‘আগে কেন জানলাম না?’ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখার এই ১৫ টি চ্যানেল! ঘরে বসে শিখুন ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট!

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত নিয়ে হাজির হলাম নতুন এক টিউন। আপনাদের পরিচয় করিয়ে দেব দারুণ কিছু ইউটিউভ চ্যানেলের সাথে যেগুলোর মাধ্যমে আপনি ঘরে বসেই শিখতে পারবেন ওয়েব ডিজাইন এবং ওয়েব সাইট ডেভেলপমেন্ট। চলুন শুরু করা যাক।

শুরুর কথা

বর্তমানে যারা ফ্রিল্যান্সার হতে চান বা যারা নিজের ক্যারিয়ার হিসাবে ফ্রিল্যান্সিংকে ঠিক করে রেখেছেন তাদের জন্য অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। বর্তমানে অনলাইন মার্কেটপ্লেস গুলোতে এর দারুণ চাহিদা রয়েছে, একবার সেখানে জায়গা করে নিতে পারলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না।

অনলাইনে ওয়েব ডেভেলপমেন্ট শেখার অনেক পথ আছে যেমন, টিউটোরিয়াল, ব্লগ ইত্যাদি। বিভিন্ন পথ থাকলেও সবচেয়ে কার্যকরী হচ্ছে ভিডিও টিউটোরিয়াল বা ইউটিউব। এমন অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট এর সাথে সাথে আরও অনেক বিষয়ে পারদর্শী করে তুলতে পারে।

আপনি যদি অনলাইনে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনার জন্যই আজকের এই টিউন। আজকে আমি এমন ১৫ টি সেরা ইউটিউব চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি ঘরে বসেই শিখতে পারবেন, ওয়েব ডিজাইন।

১. DesignCourse

Gary Simon এর Design চ্যানেল, এই DesignCourse চ্যানেলটির রয়েছে প্রায়  ৫ লাখের বেশি সাবস্ক্রাইবার। Simon এর ওয়েব ডেভেলপমেন্ট এর ২০ বছরের অভিজ্ঞতা আপনাকে অভিজ্ঞ করে তুলতে পারে এই ওয়েব ডেভেলপমেন্ট এ।

Gary Simon বড় বড় ডিজাইন ইডাস্ট্রি যেমন, Envato and Lynda তেও কাজ করার অভিজ্ঞতা আছে।

এই DesignCourse চ্যানেলের অধিকাংশ ভিডিও কোডিং এর উপরে হলেও UI ডিজাইনের উপরেও অনেক ভিডিও আছে। প্রাথমিকভাবে শুরু করতে চাইলে এই চ্যানেলের মাধ্যমে শুরু করতে পারেন।

২. Will Paterson

বর্তমানে অধিকাংশ লোক লোগো ডিজাইনের উপর বেশি আগ্রহী আর পিটারসন তার বেশিরভাগ ভিডিও বানিয়েছেন লোগো ডিজাইনের উপর।

লোগো ডিজাইনের পাশাপাশি এই Will Paterson ইউটিউব চ্যানেলে আরও ভাল মানের কিছু ভিডিও পাবেন যার মাধ্যমে আপনি অনলাইন বিজনেস এবং ফ্রিল্যান্সিং নিয়েও ধারনা পাবেন।

আপনি চ্যানেলটির মাধ্যমে প্রফেশনাল মানের লোগো বানানো শিখতে পারবেন। এখানে ভিডিও গুলো সুন্দর করে সাজানো আছে যার মাধ্যমে যেকেউ লোগো ডিজাইন শিখতে পারবেন।

৩. Learn Code Academy

এই Learn Code Academy চ্যানেলটিতে বেশিভাগ কোডিং এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর বেশি সাবস্ক্রাইবারের এই চ্যানেল থেকে আপনি কোডিং এ এক্সপার্ট হতে পারবেন। এখন রেগুলার আপডেট না হলেও এক বছর আগের ভিডিও গুলো আপনাকে চমৎকার ভাবে কোডিং শেখানোর জন্য যথেষ্ট।

