৩টি সেরা সম্পূর্ণ ফ্রি ডাউনলোড ম্যানেজার

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন

আপনি কি ইন্টারনেট থেকে মিউজিক, ভিডিও, মুভি কিংবা অন্যান্য ফাইল ডাউনলোড করার জন্য এখনো আপনার ব্রাউজারের ডাউনলোডার ব্যবহার করেন?

আর যদি করেন তাহলে আপনি আসল ডাউনলোড স্পিডই উপভোগ করতে পারছেন না ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করার জন্য।

কারণ সরাসরি ব্রাউজারের ডাউনলোডার থেকে যখন আমরা কোনো ফাইল ডাউনলোড করি তা অনেকই স্লো বা ধীরে ডাউনলোড হয়।

আর আপনি যদি এর পরিবর্তে কোনো ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করেন তাহলে ইন্টারনেট থেকে আরো ১০ গুন্ স্পিডে যেকোনো ফাইল ডাউনলোড করতে পারেন।

আর আজকের এই আর্টিকেলে আমরা এরকমই ৩টি সেরা এবং ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার সম্পর্কে জানবো যা আপনার ডাউনলোড স্পিড কয়েক গুন্ বুস্ট করে দেবে।

অর্থাৎ এতদিন থেকে সরাসরি ব্রাউজারের ডাউনলোড ম্যানেজার থেকে যে স্পিডে ফাইল ডাউনলোড করতেন, এই সফটওয়্যার গুলির সাহায্যে তার থেকে আরো দ্রুত স্পিডে ডাউনলোড করতে পারবেন।

তাহলে চলুন জেনেনি সেই ৩টি ফ্রি ডাউনলোডার সফটওয়্যার কি?

১. Download Accelerator Plus

Download Accelerator Plus একটি ফ্রি ডাউনলোড ম্যানেজার আর যা অসাধারণ ভাবে আপনার ডাউনলোড স্পিড কয়েক গুন বৃদ্ধি করতে সাহায্য করে।

আপনি এর দুটি ভার্সন পাবেন ফ্রি ও পেইড, তবে এর ফ্রি ভার্সনেই আপনি যে সমস্ত ফিচারস বা বৈশিষ্ট্যগুলি পাবেন তা অনেক পেইড ডাউনলোড ম্যানেজারকেও হার মানায়।

আপনি এখানে একসাথে মাল্টিপল ফাইল ডাউনলোড, ডাউনলোড সময়সূচী করে রাখা, ফাইল ডাউনলোড করার আগে তা প্রিভিউ করে দেখা,

এবং ফাইল ডাউনলোড চলাকালীন তা pause এবং পরে আবার resume করে সেই একই জায়গা থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন।

যেখানে আপনি ব্রাউজার থেকে সরাসরি কোনো ফাইল ডাউনলোড চলাকালীন এই বৈশিষ্ট্যগুলি কখনোই ব্যবহার করতে পারেন না।

২. Free Download Manager (FDM)

Free Download Manager, অবশ্যই এর নামের মধ্যেই এর সব থেকে বিশেষ বৈশিষ্ট্যটি দেখা যাচ্ছে যে এটি একটি ফ্রি ডাউনলোড ম্যানেজার।

এই Free Download Manager কে এর ছোট ফর্ম হল FDM আর যা ইন্টারনেটে উপলব্ধ ফ্রি ডাউনলোড ম্যানেজার গুলির মধ্যে নিঃসন্দেহে অন্যতম একটি সফটওয়্যার।

এটি খুব সহজেই যেকোনো ব্রাউসারের সাথে ইন্টিগ্রেট হয়ে যায় অর্থাৎ কোনো ফাইল ডাউনলোড করার জন্য আপনি যে ব্রাউসারই ব্যবহার করুন না কেন

অটোমেটিক সেই ব্রাউসার থেকে আপনার ডাউনলোড লিংক মনিটর করে আপনার কাছে সেই ফাইল ডাউনলোড এর উইন্ডো ওপেন করে দেবে।

এই ডাউনলোড ক্লায়েন্টে আপনাকে ব্যাচ ডাউনলোড ফাইল তৈরি এবং টোরেন্ট ফাইল ডাউনলোড করার মতো ফিচারস প্রদান করে।

এছাড়াও জিপ ফাইল ডাউনলোড করার আগে তা প্রিভিউ করে দেখা, মাল্টিপল ফাইল ডাউনলোড এবং ডাউনলোড pause ও resume সমস্ত ফিচারস গুলিই এখানে পেয়ে যাবেন।

৩.EagleGet

আমাদের তৃতীয় এবং এই লিস্টের শেষ ডাউনলোডারটি হল EagleGet আর যা একটি সম্পূর্ণ  ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার।

EagleGet আমার পছন্দের তালিকার মধ্যে সব থেকে সেরা ডাউনলোডার আর তার কারণ হল এটি ফ্রি এবং অল ইন ওয়ান ডাউনলোড ম্যানেজার।

আপনি এখানে সেই সমস্ত ফিচারস গুলি পেয়ে যাবেন যা আজকের দিনে উপলব্ধ একটি প্রিমিয়াম বা পেইড ডাউনলোড ম্যানেজারের মধ্যে আছে।

উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ওস এর জন্য উপলব্ধ সমস্ত নতুন ব্রাউজার যেরকম ক্রোম, ফায়ারফক্স, ওপেরা ও ইন্টারনেট এক্সপ্লোরার সমস্ত ব্রাউজারে ইন্টিগ্রেট হয়ে যায়।

এবং বাকি সমস্ত ফিচারস যেরকম স্পিড এক্সেলারেশন, ডাউনলোড সময়সূচি, pause এবং resume, ব্যাচ ডাউনলোড ইত্যাদি সমস্ত কিছু পেয়ে যাবেন।

আর EagleGet যে বৈশিষ্ট্যের জন্য সব থেকে বেশি জনপ্রিয় তা ফাইল ইন্টিগ্রিটি চেক এবং ফাইল ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক ভাইরাস স্ক্যানিং।

এছাড়াও EagleGet এর মধ্যে আপনি খুবই সহজ, সিম্পেল এবং মডার্ন ইন্টারফেস দেখতে পাবেন।

বোনাস:

আপনি যদি অনলাইন ইনকাম, ব্লগিং এবং এরকম আরো ইন্টারনেট টিপস ও ট্রিকস জানতে চান তাহলে অবশ্যই আমার সাইটটি ভিসিট করুন এখানে ক্লিক করে। 

Level 1

আমি সুকান্ত মাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনটির জন্যে, এগুলোর মধ্যে আমার পছন্দের হলো eagle get