টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতি আজকেও চলে আসলাম নতুন কোন টিউন নিয়ে। আজকে আমরা আলোচনা করব Conspiracy Theory নিয়ে।
সম্প্রতি আমার মেইলে অনেক গুলো রিকুয়েস্ট এসেছে যেন আমি Conspiracy Theory এর সোর্স নিয়ে একটি টিউন করি, আজকের টিউনটি মূলত তাদের জন্যই।
কিছুদিন আগেও আমি জানতাম না Conspiracy Theory বা ষড়যন্ত্র তত্ত্ব আসলে কি। কিন্তু আমি প্রায়ই যখন করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন আর্টিকেল পড়তাম তখন বিভিন্ন জায়গায় দেখতাম, করোনা নিয়ে বিভিন্ন Conspiracy Theory যেমন, করোনা প্রাণী দেহ থেকে ছড়ায় নি, এটা কোন নির্দিষ্ট দেশের কাজ ইত্যাদি। তখন থেকেই আমার আগ্রহ হয় বিষয়টি কি তা জানার। চলুন যারা এই বিষয়ে জানি না, তারা এই Conspiracy Theory বা ষড়যন্ত্র তত্ত্ব সম্পর্কে জেনে আসি।
ষড়যন্ত্র তত্ত্ব, ইংরেজিতে বলা হয় Conspiracy Theory। ষড়যন্ত্র তত্ত্ব হচ্ছে কোন ঘটনাকে এমন ভাবে ব্যাখ্যা করা যা গভীর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। ষড়যন্ত্র তত্ত্ব বা Conspiracy Theory এর ব্যাখ্যা গুলোর কোন বাস্তবিক প্রমাণ থাকে না। কিছু ষড়যন্ত্র তত্ত্ব এর উদাহরণ যদি দেই তাহলে বলা যায়, করোনা ভাইরাস প্রাণী দেহ থেকে ছড়ায় নি, চাঁদে অবতারণ ঘটনাটি মিথ্যে, Elvis এর মৃত্যু রহস্য ইত্যাদি। এতক্ষণে হয়তো বিষয়টি পরিষ্কার হয়েছে যাদের আগে কন্সপাইরেসি থিউরি সম্পর্কে ধারণা ছিল না।
আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই তত্ত্ব গুলো কে দেয়? কোথায় পাওয়া যায় এসব তত্ত্ব? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, এমন অনেক গোপন দল বা গ্রুপ আছে যারা এসব তত্ত্ব ছড়ায় এবং এর পেছনে নানা ধরনের উদ্দেশ্য থাকতে পারে। তারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও এসব ষড়যন্ত্র তত্ত্ব ব্যাখ্যা করে।
চলুন এমন ১১ টি ওয়েবসাইট দেখে নিই যেখানে বিভিন্ন কন্সপাইরেসি থিউরি পাওয়া যায়।
বিঃদ্রঃ টিউনটি করা হয়েছে মূলত শিক্ষামূলক উদ্দেশ্য, তাদের জন্য যারা রিকুয়েস্ট করেছেন এবং Conspiracy Theory নিয়ে ভাল ধারনা আছে। যারা এ বিষয়ে নতুন, তারা থিউরি গুলো পড়া বা বুঝার আগে সতর্কতা অবলম্বন করুন। কোন থিউরি পড়ে আপনি বিভ্রান্ত হলে, টিউনার বা টেকটিউনস কোন ভাবে দায়ী থাকবে না। আর সব সময় মনে রাখবেন এগুলো শুধুই থিউরি, সব সময় থিউরির ব্যাখ্যার সাথে বাস্তবতার মিল নাও থাকতে পারে।
কন্সপাইরেসি থিউরির উপর তৈরি একটি ওয়েবসাইট হল Want to Know। এখানে এমন কিছু ষড়যন্ত্র তত্ত্ব দেয়া আছে যেগুলো হয়তো আপনি জানেন অথবা জানেন না। ওয়েবসাইটটি উদ্দেশ্যমূলক-ভাবে কন্সপাইরেসি বা ষড়যন্ত্র শব্দটি ব্যবহার করে, কারণ তারা বিশ্বাস করে যে লোকেরা ষড়যন্ত্র শব্দটি শোনার সাথে সাথে যাচাই করতে চাইবে ঘটনাটি সত্য নাকি মিথ্যে। আপনি এই ওয়েবসাইট থেকে সকল ষড়যন্ত্র তত্ত্ব জানতে পারবেন চাইলে আপনার ও মতামত জানাতে পারবেন।
Conspiracy Archive ষড়যন্ত্র তত্ত্ব এর উপর ২য় ওয়েবসাইট। এখানে বিভিন্ন গোপন সংঘ, রাজনৈতিক, বিশ্বায়নের তথ্য পাবেন৷ এই ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল পাবেন যেখানে প্রায় সকল ফিল্ডই কাভার করা হয়েছে। এই ওয়েবসাইটে আরও পাবেন, scientific dictatorship, new world order, population control, power elite, deep politics, নামের বিভিন্ন ক্যাটাগরি।
এই Conspiracies ওয়েবসাইটে ও পাবেন বিভিন্ন Conspiracy Theory। এখানে আরও পাবেন Conspiracy Theory এর উপর বিভিন্ন ক্যাটাগরি, কন্সপাইরেসি থিউরির এর উপর বিভিন্ন Documentary এবং ভিডিও। মজার বিষয় হচ্ছে এখনে নেট-ফ্লিক্স এর টপ পাঁচটি conspiracy Theory এর উপর রচিত মুভির নামও জানতে পারবেন। এখানে আপনি Boston bombing, did Elvis fake his death, Illuminati conspiracy এর মত থিউরি গুলোও পড়তে পারবেন।
