Contagion [2011] যে মুভি করোনার মতো পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলো!

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন


অবশেষে দেখে ফেললাম কনটেজিয়ন মুভিটি। হঠাৎ করেই জনপ্রিয় হয়ে উঠেছে নয় বছর পুরানো এই মুভিটি। তার কারণ হচ্ছে করোনা ভাইরাস। সারা বিশ্বে যেমন করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, কনটেজিয়ন মুভির কাহিনীও একইরকম ভাবে বাস্তব জীবনের সাথে কাকতালীয় ভাবে মিলে গেছে। ২০১১ সালে যখন মুভিটি বের হয় তখন মডারেট ব্যবসা করেছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাসে স্ট্রিমিং সার্ভিসে মুভিটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠে। মুভিটি পরিচালনা করেন স্টিভেন সোডারবার্গ আর স্ক্রিপ্ট লিখেছেন স্কট জেড বার্নস। অভিনয়ে আছেন ম্যাট ড্যামন, জুড ল, মারিয়ন কোতিয়াহ, গিনেথ পেলট্রো, কেট উইন্সলেট এর মতো তারকারা।

মুভির কাহিনী সংক্ষেপঃ এক নারী ব্যবসায়ী এমইভি ভাইরাসে আক্রান্ত হয় চীনের একজন বাবুর্চির সাথে হ্যান্ড শেক করার কারণে। সেই বাবুর্চি আক্রান্ত হয় একটি শূকড় জবাই করার কারণে। আর শূকড়টি আক্রান্ত হয় একটি বাদূড়ের খাওয়া কলা খেয়ে। এরপর সেই নারী আমেরিকাতে ফিরে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং কিছুদিন পরে মারা যান। এরপর তার ছেলেরও মৃত্যু হয় একই রোগে। এভাবে খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসটি মহামারী আকারে ছড়িয়ে পড়ে।

বাস্তব জীবনে, গত ডিসেম্বর মাসে চীনের উহান শহরে পশু থেকে করোনা ভাইরাস ছড়াতে শুরু করে। কনটেজিয়ন মুভিতে যেভাবে একে অপরকে স্পর্শের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পরে ঠিক একইভাবে বাস্তব জীবনেও করোনা ভাইরাসের সংক্রমন ঘটে। মুভিতে যখন ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়, সংক্রমিতদের সনাক্ত, কোয়ারেন্টাইন, আইসোলেশন সহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়। যা কিনা বর্তমানে বাস্তব জীবনে হচ্ছে।

সবশেষে বলা যায়, নির্মাতার চিন্তাধারা সত্যিই প্রশংসার যোগ্য। ভাইরাস আউটব্রেক এর জন্য আমাদের সমাজ কতটা দুর্বল আর কতটা প্রস্তুত তা এই মুভিতে অত্যন্ত নিখুতভাবে তুলে ধরা হয়েছে এই মুভিতে। কনটেজিয়ন মুভিতে বিজ্ঞানীদের অক্লান্ত প্রচেস্টার ফলে ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হয়। আশা করি বাস্তব জীবনেও করোনা ভাইরাস এর ভ্যাকসিন আবিষ্কৃত হবে। ততদিন পর্যন্ত সকল প্রকার নিয়ম মেনে চলুন এবং ঘরে থাকুন, সুস্থ থাকুন। 🙂

লেখাটি পূর্বে আমার পেজ বস বিডিতে প্রকাশিত হয়েছে। 

Level 0

আমি বস বিডি। Youtuber, Boss BD Youtube Channel বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস