বাজেটে সেরা আইটেল ভিশন ১ স্মার্টফোন রিভিও

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহ্‌তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাজেটে সেরা আইটেল ভিশন ১ স্মার্টফোন এর সম্পূর্ণ রিভিউ।

আইটেল এর প্রতিটি ফোনই সেরাফোন বলে আমি মনে করি, কারন এতো কম টাকায় অনেক ভালো ফোন গুলো গ্রাহকের হাতে তুলে দিতে তারা সক্ষম হয়েছে বলে আমি মনে করি। তাই আমার চোখে আইটেল সেরাব্যান্ড গুলোর মধ্যে একটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি।

যা যা থাকছে আমার এই আলোচনায়।

  • নেটওয়ার্ক
  • ডিসপ্লে
  • ব্যাটারী
  • ক্যামেরা
  • র‍্যাম / রোম
  • অন্যান্য

নেটওয়ার্ক

আইটেল ভিসন ১ স্মার্টফোনটিতে আপনি পাচ্ছেন ৪জি (LTE unspecified) ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং সাথে তো ৩জি (HSDPA 850 / 900 / 2100) এবং ২জি (GSM 850 / 900 / 1800 / 1900 - SIM 1 & SIM 2) নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা।

ডিসপ্লে

এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.09 ইঞ্চি আইপিএস এলসিডি (IPS LCD capacitive touchscreen, 16M colors) ডিসপ্লে যা ব্যবহারকারীদের ভিডিও দেখা বা গেমস খেলায় দেবে অধিক আনন্দ।

ব্যাটারী

এখন আসি এই ফোনটির ব্যাটারী ব্যপারে কথা বলতে, এই ফোনটির ব্যাটারী দিক দিয়ে খুবি শক্তিশালী কারন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে নন রিমুভাল ৪000mAh ব্যাটারী (4000mAh Non-Removable battery) তাহলে এবার বুঝতেই পারছেন কেনো এটিকে শক্তিশালী বললাম।

ক্যামেরা

Itel Vision 1 Cameras

আইটেল ভিশন ১ ক্যামেরাটি একটি ডুয়াল-মডিউল সিস্টেম যা ৮ এমপি প্রশস্ত সেন্সর,  0.0৮ এমপি। এর উপরে আপনার শটগুলির গভীরতা নিরীক্ষণ করার জন্য একটি 3 ডি ফ্লাইটের সময় (টোএফ) সেন্সর রয়েছে।
এটি আধুনিক ফ্ল্যাগশিপ ফোনগুলিতে আমরা দেখেছি এমন অনেকগুলি ক্যামেরা সিস্টেমের অনুরূপ
এবং আমাদের সীমিত পরীক্ষায় এটি একটি ভাল আলোকিত পরিবেশে এর সাথে সম্পাদন করেছে বলে মনে হয়।

র‍্যাম / রোম
এই স্মার্টফোনটিতে ৩২ গিগাবাইটের ইন্টারনাল মেমোরি রয়েছে, আপনি চাইলে এটিতে ২৫৬ গিগাবাইটের মেমোরি ব্যবহার করতে পারবেন। এটিতে ২ জিবি র‌্যাম রয়েছে যা যে কোনও সফ্টওয়্যার খুব ভালভাবে চালাতে পারে এবং যে কোনও গেমস জামেলা ছাড়াই চলাতে পারবেন।

এই স্মার্টফোনটির ফুল তথ্য জানতে এই লিংকে চাপুন

 

ধন্যবাদ আপনাকে আমার টিউন'টি পরার জন্য, এই টিউন'টি কেমন লাগলো তা আবশই আপনার মূল্যবান মতামত'টি জানাবেন।

Level 0

আমি সুমন আহমেদ। CEO, MobileFactBD.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস