অনেক দিন গেমস নিয়ে টিউন করি না কারন অনেকে বলে এত বড় গেমস ডাউনলোড করা ঝামেলা যা হোক আজকে আবার একটা গেমস নিয়ে টিউন করছি । Wolfenstein গেমটি ফুল ভার্সন মাত্র 15.2 MB এবং ফ্রি আর খেলতে খুব মজা (মিশন টাইপ) আসুন জানি গেমসটি সর্ম্পকে আরো কিছু -
Wolfenstein: Enemy Territory একটি অনন্য, squad-based multi-player গেম।mission-based দৃশ্যপটে মিশরের মরুভূমিতে পাশ্চাত্য ইউরোপের একটি অভিজাত Allied force নেতা হিসেবে আপনাকে খেলতে হবে।
আপনাকে যা করতে হবে তাহলো প্রতিকূল শত্রু পক্ষের অবস্থানের মধ্য দিয়ে আপনার সৈন্যদল কে বাচিয়ে নিয়ে যেতে হবে এছাড়াও আরো যে লক্ষ্য থাকবে তাও সুসম্পন্ন করতে হবে।যার ফলে আপনার স্কোয়াডের সৈন্যদের পদোন্নতি, অতিরিক্ত দক্ষতা,এবং equipment আয় হবে যার দ্বারা আপনি বিভিন্ন দ্রব্য ক্রয় করতে পারবেন।
আর কি লিখবো যা হোক গেমসটি খেলুন আমার মনে হয় আপনার ভাল লাগবে আমি মাত্র শুরু করেছি বলে বেশি কিছু লিখতে পারলাম না।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
আসলে গেম খেলার সময় পাইনা। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে গেম্ টা ভালো। আর সাইজ ও বেশি না তাই দেরী না করে ডাউনলোড করে ফেললাম। খেলতে ভালই লাগলো।
ধন্যবাদ মঈন ভাই আপনাকে।।