সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রিভিউ। এখানে আমি আমার মত করে রিভিউ দিচ্ছি। কাস্টমা বা ক্রেতার পছন্দ অপছন্দ থাকতেই পারে। নিজের পছন্দ কে প্রাধান্য দিয়ে ফোন কিনুন।
চলুন তাহলে শুরু করে দেওয়া যাক।
প্রথমে Galaxy A01 এর ডিসপ্লে নিয়ে আলোচনা করবো।
Display | |
---|---|
Size | 5.7 inches |
Resolution | HD+ 720 x 1520 pixels (301 ppi) |
Technology | PLS TFT Touchscreen |
Protection | ✖ |
Features | Multitouch |
দাম হিসেবে ডিসপ্লেটা মাশাল্লাহ খারাপ দেয়নি। ৫ দশকিম ৭ ইঞ্চি মাপের অনেক বড় একটা ডিসপ্লে দিয়েছে।
যার সাথে থাকছে হাই- ডেফিনেশন ৭২০*১৫২০ পিক্সেল যুক্ত ডিসপ্লে আরো থাকছে ৩০১ পিপিআই।
চলুন এবার ক্যামেরার দিকে মনোনিবেশ করা যাক।
বরাবরের মত এবারেও ক্যামেরা নিয়ে স্যামসাং এর কোনো ত্রুটি নেই। তবে. তবে কি? তবে কিছুই না। চলুন নিচের বক্স থেকে দেখে নেওয়া যাক।
Back Camera | |
---|---|
Resolution | Dual 13+2 Megapixel |
Features | Autofocus, wide, depth sensor, LED flash & more |
Video Recording | Full HD (1080p) |
Front Camera | |
Resolution | 5 Megapixel |
Features | F/2.2, 1/5″, 1.12µm |
Video Recording |
পেছনে থাকছে ১৩ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল সমৃদ্ধ অটো ফোকাস ক্যামেরা। ২ মেগাপিক্সেল এর যেটা অইটা আপনাকে ডেপথ স্যান্সর সুবিধা পেতে সাহায্য করবে। যাতে করে আপনার ইমেইজটাকে আরো প্রাঞ্জল মনে হয়।
ফুল এইচডি ১০৮০ পিডিও রেকর্ডিং তো থাকছেই।
তবে সামনের ক্যামেরা নিয়ে আমার একটু কথা আছে। এখানে ৫ মেগাপিক্সেল এর চাইতে আর একটু বেশি করে দিতে পারতো। তবে খুব একটা সমস্যা নেই। এই দামে বেশ ভালো একটা ক্যামেরা দিয়েছে।
রিলিজ করা হয়েছেঃ | ফেব্রুয়ারী ২০২০ |
কালার | ব্ল্যাক, ব্লু, রেড। |
কানেক্টিভিটি | |
---|---|
নেটওয়ার্ক | ২জি, ৩জি, ৪জি সাপোর্ট করবে। |
সিম স্লোট | দুইটা সিম সাপোর্ট করবে তবে দুইটাই ন্যানো সিম। |
ডব্লিউ ল্যান | ওয়াই-ফাই ডিরেক্ট, ওয়াই-ফাই হটস্পট |
ব্লুটুথ | ভি ৪.২, A2DP, LE |
GPS | ✅ A-GPS, GLONASS, BDS, Galileo |
Radio | এফ এম রেডিও সাপোর্টেড |
USB | ভি 2.0 |
OTG | হ্যাঁ, সাপোর্টেড |
USB Type-C | সরি। ইউএসবি টাইপ সি সাপোর্ট করে না। |
Body | |
Style | Minimal Notch |
Material | Glass front, plastic body |
Water Resistance | ✖ |
Dimensions | 146.2 x 70.9 x 8.3 millimeters |
Weight | 149 grams |
Battery | |
---|---|
Type and Capacity | Lithium-ion 3000 mAh (non-removable) |
Fast Charging | ✖ |
Performance | |
Operating System | Android 10 (One UI 2) |
Chipset | Qualcomm Snapdragon 439 (12 nm) |
RAM | 2 GB |
Processor | Octa-core, up to 1.95 GHz |
GPU | Adreno 505 |
Storage | |
ROM | 16 GB (eMMC 5.1) |
MicroSD Slot | ✅ Dedicated slot |
Sound | |
3.5mm Jack | ✅ |
Features | Loudspeaker |
Security | |
Fingerprint | ✖ |
Face Unlock | ✅ |
Others | |
Notification Light | |
Sensors | Accelerometer, Proximity |
Manufactured by | Samsung |
Made in | |
Sar Value |
স্যামসাং গ্যালাক্সি এ01 5.7 ইঞ্চি এইচডি + স্ক্রিন রয়েছে। ফোনটিতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, ডিপ সেন্সর ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ডুয়াল 13 + 2 এমপির ক্যামেরা সংযুক্ত। সামনের ক্যামেরাটি 5 এমপির। গ্যালাক্সি এ0১ 3000 এমএএইচ ব্যাটারি সহ দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে। এতে 2 জিবি র্যাম রয়েছে, 1.95 গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং অ্যাড্রেনো 505 জিপিইউ রয়েছে, যেটা গেমিং এর জন্য মোটামুটি ভালো একটা পার্ফম্যান্স পাওয়া যেতে পারে। এটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 (12 এনএম) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 16 গিগাবাইট ইন্টার্নাল স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট এর সুবিধা থাকছে। তবে একটা খারাপ ব্যাপার এই ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই।
Related: হোম কোয়ারান্টাইনে থাকার জন্য যেসব প্রিমিয়াম পিসি গেম গুলো ফ্রিতে দেয়া হচ্ছে
প্রথম প্রকাশিতঃ মামুন্স ব্লগে
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}