কাহিনী সংক্ষেপ → ভারতীয় গ্যাংস্টার মহাজনের ছেলে অভিকে কিডন্যাপ করে নেয় বাংলাদেশি গ্যাংস্টার আমির আসিফ। আর অভিকে বাচাতে হায়ার করা হয় বিদেশী ভাড়াটে সৈনিক টাইলার রেক কে। টাইলার কি অভিকে বাচাতে পারবে? তা জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে।
মুভির ভালো দিক → মুভির একশন সিনগুলো ভালো ছিলো। ক্রিস হেমসওর্থ এর অভিনয় ভালো হয়েছে। এছাড়া মুভির ক্যামেরার কাজ আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো লেগেছে।
মুভির খারাপ দিক → গল্পতে নতুনত্ব ছিলো না। এরকম কাহিনীর অনেক মুভিই আছে। মুভিতে বাংলাদেশকে দেখালেও আসলে মুভির শুটিং হয়েছে ইন্ডিয়াতে। বাংলাদেশেই শুটিং করলে কি হতো? এছাড়া এক্টরদের বাংলা একসেন্ট খারাপ ছিলো। কারণ বাংলাদেশি ক্যারেক্টারদের সবাই ছিলো ইন্ডিয়ান। বাংলাদেশি চরিত্রে বাংলাদেশিদের নেওয়া উচিত ছিলো।
ওভারঅল, একশন মুভি হিসেবে Extraction উপভোগ্য ছিলো। তবে কেউ এই মুভিতে স্টোরিলাইন খুজতে যাবেন না, তাহলে হতাশা হতে পারেন।
লেখাটি পূর্বে আমার পেজ বস বিডিতে প্রকাশিত হয়েছে।
আমি বস বিডি। Youtuber, Boss BD Youtube Channel বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।