আপনি এখানে HTML এবং CSS এর উপর দারুণ কিছু ভিডিও পাবেন যা নতুনদের জন্য বানানো। এ ছাড়াও এখানে এডভান্স লেভেলের ও কোডিং আছে যেমন রেসপন্সিভ ডিজাইন।

৪. Derek Banas

অন্যান্য ইউটিউব চ্যানেলের থেকে Derek Banas অনেক বেশি টপিকের উপর ভিডিও বানায়। এখানে আপনি ওয়েবসাইট কোডিং, ভিডিও গেম বানানো, ইলেস্ট্রেশন বানানো সহ আরও অনেক কিছু শিখতে পারবেন।

এখানে সাবস্ক্রাইবারদের রিকুয়েস্ট এর উপর ভিত্তি করে ভিডিও বানানো হয়। এত গুলো সাবস্ক্রাইবারের রিকুয়েস্টের অনেক ভিডিও পেয়ে যাবেন আশাকরি।

আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট এর উপর কিছু শিখতে চন তাহলে Derek Banas  এর এই ভিডিও গুলো আপনাকে সাহায্য করবে।

৫. Charli Marie TV

Charli Marie TV,  এটি মূলত লন্ডন ভিত্তিক একটি ওয়েব গ্রাফিক ডিজাইন ইউটিউব চ্যানেল। এখানকার বেশির ভাগ ভিডিও ওয়েব ডিজাইনে উপর বানানো।

নতুন যারা ডিজাইন শিখতে চান তাদের জন্য এই সিরিজ গুলো অনেক উপকারী হবে বলে আশা করছি।

Charli Marie TV এ আপনি ডিজাইনের পাশাপাশি ব্যবসায় রিলেটেড বিভিন্ন ভিডিও পাবেন যার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং জ্ঞান আরও বৃদ্ধি পাবে।

৬. Jessie Showalter

Jessie Showalter চ্যানেলটি মোটামুটি নতুন হলেও এটি খুবই একটিভ একটি চ্যানেল। গত বছর এটির ৭০+ ভিডিও পাবলিশ হয়েছে। তার বেশির ভাগ ভিডিও ওয়েব ডিজাইনের উপর বানানো। ভিডিও গুলোতে CSS, user interface design, layouts, typography, বিষয় গুলো দেখানো হয়।

Jessie Showalter এই চ্যানেলটিতে ওয়েবসাইট ডিজাইনের পাশাপাশি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পাবেন। যার মধ্যমে আপনার অভিজ্ঞতা বাড়াতে পারবেন।

৭. Brad Hussey

প্রায় ৫৪০০০ সাবস্ক্রাইবারের এই Brad Hussey চ্যানেলে পেয়ে যাবে কোডিং নিয়ে নানা ধরনের ভিডিও। আপনি যদি ফ্রিলেন্সিং কে পেশা হিসাবে নিতে চান এবং বিজনেস বাড়াতে চান তাহলে আপনার জন্য এটি চমৎকার একটি চ্যানেল।

Brad Hussey খুবই মাজার মানুষ, আপনি এখান থেকে শিখতে পারবেন কিভাবে একজন ক্লাইন্টকে কনভেন্স করবেন, দরদাম করবেন ইত্যাদি।

৮. InVision

৬১, ০০০ সাবস্ক্রাইবারে এই InVision চ্যালেনে অনেক ভাল মানের ওয়েব এবং ফোন ডিজাইনে ভিডিও রয়েছে। InVision চ্যালেনটিতে আরো পাবেন বিভিন্ন ডিজাইনারদের অভিজ্ঞতা নিয়ে ভিডিও যেগুলো আপনাকে তাদের অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিক্ষা দেবে।

InVision চ্যালেনটিতে টিউটোরিয়াল ভিডিও কম থাকলেও কথোপকথন এবং অভিজ্ঞতার আলোকে নতুন অনেক কিছু শিখতে পারবেন।

৯. Stefan Mischook

Stefan Mischook ওয়েবসাইট নিয়ে কাজ করেন ১৯৯৪ সাল থেকে যা তাকে এই ইন্ডাস্ট্রিতে ২৫ বছরের অভিজ্ঞতা দিয়েছে একই সাথে ডিজাইন এবং প্রোগ্রামিং নিয়ে শেখাচ্ছেন আজ প্রায় ১০ বছর ধরে।

