ইতোমধ্যেই itel Vision 1 এর আকর্ষণীয় ডিজাইন এবং কালার সবার মনে জায়গা করে নিয়েছে। যাকে গরীবের আইফোন বলা হচ্ছে ☺ একদম কম দামে সেরা ফোন, এমনকি এর গেমিং পারফর্মেন্স এর কথা নাইবা বললাম, দেখে আসুন ফুল রিভিউ এখনই!
ফিচার ফোনের জগতে “Itel” কতটা জনপ্রিয় তা একটু গ্রামের দিকে গেলে ভালো ভাবে বুঝা যায়। মানুষ প্রচুর পরিমানে “Itel” ফোন ব্যবহার করে। এবং যারা এই ফিচার ফোনগুলো থেকে স্মার্টফোনে আপগ্রেড করে, গ্রামের ভাষায় “বাটন ফোন থেকে যারা টাচ ফোনে আপগ্রেড করে” তাদের জন্য “Itel”-এর বেশ কিছু ডিভাইস আছে যেগুলো অনেক জনপ্রিয়। রিসেন্টলি “Itel” তাদের নতুন একটি ফোন রিলিজ করেছে যার নাম “Vision 1”। Vision আইটেলের নতুন একটি লাইন-আপ। এই ফোনটির মূল্য মাত্র “৬, ৯৯০ টাকা”। এবং এরকম কম দামের মধ্যেই “Itel” তাদের ফোনগুলো বাজারে আনে।
স্পেসিফিকেশন (Specification):
পরিশেষে, আইটেল ভিশন ১ এই দামে বেশ ভালো একটি ডিভাইস। যারা অল্প দামে মোটামোটি সব ফিচার যুক্ত একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এটি শতভাগ সাজেস্টেট থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন ইন্সটাগ্রাম আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।
আমি শাহ্নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।