রমজানুল মোবারক কোরআনে শব্দ খোঁজার জন্য ব্যবহার করুন “জিকর” নামে অসাধরন সফটওয়্যার সাথে রয়েছে বিখ্যাত ক্বারীগণের তিলাওয়াত শোনা ও নিজে তিলাওয়াত করার ব্যবস্থা

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

কুরআনে কোন কথাটি রয়েছে, কোনটি নেই, কোন আয়াত কত নং সূরার, তা একজন কুরআন বিশ্লেষক মুমীনের জানা খুব জরুরী। আজ

আপনাদের পরিচয় করিয়ে দেব “জিকর” নামের একটি সফটওয়্যারের সাথে যেটি নিমিষেই জানিয়ে দেবে আপনার কাঙ্খিত শব্দটি। সফটওয়্যারটিতে বাংলায় সার্চ করার সুযোগ রয়েছে।

টিউটোরিয়াল

১. প্রথমে এই লিংক থেকে ৭.৭ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। (এটি একটি ফ্রিওয়্যার তাই সিরিয়ালের দরকার নেই)

২. এই লিংক এ ক্লিক করেবাংলা অনুবাদের ফাইলটি (muhiuddinkhan.trans.zip) সরাসরি ডাউনলোড করুন। তর্জমাটি মাওলানা মুহিউদ্দীন খানের করা, যিনি মারেফুল কোরআন (বাদশাহ-ফাহাদের পৃষ্ঠপোষকতায় সৌদি সরকার কর্তৃক হাজীদের সরবরাহকৃত বিখ্যাত তাফসির) এর অনুবাদক। কেউ অন্য ভাষার তর্জমা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।

ছবি - Shutter Stock

৩. আপনার পিসিতে সোলায়মান লিপি বা যেকোন ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল থাকতে হবে। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর কন্ট্রোল প্যানেলথেকে ফন্ট ফোল্ডারে পেস্ট করুন।

[সফটওয়্যারটি চালাতে জাভা রানটাইম ইনভায়রমেন্ট দরকার, যদি পিসিতে না থেকে থাকে তবে এখান থেকে জাভা ডাউনলোড করে ইন্সটল করে নিন]

৪. এবার সফটওয়্যারটি চালু করে নিচের স্ক্রিণশট অনুসরণ করুন। প্রথমে Tools>Add>Translation এ ক্লিক করুন।

৫. বাংলা অনুবাদের muhiuddinkhan.trans.zip ফাইলটি হার্ডডিস্ক থেকে সিলেক্ট করে Open এ ক্লিক করুন।

৬. Me only রেডিও বাটনে টিক দিয়ে OK করুন।

৭. কনর্ফামেশন মেসেজ আসবে OK করুন।

৮. এবার View > Translation > [bn] মাওলানা মুহিউদ্দীন খান এ ক্লিক করুন। বাংলা আসবে।

পর্দায় যে বাংলা দেখা যাচ্ছে তা ক্রিস্টাল ক্লিয়ার নয়। আমরা এখন সোলায়মান লিপি ফন্ট সিলেক্ট করবো যাতে ঝকঝকে বাংলা পেতে পারি। এজন্য-

৯. Tools থেকে Options এ ক্লিক করুন। এখান থেকে View এ ক্লিক করুন, নিচের স্ক্রিণশটের মত পাবেন-

১০. trans_bn_fontName এর ঘরে SolaimanLipi টাইপ করুন, তারপর একটি কমা (, ) দিন যেমন স্ক্রিণশটে দেখানো হয়েছে। Apply করে OK করুন। পেয়ে গেলেন ক্রিস্টাল বাংলা!

সার্চ করার কৌশল

ধরুন আপনি কোরআন শরীফের “তওবা” শব্দটি কোথায় আছে জানতে চাইছেন। তাহলে বামদিকের Search বা Advanced বক্স থেকে বাংলায় টাইপ করুন তওবা তারপর Search বাটনে ক্লিক করুন।

দেখুন তওবা সম্পর্কিত সকল তথ্য এসে গেছে আয়াত নং সহ!

কেউ যদি অনলাইনে তেলাওয়াত শুনতে চান তবে- Audio > Recitation থেকে ক্বারীর নাম সিলেক্ট করুন (আপনার ইন্টারনেট সংযোগ কত গতির সে অনুসারে সিলেক্ট করে নেবনে)

যারা অফলাইনে শুনতে চান, তারা পুরো অডিও (Recitation) প্যাকেজটি ডাউনলোড করে নিন এখানথেকে

-

ভালো থাকুন, সুস্থ থাকুন।

- নেট মাস্টার।
Author: http://www.dr.tanzil.com

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর এই টিউনটির জন্য ধন্যবাদ নেট মাস্টার ভাই।

    ধন্যবাদ শফিউল ভাই 🙂

    Level 0

    আমার মত এ টেঁকটিউন্স এ "ইসলাম ও বিজ্ঞান " শীর্ষক একটি বিভাগ খোলা হোক।

অসম্ভব ভাল একটা টিউন ।
প্রিয়তে ।
অফপিক : চুল ব্যাথার কি কোন ওষুধ আছে ?

    ধন্যবাদ স্যার! 🙂
    চুল ব্যাথা হতে পারে, দীর্ঘক্ষণ মাথায় টুপি, হ্যাট,, হেলমেট ইত্যাদি ব্যবহারের শুরুতে।
    পেইন কিলারে কাজ হয়, তবে এই সামান্য কারণে পেইন কিলারের মত ক্ষতিকর ওষুধের ব্যবহার লজিক্যাল নয়।
    আপনি গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে মাথার তালুতে ঘষতে থাকুন, ও ম্যাসেজ করুন। উপকার পাবেন।

    মাথার তালুতে ব্রণ বা অন্যকোনো সংক্রমণ হয়েছে কি না, চেক করে দেখবেন (যদি দীর্ঘদিন ধরে এই সমস্যার হিস্ট্রি থাকে)

    অনেক ধন্যবাদ ।
    আসলেই কি চুলে ব্যথা হয় ? না মাথার তালুতে হয় ?

    চুলের ভেতরে কোন নার্ভ নেই, এখানে ব্যাথা হয়না। ব্যাথাটা তালুতেই হয়, চুলের গোড়ায়, যেখানে নার্ভ রয়েছে।

Level 0

অসাধারন, অসাধারন, অসাধারন । এডমিনকে অনুরোধ; এই টিউনটি, অন্তত অল্প সময়ের জন্য হলেও মনোনিত হোক ।

    অসংখ্য ধন্যবাদ ট্রিপল এ! 🙂

    Level 0

    নেট মাস্টার ভাই, আপনি Tune টা একটু Update করেন । Softwareটা use করে দেখলাম, এতে আরো অনেক কিছুই আছে যা আমি এতদিন খুজছিলাম । Audio lesson, slow / fast; বাংলা তরজমা ইত্যাদি সহ আরো অনেক সুবিধা আছে । আপনি শিরনামটা এমনভাবে Modify করেন যেন বেশ কয়কটি Feature শিরনাম দেখেই বোঝা যায় আর ঐ সমস্ত Feature এর সামান্য একটা দুইটা উল্লেখ করে Screen shot দিয়ে দিয়েন । আচ্ছা; Tune টা অনেক পেছনে পড়ে গেছে । একটু আগায়া আনার ব্যাবস্থা করেন ।

    আপনি অনেক বড় সওয়াবের কাজ করলেনরে ভাই । আল্লাহ আপনার সঙ্গল করুক । আমারতো ঢাকায় আসার পর কোরআন শরীফ পড়াই হত না, এখন শুধু পড়াই নয় আরো অনেক গবেষনাও হবে ।

    ধন্যবাদ ভাই, আপনার অনুরোধ অনুসারে পরিবর্তন আনা হল।
    টিউনটি সামনে রাখার একমাত্র উপায় স্টিকি করা বা নির্বাচিত টিউন হিসেবে মনোনায়ন করা। আপনার যদি মনেহয় এটি নির্বাচিত বা স্টিকি হবার যোগ্যতা রাখে তাহলে টেকটিউনস ডেস্ক বা [email protected] ইমেইল ঠিকানায় মডারেটরদের অনুরোধ জানাতে পারেন।

    টাইটেল এডিট করার পর টিউনটি কতবার দেখা হয়েছে তার সংখ্যা রিসেট হয়ে গেল মনে হচ্ছে!
    নতুন করে 0 থেকে শুরু হল আবার!!

    Level 0

    কথা রাখর জন্য ধন্যবাদ । এডমিনকে mail করছি, কিন্তু counter reset হইল কেন ?

    @Triple A: কেন দীর্ঘ সময়ের জন্য নয় ভাই? অন্ততঃ রমজান মাসটা এটা নিরবাচিত হয়ে থাক।

অসাধারণ আল্লাহ আপনার হেদায়ত করবেন,ধন্যবাদ

Level 0

Thank U very much bro.
May bless U and all the Muslim people in the world.

Level 0

valo laglo

প্রিয় তে রাখলাম ।

আপনাকে অশেষ ধন্যবাদ। চমৎকার এই সফটিটির জন্য আপনার প্রতি দোয়া রইল।

অসাধারণ, এটি আমার ইসলামিক ব্লগে আরটিকেল লেখার সময়, কোর আনের আয়াত খুজতে সহায়তা করবে… ধন্যবাদ…

এখানে <a href="http://yousufsultan.com/posts/zekr-powerful-quran-software-and-its-bengali-extension-installation-and-usage/"&gt; আরো কিছু স্ক্রিণশট পাবেন

thank you !
Allah apnake er protidaan daan korun !
Ameen

অন্তরের অন্তস্থল হতে আপনার জন্য শুভ কামনা রইল। আল্লাহ আপনাকে এর উপযুক্ত বদলা দিবেন।

    অসংখ্য ধন্যবাদ প্রচেষ্ঠা, আপনার সুন্দর কমেন্টের জন্য 🙂

ভাই নেট মাষ্টার আপনার এ টিউনটি আমি কপি করে http://www.eliasahmed.com/ এখানে দিতে চাই, যদি আপনি অনুমতি প্রদান করেন। ধন্যবাদ !

    অবশ্যই 🙂
    নির্ভয়ে ছড়িয়ে দিন, প্রত্যেকটি ব্লগে ব্লগে! 🙂 🙂

অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে এত সুন্দর একটি টিউন করার জন্য।
আল্লাহ আপনার হায়াত দারাজ করুন।

    আচ্ছা ভাই আপনার খোজে কি আরবী লেখার সফট্ওয়ার (জের যবর পেশও যাতে লেখা যায়) আছে?
    থাকলে জানাবেন আমার খুব দরকার।

    সাইফুল ইসলাম ভাই, দেখুন এটায় আপনার কাজ চলে কি না।
    http://www.mediafire.com/?6ax930v6crsjk18

    ধন্যবাদ সাইফুল ভাইয়া! 🙂
    আরবি লেখার ‍উপর টিউনার প্রচেষ্ঠার দেয়া লিংকটি ট্রাই করতে পারো। 🙂
    আমার সঠিক জানা নেই।

ভালো জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে কমেন্ট করার জন্যে 🙂

ভাল জিনশ…………প্রিয়তে রাখলাম। আপনাকে অনেক ধন্যবাদ

ধন্যবাদ। অনেক সুন্দর টিউন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

Level 2

ডাউন লোড করলাম, প্রিয়তে রাখলাম, শুকরিয়া।

ধন্যবাদ। খুব ভালো ইসলামিক সফটওয়্যার। আমার কাছে এটা আছে। আমার কাছে একে সেরা মনে হয়।

    জেনে ভালো লাগলো আপনি এটি ব্যবহার করেন। 🙂
    কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂

Level 0

khub valo kajer jinis dilen. allah apnar mongol koruk.ধন্যবাদ।

শেয়ার কারার জন্য ধ্যবাদ।
এটা কি উইন্ডজ ৭ এ চলবে?
আমার কাছে কোরআন এর আরো কয়েকটা সফটওয়ার আছে যেগুলো এক্সপিতে চলে কিন্তু ৭ এ চলে না।

    চলবে মানে, দৌড়াবে! 🙂
    আমি তো উইন্ডোজ 7 এই ব্যবহার করছি (উপরের স্ক্রিণশটগুলো সব Win 7 এর।
    কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂

Level 0

বাংলা অনুবাদের ফাইলটি ডাউনলোড করতে পারছিনা। ডাউনলোড হচ্ছে কিন্তু সবকিছু unknown দেখাচ্ছে। অনেকক্ষণ দিয়েছি এখনও ১% হয়নি। কি করব?

    Level 0

    এবং ৭.৭ মেগাবাইটের সফটওয়্যারটি কাজ করছে না। পরামর্শ দিলে খুশি হব।

    Unknown দেখাচ্ছে মানে? আপনি স্ক্রিণ শট দিয়ে দিলে আপনার সমস্যাটির সমাধান করে দেয়া সম্ভব ইনশাল্লাহ। আপনার সমস্যাটি বুঝতে পারলাম না।

Level 0

thanks for selection

আল্লাহ্‌র কাছে আপনার জন্য দোয়া করি আপই যেন অনেক দিন বেচে থাকেন। অসাধারণ সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিলেন ভাই।

ধন্যবাদ ভাইজান।

oh , I am so happy this tune is at the top ! 🙂

আসসালামু আলাইকুম, টিউনটি খুব-ই ভাল হয়েছে !! সুন্দর টিউনের জন্য আপনাকে ধন্যবাদ ।

    ওয়ালাইকুমুস সালাম! কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই 🙂

টিউনটি দেয়ার জন্য অনেক ধন্যবাদ. এরকম টিউন মাঝে মাঝে এলে টেকটিউন এর মান বাড়ে.

    সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাই! 🙂

অবশ্যই আল্লাহ এর প্রতিদান দিবেন।

    অসংখ্য ধন্যবাদ জোবায়ের ভাইয়া! 🙂
    পরীক্ষা কেমন হল?

Level 0

এইবার একটা ভাল কাজ হইছে

    আপনার মেইলে কাজ হওয়ায় প্রানঢালা অভিনন্দন গ্রহণ করুন! 🙂 🙂

    Level 0

    প্রান ভরে অভিনন্দন গ্রহন করলাম ও আপনাকেও দিলাম।

    অসংখ্য ধন্যবাদ! 🙂 🙂

Level 0

ভাই, আমি Zekr software ইন্সটল করলাম। কিন্তু Run হচ্ছেনা। একটা error msg দিচ্ছে। তাতে লিখা Failed to find java vm. ভাই, একটু help করলে ক্রিতজ্ঞ হব। অসাধারন টিউন করার জন্য ধন্নবাদ।

    Level 0

    ভাই, আপনার PC তে java install করা নেই। এই link থেকে java install করে নেন। http://www.java.com/en/

    উপরের লিংক থেকে 16 MB Java ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করুন, ইনশাআল্লাহ্ আর সমস্যা করবে না।

    আশা করছি ট্রিপল এ ও ঢাকার যানযট ভাইয়ের দেখানো পথে সমাধান করতে পেরেছেন 🙂

    Level 0

    ভাই,আমার সমস্যা সমাধান হইয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে যেন এইভাবে উত্তম কাজ করার তওফিক দান করেন এবং উত্তম উত্তম প্রতিদান দান করেন। আমীন……..

ধন্যবাদ এরকম একটা সুন্দর পোস্ট করার জন্য্।

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ একরামুল ভাই, কমেন্টের জন্য 🙂

Level New

Congratulations to the tuner !!! For giving the best tune…of Techtunes.

ভাই আপনি ভাল টিউন করছেন.তবে এই রকম টিউন আমি অনেক আগেই দেকছি,সাইটি দেকতে হেল,http://www.rongmohol.com/topic16414.html/

    ধন্যবাদ! আমার সবগুলো টিউন মৌলিক, এই টিউনটিও। টিউনটি করা হয়েছে 20 এপ্রিল প্রায় 1 মাস আগে, এরপর অনেকেই আমার অনুমতি সাপেক্ষে হুবহু/কিছু পরিবর্তন এন তাদের ব্লগে কপি পেস্ট করেছ যেমন আপনার দেয়া লিংকের পোষ্টটি করা হয়েছে Thursday, এপ্রিল ২১, ২০১১ 10:26 PM। তাই অন্য পোস্টগুলো 20 এপ্রিলের আগে কি না তা যাচাই করে দেখবেন। 🙂

ধন্যবাদ। খুবই কাজে লাগবে।

নেট ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনি আমাদের পবিত্র কোরআন কে হাতের মোটে এনে দিলেন,

