HUAWEI WiFi WS5200 router Review

আমরা internet bill এর পিছনে টাকা অনেক খরচ করলেই router কেনার সময় কার্পণ্য করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এইটা করা উচিত নয়। আমি আগে একটা কম দামি 1600 টাকার totolink router ব্যবহার করতাম ওই router টা এক বছর না যেতে ই প্রবলেম শুরু করে দিল আর দিনে 1 2 বারের মত কানেকশন ড্রপ দিত। দূরে গেলে স্পিড ও খারাপ হয়ে যেতো।

তারপর আমি online review ঘেঁটে Huawei ws5200 gigabit router কিনি যেটার মার্কেট price 3800 টাকা এইটি একটি dual ব্যান্ড Router।

এখন dual band এর উপকারিতা কি?
আমরা যারা apartment এ থাকি আশে পাশে অনেক router and wireless devices থাকে
একটার সাথে একটার signal 📶 collision করে তাই ইন্টারনেট স্পিড কমে যায়। Dual ব্যান্ড router এ 2.4ghz এর পাশাপাশি 5ghz band ও আছে যেটা কম মানুষ ব্যবহার করে বলে খুব একটা congested না।

Huawei ws5200 router review
-এই router টির চার টি antenna রয়েছে, এইটার range মোটামুটি (বাসার এক কোনায় রেখেছি, আরেক কোনায় signal 2 দাগ দেখায়, বাসা 1500 sqft) তবে স্পিড কমে না। এইটা pc তে direct connection এ 250-300 mbps স্পিড দেই আর ফোন এ 40-50 mbps দে (আপনার ইন্টারনেট কানেকশন এর উপর depend করে)
-এই router এ dual core processor রয়েছে যার কারণে 30 টার মত devices connect করা যাবে।
Huawei hilink app দ্বারা কে ইন্টারনেট ইউজ করছে এইটা monitor করতে পারবেন, অন্যদের ব্লক ও স্পীড ও কমাতে পারবেন অ্যাপ দারা
-পিছে তিন টি gigabit ethernet port রয়েছে।

Alternatives
আপনি এইটি বাদে আরো router দেখতে পারেন
My top picks
Asus ac1200
+এইটার range উপরে উল্লিখিত router এর চেয়ে better
-এইটার দাম বেশি
- old model

Tp link archer c6
+এইটার range better
-processor comparatively খারাপ

Xiaomi mi router 4a
+এইটার দাম কম
-firmware এ problem আছে (as with xiaomi products next update এ ঠিক হয়ে যাবে)

Redmi ac2100
+Very powerful router in all aspects
-কোথায় পাওয়া যাবে জানি না

Netgear r6160
+usb port আছে
- এন্টেনার সংখ্যা কম

কিনার সময় নিজেরা রিসার্চ করে নিবেন
আর ইউজার দের মতামত জেনে নিবেন
কোনো question থাকলে নিচে comments এ ask করতে পারেনHuawei ws5200 speedtest 2 speedtest

Level 1

আমি তারেক রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস