গত ২২/০৪/১১ইং তারিখে আমার এক বন্ধুর বাসায় গেলাম, গিয়ে দেখলাম সে ফেসবুক ব্যবহার করছে। সেখানে একটি ভিডিও দেখতে পেলাম। ভিডিওটির নাম দেখেই দেখার স্বাদ জাগলো। নাম ছিল 'some funny accident' যাই হোক ভিডিওটি দেখলাম এবং অনেক হাসলাম। যা ভাল লেগেছিল বুঝাতে পারব না। চিন্তা করলাম টেকটিউনসে শেয়ার করে দিয় । অনেক দিন ধরে টিউন করা হয় না শেয়ার তো হবেই টিউনও হবে। যে ভাবা সেই কাজ।
কিন্তু দু:খের বিষয় হল টেকটিউনসে ভিডিও আপলোড করতে পারলাম না। তাই আমার প্রতি ক্ষোভ আনার দরকার নেই। কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম। যদিও স্ক্রিনশটগুলো ভাল ভাবে বুঝতে পারবেন না।
দেখা শেষ হয়েছে। এবার এখানে ক্লিক করে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখুন। আশা করি ভাল লেগেছে। কষ্ট না হলে একটু জানাবেন। কেমন লাগল যদিও আগে দেখে থাকেন।
ধন্যবাদ সবাকে।
আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love technology.
ho hoh oh ho hoh oh ho