    কমেন্টের জন্য ধন্যবাদ শাহেদ ভাই 🙂
    কুরআনের সাথেই থাকুন! 🙂

ধন্যবাদ এরকম একটা সুন্দর পোস্ট করার জন্য্

    কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিলাল ভাই 🙂

আসসালামুয়ালাইকুম

আমি নতুন এখানে। এখনো কোন টিউন করিনাই। আপনার এই চমৎকার ও উপকারী টিউনের জন্য ধন্যবাদ।

    কমেন্টের জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি নবান ভাই 🙂

নেট মাস্টার ভাই, এমন একটা টিউন করেছেন যা সকল মুসলিম জাতীর জন্য খুবই জরুরী। আমার মনে হয় কেউ কয়েকবার পড়ে শেষ করে দিলে ভূল হবে। এটা আজীবনের জন্য সংগ্রহে রাখা দরকার। শুধু তাই নয় প্রতিদিন কয়েকবার করে পড়া উচিৱ।

নেট মাস্টার ভাই পরবর্তীতে হাদিস নিয়ে এভাবে আরেকটা টিউন করিয়েন। অপেক্ষায় থাকব……………………………………

    আপনার সুন্দর এবং তাৎপর্যময় কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂

khob sondor tune

এর উত্তর ভাষায় প্রকাশ করা সম্ভব না। আল্লাহ তা’লা আপনার প্রতিদান লিখে নিয়েছেন। যে কোন ইসলামিক সফটওয়্যার থাকলে শেয়ার করতে দেরি করবেন না। এটা ডাউনলোড করে যে যত বেশি সওয়াব কামাবে, এর হুবহু সওয়াব আপনার আমলনাতেও যুক্ত হবে ইনশাআল্লাহ।

জাজাকাল্লাহ্ খাইরান।

অনেক অনেক ধন্যবাদ।

প্রিয়তে রাখলাম। কোরআন গবেষনার জন্য জরুরী।

Level 0

নেট মাষ্টার ভাই, দেখেনতো হাদিস নিয়ে এই রকম কোন Software পাওয়া যায় কিনা (Md. Nourodduza ভাই এর মতই)। আপনার এই Tune এর পর আমি হাদিস নিয়ে এরকম Software খুজেছিলাম, কিন্তু পাইনি; আপনি একটু দেখেন পান কিনা। ধর্ম নিয়ে আলাপের সময় খুবই কজে দিবে।

    আচ্ছা খুজে দেখবো, আপনি কি সামহয়্যার ব্লগে ধর্ম নিযে আলোচনা করেন নাকি? আপনার আইডি কি??

    Level 0

    ঐখানে এখনও আলোচনা শুরু করিনি, অনেকদিন থেকেই ভাবছি শুরু করব। তাছাড়া Student life এ আমি এক semi-নাস্তিকের সাথে থাকতাম। অনেক রাত ভোর হত আলোচনার মাদ্ধমে (বি:দ্র: তবে সে ছিল এক বিশেষ শ্রেণীর গর্ধব ! সামুতে একদিন অবশ্যই তার কথা বলব, নাস্তিকরাও চরম মজা পাবে, 100% নিশ্চিৎ)। এই বিষয়ে আমার বেশ কিছু বাস্তব অভিগ্গতা আছে; তাই চিন্তা করলাম Blog এ আলোচনা শুরু করলে কেমন হয়। তবে আমাকে Blog এ আলোচনা করতে গেলে আরও জেনে তারপর নামতে হবে। আর সময়ও তো খুব একটা বের করতে পারি না।

    ধন্যবাদ আপনাকে। আর দোয়া করেন যেন সাধারন আস্তিক বা নাস্তিকদের থেকে একটু ভিন্নভাবে শুরু করতে পারি। বর্তমানে তারা সবাই যে আক্রমনাত্বক ও উদ্ভট ভঙ্গিতে হাজির হয় আমি যেন তার থেকে সম্পুর্ন ভিন্নভাবে উপস্থিত হতে পারি। এজন্য আপনার সাহায্য দরকার আছে, এরই মদ্ধে অনেকখানি করে ফেলেছেন এই Software টি দিয়ে। দেখেন আরও কিছু সাহায্য করতে পারেন কিনা।

    Level 0

    অনেক ধন্যবাদ। আপনার সম্বন্ধে জানি খুব বেশি দিন হয়নি; এই 5/6 মাস ! তবে মোটামুটি ভালই জানি। অসুবিধা নেই, কোন সমস্যা হলে আপনাকে জানাবো। {বি:দ্র: আমার Knowledge বেশি দুর পর্যন্ত নয় }

আমি আরবি পড়তে পারি না। এইটা খুব কাজ দিবে

আমি কি নতুন অনুবাদ যোগ করতে পারব?
আমার কাছে এম এস ফরমেটে আব্দুল্লাহ ইউসুফ আলীর অনুবাদ আছে এটা কি যোগ করা যাবে
ধন্যবাদ

    হ্যা, অনলাইনে আপনি আপনার হাতে থাকা অনুবাদটি “জিকর” নির্মাতাদের দিতে পারেন। এতে সবাই সে অনুবাদটি পেতে পারে। সেজন্য অনুবাদ ফাইলটি অবশ্যই ইউনিকোডে রূপান্তরিত থাকতে হবে। বিস্তারিত এখানে-
    http://tanzil.net/wiki/Adding_New_Translations

ধন্যবাদ। অনেক সুন্দর টিউন। আপনার জণ্য আল্লাহর কাছে অনকে দোয়া রইলো

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

পোস্টটা অনেক ভালো লেগেছে এইরকম আরো পাইলে শেয়ার করবেন। ধন্যবাদ।

Level 0

চমৎকার, ভহাল লাগলো

দারুণ software….. আল্লাহ্‌ পাক আপনাকে এর উত্তম বিনিময় দান করেন…

Jazakallah Khayran. ইসলামিক resources এর জন্য দেখতে পারেন http://www.mumenoon.net/iwd/

use full software

ভাই সার্চ এর ঘরে লিখার জন্যে কি সফটওয়্যার ব্যবহার করব. জানালে অনেক উপহ্রিত হতাম.

Level 0

অসাধারন পোস্ট। ধন্যবাদ আপনাকে

Level 0

আমি অভ্র দিয়ে লিখে সার্চ দিচ্ছি কিন্তু রেজাল্ট ০ !! কিভাবে সার্চ দিতে হবে জানাবেন প্লিস। কুরআনের mp3 অফ লাইনে zekr এর মাধ্যমে কি চালানো যায়,গেলে কিভাবে? বললে উপকৃত হতাম। পরিশেসে সুন্দর সফটওয়্যারের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ এরকম একটা সুন্দর পোস্ট করার জন্য্ আল্লাহ্‌ পাক আপনাকে এর উত্তম বিনিময় দান করেন

Level 0

আমার দুর্ভাগ্য যে আমি এটি আজকে পেলাম।আসলে এটা আমার জানার জন্য অনেক সহায়ক হবে।আমি সাধারনত কমেন্ট করিনা।টিটিতে এসে আবার চলে যাই।কিন্তু আপনার এটায় কমেন্ট না করে পারলামনা।

Level 0

ভাই প্রিয়তে রাখার নিয়মটা বলবেন প্লীজ

আরবি আয়াত গুলি সব ঠিক মত আসেনা। এখন কি করতে হবে?

Level 0

ভাই download হচ্ছে না mediafire link দেন প্লিজ। খুব উপকৃত হবো।

Level 0

@
helal1992: Favorite প্রিয় টিউনসে যুক্ত কর তে ক্লিক করুন

Level 0

নেট মাস্টার ভাই java soft টা তো download করা যায় না।

অসাধারন

অসাধারন . .

একটু বলবেন কোন ক্বারীর তিলাওয়াত ভালো ?

Vai,
Assalamualaikum Warahmatullah,
ami ”zekr” software chalate pereci.kintu bangla lekha gulo poriskar asche na.apni je SolaimanLipi link dilen ta thik moto kaj korce na.tarporo ami solaimanlipi dwnload kore diyeci tobuo poriskar hocce na.SutonnyMJ lekhar por poriskar hoyece tobe sob jaygai hoini.
Pls help me.

Level 0

@টিউনার,ভাই সৌদিতে পুরুষেরা কৃতজ্ঞতা প্রকাশের জন্য হাতে চুমু খায়,আপনাকে সামনে পেলে তাই করতাম।।

আমি বহুদিন ধরে এমন একটি জিনিষ খুজতেছিলাম,অসংখ্য ধন্যবাদ, ভাই ♥♥♥

thanks

আপনার জন্য দুয়া রহিল । সব ভাইদের প্রতি দুয়া রহিল
আমার জন্য দুয়া করবেন

আল্লাহ্ এর উত্তম প্রতিদান দান করুন।
অফপিকঃ টিউনের জাভার লিংকটি একটু আপডেট করার অনুরোধ রইলো। যেহেতু নির্বাচিত টিউন এখানে প্রতিদিন এমন অসংখ্য ভিজিটর আসবে যাদের টিটিতে রেজিট্রেশন নেই এবং আনাড়ী থাকার কারনে শুধু মাত্র জাভার অভাবে সুন্দর এই সফটি ডাউনলোড করে ইন্সটল দিয়েও ব্যবহার করতে ব্যর্থ হয়ে হতাশ হবে। ধন্যবাদ

Level 0

ভাই java soft টা তো download করা যায় না।

Level 0

@টিউনার ভাই ; আপনাকে অনেক ধন্যবাদ। download kora mp3 offline a “zekr “এর মাধ্যমে কিভাবে চালাবো ? বিস্তারিত জানান please…..

    @Sakib99: 1. অডিও ফাইলটি Zip আকারে ডাউনলোড করুন। 2. সফটওয়্যারের Tool>Add> Recitation (Zip) এ ক্লিক করে জিপ ফাইলটি সিলেক্ট করে দিন। 3. এবার Audio>Recitation> Abdurrahman as sudais (Offline) সিলেক্ট করুন।

হা ভাই, আপনি বলেছেন, যারা অফলাইনে শুনতে চান, তারা পুরো অডিও (Recitation) প্যাকেজটি ডাউনলোড করে নিন এখান থেকে,
ডাউনলোড হচ্ছে, কিন্তু ব্যবহার কিভাবে করব ? বিস্তারিত বললে উপকার হবে।

    @ওহাব: 1. অডিও ফাইলটি Zip আকারে ডাউনলোড করুন। 2. সফটওয়্যারের Tool>Add> Recitation (Zip) এ ক্লিক করে জিপ ফাইলটি সিলেক্ট করে দিন। 3. এবার Audio>Recitation> Abdurrahman as sudais (Offline) সিলেক্ট করুন।

নেট মাস্টার ভাই আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিন…আমিন। দারুন এক সময়ে দারুন এক সফটওয়্যারের সন্ধান দিলেন সবাইকে। আমার কাছে আগেই ছিল, দুজন তিলাওয়াতকারী ও দুজন তরজমাকারীর ফাইল সহ। আপনার টিউন পড়ে আরও দুজন তিলাওয়াতকারীর ফাইল ডাউনলোড করতে দিলাম। জাযাকাল্লাহ…

Level 0

চমৎকার হয়েছে।

Level 0

কুরআন স্টাডির জন্য এর চেয়ে ভালো আপ্লিকেসন আর হয় না। টিউনটি নির্বাচিত করার জন্য টিটি কে ধন্যবাদ। যাদের Offline recitations এর ডাউনলোড লিঙ্ক লাগবে তারা এই লিঙ্ক থেকে সাইখ আব্দুর রহমান আস সুদাইস (ইমাম ক্বাবা শরীফ) এর Offline recitations টি ডাউনলোড করে নিতে পারেন। (64kbps, 573.2MB)

Level 0

May Allah bless u!

Level 0

thanks
the world is so nice because you are present in the world.
please help me how I tunes . how I write or add my tune at techtunes.
thanks
sada bog.

Level 0

vai onek dhonnobad apnake.

Level 0

thanks
the world is so nice because you are present in the world.
please help me how I tunes . how I write or add my tune at techtunes.
thanks
sada bog.how I add a picture at my profile at techtunes

Vai install korci kintu open hoi na. “Failed to find Java VM” likha dekhi. Ki korbo help koren. Amar java install korai ace.

Level 0

@ নেট মাস্টার ভদ্দা দারুণ এক টি পোস্ট — আপনাকে অনেক অনেক ধন্যবাদ

অসাধারন পোষ্ট জাজাহকাল্লাহ

অসংখ্য ধন্যবাদ এমন একটা অসাধারন পোষ্ট দেয়ার জন্যে।
ভাই Software টা ভাল ভাবেই রান করেছে। আমি তাওবা লিখে সার্চ দিলাম কিন্তু কোন রেজাল্ট শো করছেনা 🙁
সমস্যাটার সমাধান জানালে উপকৃত হতাম..

    @sakibfreeman: সার্চের সময় translation সিলেক্টকরুন, Multiline সিলেক্ট করুন। এবার সার্চ বক্সে সার্চ দিন। অনেকসময় সফটওয়্যারটি বন্ধ করে চালু করলেও এই সমস্যার সমাধান মেলে।

      @নেট মাস্টার: ধন্যবাদ আমাকে রিপ্লাই দেয়ার জন্যে। আমি আপনার পরামর্শ মত সব করেছি কিন্তু সমাধান পাইনি। পরে Software টা Uninsntall করে আবার Install করেও দেখেছি But তাতেও কাজ হলোনা। 🙁
      আর কোন ভাবে সমাধান পেতে পারি কি?

Level 0

Net master bhai, klhub sundor post. Thanks. Bhai, amar pc te age thekei avro install kora ase, ami valo vabe bangla dekteo pai, but search er ghore bangla type korte parina…. Jodi ektu help korten………….

    @Amitareq: আমি বিজয় ব্যবহার করি। Ctrl+Alt+V ব্যবহার করে বিজয়ে বাংলা ইউনিকোডে লেখা যায়। আপনাকে ইউনিকোযে লিখতে হবে। আনসিতে (ANSI) লিখলে হবেনা।

জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন ( আল্লাহ আপনাকে দু জাহানে ভালো দান করেন )

Level 0

THANK YOU BHAI.KHUB VALO LAGLO APNADER SOFTWARE..

Level 0

ভাই এই soft 2011 সালে পাইছি। কিন্তু কারও সাথে শেয়ার করিনাই। তবে বাংলার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

অসম্ভব সুন্দর একটা টিউন। সোজা প্রিয়তে তেখে দিলাম।

Level 0

Wonderful post lovely information, really i appreciate for this post thanks
plumbers in london

আল্লাহ আপনার মঙ্গল করুন।

NetMastar ভাই ভালো আছেন? আমাদের বাংলা অডিও তেলোয়াতের ব্যবস্থা করে দিতে পারেন?

নেট মাষ্টার ভাই কে অসংখ্য ধন্যবাদ । এতো সুন্দর একটি টিউন করার জন্য। প্রিয়তে এড করলাম । আল্লাহ পাক আপনাকে যাতে অনেক বছর হায়াত দান করে ,দোয়া করি ।

ধন্যবাদ ভাই, কাজ হয়েছে, সবচেয়ে মজা হল আমি এটাকে পোটেবল করে নিয়েছি।
নেট মাষ্টার ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন, আশা করি উত্তর দিবেন।
প্রশ্ন: অর্থ সহ কোন Offline Recitation .Zip এর লিংক দিতে পারনবেন?

আসসালামুআলাইকুম। চমৎকার উপস্থাপনা। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

Level 2

চমৎকার টিউন! আপনাকে অসংখ্য ধন্যবাদ।
“আল্লাহ আপনার মঙ্গল করুন”

Level 0

@ নেট মাস্টার

অফ লাইনে কোরআনের তেলাওয়াত শুনা যাচ্ছে না।
এই সমস্যার সমাধান কি?

শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমি একজন খুব দুর্বল ইউজার আমার অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ১০ এর ৬৪ বিট। আমি “জিকির” সফটওয়া এবং আপনার দেয়া লিংক থেকেই জাভাটাও ডাউলোড করেছি বাট ওপেন করতে গেলে failed to find java VM এটা দেখাচ্ছে please যদি সমাধানটা বলে দেন উপকৃত হতাম।

আস সালামু আলাইকুম
খুব ভালো একটা post করেছেন ।
আমি জানতে চাচ্ছি যে, বাংলা audio file কি আছে এখানে ? আর থাকলে তা কোনটা?