বাংলাদেশের ১০ টি জনপ্রিয় অ্যাপ

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা আশাকরি সকলেই আল্লাহর রহমতে ভাল আছেন। টিউনটির থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝে গিয়েছেন আজকের টিউনটি কি সম্পর্কে হতে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দশটি অ্যাপ সম্বন্ধে।

আজকে আমি আপনাদেরকে যে অ্যাপ গুলো সম্পর্কে আলোচনা করবো সেসব অ্যাপ গুলো সম্পর্কে আপনারা হয়তোবা সকলেই পরিচিত। তবুও আজকে শুরু করতে যাচ্ছি, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় কয়েকটি অ্যাপ সম্পর্কে টিউন।

1. Shareit

Shareit

স্মার্টফোন ব্যবহার করে অথচ Shareit এর নাম শুনেনি এমন কেউ হয়তোবা নেই। ভিডিও, অডিও, ইমেজ এবং এপ্লিকেশন শেয়ার এর সবচাইতে জনপ্রিয় অ্যাপ হচ্ছে Shareit। যেটিকে বাংলাদেশের প্রায় এক নাম্বার জনপ্রিয় অ্যাপ গুলোর মধ্যে একটি বলা যায়। অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে প্রায় ১ বিলিয়ন বার এবং অ্যাপটির বর্তমান রেটিং ৪.১।

2. MX player

Mx player

Shareit এরপরে সবচাইতে জনপ্রিয় যে অ্যাপটি সেটি হলো MX player। ভিডিও কিংবা অডিও ফোনে প্লে করার ক্ষেত্রে সবচাইতে বেশি যে অ্যাপটি ব্যবহৃত হয় তা হল MX player। নজরকাড়া সব ফিচার দিয়ে জয় করে নিয়েছে এটি অনেক ব্যবহারকারীর মন। অ্যাপটি প্লে স্টোর থেকে সর্বমোট ডাউনলোড হয়েছে ৫০০ মিলিয়ন বার এবং এর রেটিং ৪.৩।

3. Playit

playit

ভিডিও কিংবা অডিও প্লে করার ক্ষেত্রে এমএক্স প্লেয়ার এর পরে সবচাইতে যে অ্যাপটি জনপ্রিয় হলো playit। তবে অ্যাপটি বাংলাদেশে কিছুদিন আগে বেশি জনপ্রিয়তা পাওয়ার কারণ হলো vidmate থেকে কোন ভিডিও ডাউনলোড করার পর সেটি playit ছাড়া ওপেন করা যেত না। ফলে বাধ্য হয়েই অনেকেই প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিয়েছে। যদিও অ্যাপটি মোটেও খারাপ না। অ্যাপটি বর্তমানে প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে সর্বমোট 50 মিলিয়ন বার এবং অ্যাপটির রেটিং 4.5।

4. Facebook

facebook

কারো কাছে ইন্টারনেট মানেই ফেসবুক, আর ফেসবুক মানেই ইন্টারনেট। জনপ্রিয়তার দিক থেকে বলতে গেলে একেবারেই শীর্ষস্থান দখল করে রয়েছে ফেসবুক। এটি সোশ্যাল ক্যাটাগরি এর একটি ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন। এই অ্যাপটি প্লে স্টোর থেকে মোট ডাউনলোড হয়েছে 5 বিলিয়ন এবং রেটিং 4.2।

5. Messenger

messenger

মেসেঞ্জার ফেসবুক এর একটি পরিসেবা। এটি কমিউনিকেশন ক্যাটেগরির একটি অ্যাপ। ফ্রিতে কলিং এবং চ্যাটিং এর জন্য সবচাইতে জনপ্রিয় এ অ্যাপটি। অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে সর্বমোট 1 বিলিয়ন এবং এর রেটিং 4.2।

6. Ridmik keyboard

ridmik keyboard

মোবাইলে বাংলা এবং ইংরেজি লেখার জন্য সবচাইতে জনপ্রিয় কিবোর্ড হলো রিডমিক কিবোর্ড। এই অ্যাপটি সম্পর্কে আপনারা কম বেশি সকলেই পরিচিত। অ্যাপটিতে রয়েছে চমৎকার সব ডিজাইনের theme সহ custom theme যুক্ত করার অপশন। যা অ্যাপটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে মোট 10 মিলিয়ন বার এবং অ্যাপটির রেটিং 4.4।

7. WhatsApp

WhatsApp

এটিও একটি কমিউনিকেশন ক্যাটাগরির অ্যাপ্লিকেশন। ফ্রিতে ভিডিও, অডিও এবং চ্যাটিং এর জন্য ব্যবহৃত হয় এ অ্যাপটি। অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে মোট 5 বিলিয়ন বার এবং অ্যাপটির রেটিং 4.3।

8. Bkash

Bkash

মুহূর্তে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টাকা পাঠানোর জন্য সবচাইতে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন হচ্ছে বিকাশ। অ্যাপটি দিয়ে টাকা লেনদেনের পাশাপাশি বাস-ট্রেন, বিমানের টিকিট কাটা থেকে শুরু করে যাবতীয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। অ্যাপটি প্লে স্টোর থেকে সর্বমোট ডাউনলোড হয়েছে 10 মিলিয়ন বার এবং এর রেটিং 4.3।

9. IMO

Imo

স্মার্ট ফোন ব্যবহার করে অথচ ইমু অ্যাপ এর নাম শোনেননি এমন কেউ হয়তোবা নেই। ভিডিও এবং অডিও কলে কথা বলার জন্য সবচাইতে জনপ্রিয় অ্যাপ হলো ইমু। যাইহোক, ইমো অ্যাপ সম্পর্কে আপনাকে বিস্তারিত বলতে হবে না। অ্যাপটি প্লে স্টোর থেকে সর্বমোট ডাউনলোড হয়েছে 500 মিলিয়ন এবং অ্যাপটির রেটিং 4.2।

10. YouTube

youtube

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হচ্ছে ইউটিউব। প্রয়োজনীয় কোন সমস্যার ভিডিও এবং বিনোদনের জন্য সকলেই ঝুঁকে পড়ে এই প্লাটফর্মে। ইউটিউব অ্যাপটি বাংলাদেশের জনপ্রিয় অ্যাপ গুলোর মধ্যে অন্যতম। অ্যাপটি প্লে স্টোর থেকে সর্বমোট ডাউনলোড হয়েছে 5 বিলিয়ন এবং অ্যাপটির রেটিং 4.2।

বন্ধুরা এই ছিল বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি অ্যাপের তালিকা। টিউনটি আপনার কাছে ভালো লাগলে জোসস করবেন। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস