সিম্ফনি নিয়ে আসেছে তাদের নতুন স্মার্টফোন সিম্ফনি জেড 50 (Symphony Z50)। বাংলাদেশে সিম্ফনি জেড 50 এর দাম 10990 টাকা নির্ধারন করা হয়েছে। এটি 2020 সালে মার্চে উনমুক্ত করা হয়েছে। জেড 50 স্মার্টফোনটি 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে (IPS LCD capacitive touchscreen display) এবং রেজোলিউশন 720 x 1600 পিক্সেল (এইচডি +) নিয়ে আসেছে গ্রাহকদের জন্য। এটিটে অ্যান্ড্রয়েড পাই 9.0 ব্যবহার করা হয়েছে, এই স্মার্টফোনটিতে কোয়াড কোর 1.6 গিগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এই সিম্ফনি ফোনটি হেলিও পি 25 (এমটি 6757) (Helio P25 - MT6757) চিপসেটটি ব্যবহার করা হয়েছে। আপনি এই স্মার্টফোনটিতে পাবেন 4 জিবি র্যাম এবং 64 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। তাছাড়া আপনি চাইলে 128 গিগাবাইট পর্যন্ত এক্সটানাল মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটিতে প্রাইমারি ক্যামেরা রয়েছে মোট ৩টি 13MP + 2MP টেলিফটো + 2MP ডেপথ সেন্সিং, সিম্ফনির দাম অনুযাই ক্যামেরা ঠিকই রেখেছে। ব্যবহারকারীদের জন্য আরো থাকছে 4000 mAh এর ব্যাটারি, যেটা বর্তমান সময়ের মানুষ এর জন্য ঠিক ঠাক হবার কথা।
যারা এরকম বাজেটে ৪-৬৪ ডিভাইস খুঁজছেন তাদের অবশ্যই পছন্দ হবার কথা এই স্মার্টফোনটি। আবার ভিডিও এবং গেমস এক্সপ্রেরিয়েন্স এর বড় ডিসপ্লে ও Incell Water Drop Notch প্রযুক্তি মিলিয়ে বেশ চমৎকার হবে আশা করা যায়।
আমি সুমন আহমেদ। CEO, MobileFactBD.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।