কিছু Real Accident : But বেশ মজার

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

গত ২২/০৪/১১ইং তারিখে আমার এক বন্ধুর বাসায় গেলাম, গিয়ে দেখলাম সে ফেসবুক ব্যবহার করছে। সেখানে একটি ভিডিও দেখতে পেলাম। ভিডিওটির নাম দেখেই দেখার স্বাদ জাগলো। নাম ছিল 'some funny accident' যাই হোক ভিডিওটি  দেখলাম এবং অনেক হাসলাম। যা ভাল লেগেছিল বুঝাতে পারব না। চিন্তা করলাম টেকটিউনসে শেয়ার করে দিয় । অনেক দিন ধরে টিউন করা হয় না শেয়ার তো হবেই টিউনও হবে। যে ভাবা সেই কাজ।

কিন্তু দু:খের বিষয় হল টেকটিউনসে ভিডিও আপলোড করতে পারলাম না। তাই আমার প্রতি ক্ষোভ আনার দরকার নেই। কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম। যদিও স্ক্রিনশটগুলো ভাল ভাবে বুঝতে পারবেন না।

দেখা শেষ হয়েছে। এবার এখানে ক্লিক করে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখুন। আশা করি ভাল লেগেছে। কষ্ট না হলে একটু জানাবেন। কেমন লাগল যদিও আগে দেখে থাকেন।

ধন্যবাদ সবাকে।

Level New

আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ho hoh oh ho hoh oh ho

"ভিডিওটির নাম দেখেই দেখার স্বাদ জাগলো"

হে হে আর আমার ত টিউনের শিরোনাম দেখেই স্বাদ জাগল 😀

😀

জটিল লাগল ভাই, আর খুব মজা পেলাম…………………………….।

Level 0

এতে মজার কি পেলেন বুঝলাম না…।।সবগুলা এক্সিড্যান্ট ই তো মারাত্তক।যারা অইখানে ছিলো তারা বুজসে এর ভয় কিরকম।এগুলো নিয়ে ফান করবেন না।কার আপনারো এমন হতে পারে

    সবাই হৃদয়হীন মানুষ ! যাক আপনার হৃদয় আছে দেইখা খুশি হইলাম 😀

    Level 0

    বিষয় ডা বুজছেন দেকতেছি

    Level 0

    ভিডিও গুলো দেখে কস্ট লাগ্লো।কিন্তু কারও ক্ষতি হয়নি দেখে ভালো লেগেছে।

    যারা ভিডিও দেখেছেন তাদের কে বলছি যে রাস্তায় চলার সময় সতর্ক থাকবেন।বেখেয়ালি থাকলে জেকোনো কিছুই হতে পারে।

    আল্লাহ……আমাদের মাফ করো।

    হে আল্লাহ, আপনি আমাদের কলিজাকে মুকুট ভাইয়ের মত বড় করে দেন। আমিন।

    Level 0

    হাহাহাহা…।
    আমীন

    ছুম্মা আমিন।