এই Decrypted Matrix ওয়েবসাইটে আপনি প্রচুর থিউরি পাবেন যেখানে আলাদা কোন PopUp এড নেই যার মাধ্যমে আপনার মনোযোগ নষ্ট হবে না। এই ওয়েবসাইটে আপনি, abuses of power, news, black technology, events & assassinations, Government agenda, leaks, secret societies, ইত্যাদি ক্যাটাগরি পাবেন। আপনি খুঁজছেন এমন সকল থিউরি পেয়ে যাবেন এখানে।
বিভিন্ন থিউরির পাশাপাশি এই The Conspiracy Blog ওয়েবসাইটে, secret societies, historical conspiracies, current politics, health, money & finance, ইত্যাদি ক্যাটাগরি গুলো পাবেন। এখানে সাইন ইন করে নিয়মিত ইমেইলে নিউজ লেটার পেতে পারেন। প্রতিদিন হোমপেজ থেকে পড়তে পারবেন Featured থিউরি গুলো।
এই The Coming New World Order ওয়েবসাইটেও পাবেন কন্সপাইরেসি থিউরির বিশাল কালেকশন। তবে এই ওয়েবসাইটে ইলুমিনাতির উপর বেশি ফোকাস করা হয়েছে। আপনি বিভিন্ন থিউরি সম্পর্কে জ্ঞান নিতে চাইলে এই ওয়েবসাইটে যান এবং ব্রাউজিং করতে থাকুন।
এই Fourth Dimensional Recovery ওয়েবসাইটের ডিজাইন অতোটা চমকপ্রদ না হলেও এখানেও আপনি অনেক Conspiracy Theory পেয়ে যাবেন। পেজের ডান পাশের আর্টিকেল গুলোর মাধ্যমে আপনি কিছু কন্সপাইরেসি থিউরি গুলো পড়তে পারবেন। drop down box এর মাধ্যমে ক্যাটাগরি গুলো দেখতে পারবেন, এখানে ancient civilizations, flat earth, new world order, black projects secret ops, 9/11 truth, এর মত কিছু ক্যাটাগরি খুঁজে পাবেন।
Educate Yourself, খুবই সাদামাটা একটি ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন কন্সপাইরেসি থিউরি পেতে পারেন। এই ওয়েবসাইটের সকল থিউরি হোম পেজে প্লেইন টেক্সটে পেয়ে যাবেন। ডিটেল পড়তে চাইলে যেকোনো একটি থিউরিতে ক্লিক করলেই হবে। এখানে আপনি, 9/11 truth, Chemtrails, insights on aliens, Illuminati goals, new world order, global warming, এর মত থিউরি গুলো পড়তে পারবেন।
এই Above Top Secret ওয়েবসাইটে বিভিন্ন ব্যক্তির ডিসকাস করার মত কন্সপাইরেসি থিউরির উপর, নিউজ, ভিডিও, এবং ফোরাম রয়েছে। বর্তমানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার উপর থিউরি পাবেন এখানে। এখানে ফোরামের মাধ্যমে ইউজাররাও নিজেদের বিভিন্ন তত্ত্ব শেয়ার করতে পারে। ওয়েবসাইটতে বেশিরভাগ থিউরিই রাজনৈতিক বিষয়ের উপর। এই ওয়েবসাইটে ব্রাউজ করে আপনি ফোরামের মাধ্যমে কন্সপাইরেসি থিউরির উপর জ্ঞান বাড়াতে পারবেন।
What Really Happened ওয়েবসাইটে আপনার জানাশুনা বিভিন্ন Conspiracy Theory খুঁজে পাবেন। জনপ্রিয় থিউরি গুলো পেয়ে যাবেন হোমপেজের টপে। এই What Really Happened ওয়েবসাইটের নিজস্ব রেডিও শো আছে। এখানে রিডারদের লেটার সেকশন আছে যেখানে পাঠকদের চিঠি গুলো প্রকাশ করা হয়। What Really Happened ওয়েবসাইটে আপনি বেশির ভাগ থিউরি পাবেন রাজনীতি এবং রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে।
Secrets in Plain Sight একটি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত একটি Conspiracy Theory ওয়েবসাইট, যা ওই চ্যানেলের নামেই তৈরি করা হয়েছে। এখানে যে থিউরি গুলো আছে সেগুলোর Documentary পেয়ে যাবেন তাদের ইউটিউব চ্যানেলে। Secrets in Plain Sight ওয়েবসাইটে তাদের থিউরি প্রমাণ করার জন্য রাখা হয়েছে প্রচুর আর্টিকেল এবং ভিডিও। তাদের এই আর্টিকেল গুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন লেখকরা আসলে কি প্রমাণ করতে চায় বা তাদের তত্ত্ব কতটা লজিকেল।
এই টিউনে আমি কিছু ওয়েবসাইট তুলে ধরলাম যেগুলো Conspiracy Theory এর উপর লেখা। যারা এসব নিয়ে গবেষণা করেন বা আগ্রহী তারা এখানে গিয়ে জানা অজানা বিভিন্ন তত্ত্ব পড়তে পারেন। অবশ্যই থিউরি গুলো ওপেন মাইন্ডে পড়বেন এবং নিজের মতামতকে গুরুত্ব দিবেন এবং মনে রাখবেন দিন শেষে এগুলো শুধুমাত্র থিউরি যার বাস্তবিক কোন ব্যাখ্যা সব সময় পাওয়া যাবে না।
কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।