এই Stefan Mischook চ্যানেলে আপনি সব ধরনের ভিডিও পেয়ে যাবেন যেগুলো কোডিং, ওয়েব ডিজাইন এবং এই ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতার আলোকে বানানো। জানতে পারবেন ফ্রিল্যান্সিং নিয়ে বিভিন্ন অভিজ্ঞতার কথা।

১০. HowCode.org

ফ্রি কোডিং টিউটোরিয়ালের জন্য চমৎকার রিসোর্স হচ্ছে এই HowCode.org ইউটিউব চ্যানেলটি। নতুন যারা শিখতে চান তাদের জন্য একদম উপযুক্ত একটি চ্যানেল হচ্ছে HowCode.org

এখানে আপনি PHP, Javascript, Python এর উপর ভিডিও পাবেন। ৪৯ পার্টের একেকটা সিরিজ আপনাকে পুরো একটা কোডিং সম্পর্কে ধারনা দেবে।

নতুন নতুন সব স্কিল শিখতে এই HowCode.org চ্যানেল আপনাকে দারুণ ভাবে সহায়তা করবে বলে আশা করছি।

১১. DevTips

DevTips এই ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে শো আকারে ভিডিও প্রকাশিত হয়। তারা ঘন ঘন ভিডিও আপলোড না করলেও কোডিং বিষয়ক সকল ভিডিও আপলোড করে।

প্রায় সাড়ে ৩ লাখের সাবস্ক্রাইবারের এই DevTips ইউটিউব চ্যানেলে এর মাধ্যমে আপনি একই সাথে  JavaScript, web fonts, CSS, Adobe XD, jQuery, বিষয় গুলোও শিখতে পারবেন।

১২. Maex

এটি Maex এই ইউটিউব চ্যানেলটি আপনাকে Sketch, Adobe XD, InVision, Marvel & Principle এর টিউটোরিয়াল অফার করবে।

Maex এর সম্প্রতি ভিডিও গুলো ওয়েব সহ বিভিন্ন ডিজাইন নিয়ে এবং আগের গুলো ফ্রিল্যান্সিং নিয়ে করা।

১৩. Flux

১ লাখের বেশি এ Flux এই ইউটিউব চ্যানেলের ডিজাইনাররা  তৈরি করেছে কিছু চমৎকার ভিডিও। এই চ্যানেলটিতে আপনি পাবেন UI design, logo design, freelancing  নিয়ে দারুণ কিছু ভিডিও।

Flux খুবই এক্টিভ একটি চ্যানেল, গত মাসে এটি ২০ টিরও বেশি ভিডিও প্রকাশ করেছ।

১৪. LevelUp Tutorials

৩ লাখের ও অধিক সাবস্ক্রাইবারের এই LevelUp Tutorials  চ্যানেলটিতে শখানেক ভিডিও আছে HTML, CSS, JavaScript, WordPress, Magento, Drupal, এর উপর।

LevelUp Tutorials  এখানে আপনি জনপ্রিয় কিছু এপ এর উপরেও ভিডিও পাবেন।

১৫. Quentin Watt Tutorials

Quentin Watt Tutorials একটি আফ্রিকার চ্যানেল এখানে আপনি ওয়েব ডিজাইনের উপর দারুণ দারুণ সব ভিডিও পেয়ে যাবেন

এখানে HTML5, CSS3 আরো কোডিং এর উপর ভিডিও পাবেন।

Quentin Watt Tutorials চ্যানেলটির দারুণ কিছু সিরিজ আপনাকে শেখাবে কিভাবে নিজে একটি চমৎকার ই-কমার্স সাইট বানিয়ে নেবেন।

শেষ কথা

অনেক বাছাই করা এই চ্যানেল গুলো আপনি ফলো করলে আশা করা যায় ভাল কিছু করতে পারবেন। প্রতিটি চ্যানেলের বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছি আপনিই ঠিক করে নিন কোন চ্যানেল থেকে কোন টপিক শিখবেন।

কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন এবং জানান আপনার কাছে কেমন লেগেছে চ্যানেল গুলো।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস