের এই স্মার্টফোনগুলো আপানাকে কোনভাবেই নিরাশ করবেনা। স্মার্টফোনগুলোর লাইভ ক্যামেরা স্যাম্পল দেখতে দেখতে পারে রিভিউ ভিডিও গুলো দেখে আসতে পারেন।
আমি ফাহাদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।