সংক্ষিপ্ত রিভিউ – Bloodshot 2020

 

মুভির কাহিনী সংক্ষেপ

রে গেরিসান  একজন মার্কিন সেনা। তার জীবন খুব সুখেই কাটছিলো। কিন্তু হঠাৎ  একদিন তাকে ও তার স্ত্রীকে হত্যা করা হয়।

এরপর প্রযুক্তির সাহায্যে রে কে ফিরিয়ে আনা হয়। রে এখন সাধারণ কোন মানুষ নয়। প্রযুক্তির মাধ্যমে সে ফাস্ট হিলিং আর সুপার হিউম্যান পাওয়ার  পেয়েছে।

আর তার এই নতুন শক্তির মাধ্যমে সে তার স্ত্রীর হত্যাকারীদের খুঁজে বের করে বদলা নেওয়ার চেষ্টা করে।

মুভির ভালো দিক

  • মুভির একশন সিনগুলো লেগেছে।
  • ভিন ডিজেল, এইজা গনজালেজ ও গাই পিয়ার্স এর অভিনয় ভালো হয়েছে।
  • এছাড়া মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ভালো হয়েছে।

মুভির খারাপ দিক

  • মুভির স্টোরি অতোটা ভালো হয়নি। কাহিনীতে নতুন কিছু নেই। মুভির কাহিনী অনেকটা রোবোকপ, আপগ্রেড এর মতো মনে হয়েছে।
  • মুভির অনেক জায়গায় ভিজুয়াল ইফেক্ট খারাপ ছিলো। ভিডিও গেম এর মতো মনে হচ্ছিলো।
  • এছাড়া মুভিতে ভায়োলেন্স কম মনে হয়েছে। এর কারণ ব্লাডশট PG-13 মুভি, R Rated হওয়া উচিত ছিলো।

রেটিং

  • ওভারঅল আমার কাছে ব্লাডশটকে এভারেজ মুভি মনে হয়েছে। রেটিং - ★★★ ৩/৫ [★★★ 3 Out of 5]

Level 0

আমি বস বিডি। Youtuber, Boss BD Youtube Channel বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস