বাংলাদেশের জনপ্রিয় মোটরবাইকগুলো

ক্লাসে দেরী হয়ে যাচ্ছে? কিংবা জরুরী মিটিং-এ কিছুক্ষনের মধ্যেই উপস্থিত থাকা প্রয়োজন? দ্রুত ছুটতে হবে?

চোখের পলকে দরকারী স্থানে পৌছে যাবার জন্য মোটরবাইক ছাড়া আর কি-ই বা রয়েছে? এটা বলার অপেক্ষা রাখেনা জ্যামের এ রাজধানীতে নগরবাসীর পছন্দের তালিকার একদম উপর দিকেই রয়েছে বাইকের অবস্থান। অন্যান্য যানবাহনের তুলনায় বাইক ছোট আকৃতির হওয়ায় এটি অনায়াসে আপনাকে লম্বা ট্রাফিক গলিয়ে গন্তব্যস্থলে পৌছে নিতে পারে। তাই আজ পাঠকদের জন্য আমরা তৈরি করেছি এদেশে জনপ্রিয় কিছু বাইকের তালিকা যা নতুন বাইক কিনতে যাওয়া ক্রেতাদের অনেকটাই সাহায্য করবে।

তো শুরু করা যাক!

নিচে সেরা ৬ টি বাইকের বৃত্যান্ত দেয়া হলো যেগুলো বিখ্যাত সব বাইক ব্রান্ডের মডেল এবং সর্বাধিক ক্রেতাদের মন কেড়েছে।

আর্টিকেলে উল্লেখিত মূল্য বিক্রেতাভেদে তারতম্য হতে পারে।

হোন্ডা এক্স ব্লেড

হোন্ডা এক্স ব্লেড

কোন রকমের বিতর্ক ছাড়াই হোন্ডা এই তালিকার শীর্ষে রয়েছে। ক্রেতাপ্রিয় এই ব্রান্ডটি কয়েক দশক ধরেই ব্যবহারকারীদের কাছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসছে। হোন্ডা বাইক তার বলিষ্ট গঠন ও দীর্ঘস্থায়িত্বের জন্য ব্যবহারকারীদের মনে জায়গা করে নিয়েছে। তাই আপনি যদি এই ব্রান্ডটি বেছে নেন তবে আসন্ন কয়েক বছর কোনরকম যান্ত্রিক ত্রুটি কিংবা ঝামেলা ছাড়াই এটি আপনাকে সেবা দিয়ে যাবে।

এই ব্র্যান্ডের যে মডেলটিতে আমরা আলোকপাত করবো তা হলো হোন্ডা এক্স ব্লেড। জনপ্রিয় এ মডেলটির প্রধান বৈশিষ্ট এর সেরা স্পিড। আয়তন ও ওজনের অনুপাতে এটি খুব শক্তিশালী একটি বাহন।

চলুন দেখে নেয়া যাক এর স্পেসিফিকেশনগুলোঃ

বিবরণ
ইঞ্জিন
ধরনএকক সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন
ডিসপ্লেসমেন্ট (সিসি)১৬২.৭১
সর্বোচ্চ পাওয়ার১৩.৯৩ বিএইচপি @ ৮, ৫০০ আরপিএম
সর্বোচ্চ টর্ক১৩.৯ এনএম @ ৬, ০০০ আরপিএম
বোর স্ট্রোক রেশিও৫৭x৬৩
কমপ্রেশন রেশিও১০:১
কুলিংএয়ার কুলড
স্টার্টের ধরনইলেকট্রিক
গিয়ারস
ক্লাচওয়েট মাল্টিপ্লেট
বডি
সামনের সাস্পেনশনটেলিস্কোপিক
সামনের ব্রেকডিস্ক
পেছনের ব্রেকড্রাম
মূল্য১৭২৯০০ টাকা

 

এছাড়াও পুরোপুরি ডিজিটাল ইনষ্ট্রুমেন্ট ক্লাস্টার যেখানে রয়েছে গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং আরো নানাকিছু। সামগ্রিকভাবে হোন্ডা এক্স ব্লেড খুবই শক্তিশালী ও আগ্রাসী লুকের এবং এর বাইকারকে প্রথম দর্শনেই অন্য যে কেউ ব্র্যান্ডের বা মডেলের বাইকারদের থেকে আলাদা করা সম্ভব। তরুণদের জন্য এটি অবশ্যই একটি উপযোগী মডেল। তবে এর পেছনে ডিস্ক ব্রেক নেই যা অনেকের কাছে একটি ভাবনার বিষয় হিসেবে গণ্য হতে পারে। এছাড়াও এটিতে ইঞ্জিন কিল সুইচ নেই। তদুপরি এর আকর্ষনীয় ডিজাইন নতুন যুগের বাইকারদের জন্য পছন্দের একটি মডেল হতে পারে।

বাজাজ ডিসকভার ১২৫

বাজাজ ডিসকভার ১২৫

পরবর্তী বাইকটিও মোটরবাইক ইন্ড্রাষ্টির একটি বড় নাম। বাজাজ নামক ভারতীয় এ ব্রান্ডটি এদেশের বাজারে ক্রয়সীমার মধ্যে দারুণ সব বাইক এনেছে। তাই অবধারিতভাবেই এই ব্রান্ডটি থেকে একটি মডেল এই লেখাটির তালিকায় এসে যায়। আজ বাইকের যে মডেলটি নিয়ে কথা বলবো তা হলো বাজাজ ডিসকবার ১২৫।

এই মডেলটির বিস্তারিত নিচে দেয়া হলোঃ

বিবরণ
ইঞ্জিন
ধরন৪ স্ট্রোক, এয়ার কুলড সিলিন্ডার, এসওএইচসি, ডিটিএস-আই
ডিসপ্লেসমেন্ট (সিসি)১২৪.৫
সর্বোচ্চ পাওয়ার১১পিএস@৭৫০০
সর্বোচ্চ টর্ক১১ এনএম@৫৫০০
সর্বোচ্চ গতিসীমা১০০ কিমি/ঘণ্টা (আনুমানিক)
মাইলেজ (কোম্পানি)৮২ কিমি/লিটার (আনুমানিক)
মাইলেজ (ব্যবহারকারী)৫৩ কিমি/লিটার (আনুমানিক)
কুলিংএয়ার কুলড
স্টার্টের ধরনইলেকট্রিক এবং কিক
ইগনিশনের ধরনডিটিএস-আই
গিয়ারস
ক্লাচওয়েট ধরনের মাল্টিপ্লেট
বডি
সামনের সাস্পেনশন১৪০ মিমি ফর্ক ট্রাভেল, টেলিস্কোপিক
পেছনের সাস্পেনশন১২০ মিমি রেয়ার হুইল ট্রাভেল, নাইট্রক্স (গ্যাস ফিলড)
সামনের ব্রেকডিস্ক
পেছনের ব্রেকড্রাম
মূল্য১২৭৫০০ টাকা

আরামদায়ক সিট সঙ্গে উন্নত মানে তৈরি বাইকটির থ্রোটল রেসপন্স দারুণ। তবে বাইকটির টায়ারে কিছু অবস্থায় পিচ্ছিল কাটার ক্ষীণ সম্ভাবনা রয়েছে।

বাজাজ পালসার এন১৬০

বাজাজ পালসার এন১৬০

তালিকায় রয়েছে আরেকটি জনপ্রিয় ব্রান্ড বাজাজ এর বাইক। দেশীয় বাজারে বাজাজেরও আলাদা কাটতি থাকায় এটিও উক্ত লেখাটির তালিকায় স্থান করে নিয়েছে। বাজাজ এর পালসার সিরিজ ইতিমধ্যেই বহুল জনপ্রিয়, এই সিরিজের এন১৬০ মডেলটির তার অনন্য ফিচারগুলোর ও দামের কারণে আলাদা আকর্ষনে রয়েছে।

বাইকটিতে যা যা রয়েছেঃ

বিবরণ
ইঞ্জিন
ধরন৪ স্ট্রোক, ওয়েল কুলড ডিটিএসআই ইঞ্জিন
ডিসপ্লেসমেন্ট (সিসি)১৬০.৩
সর্বোচ্চ পাওয়ার১৫.৫ পিএস @ ৮৫০০ আরপিএম
সর্বোচ্চ টর্ক১৪.৬ এনএম @ ৬৫০০ আরপিএম
সর্বোচ্চ গতিসীমা১২০ কিমি/ঘণ্টা (আনুমানিক)
মাইলেজ (কোম্পানি)৫০ কিমি/লিটার (আনুমানিক)
মাইলেজ (ব্যবহারকারী)৪২ কিমি/লিটার (আনুমানিক)
কুলিংওয়েল কুলড
স্টার্টের ধরনইলেকট্রিক এবং কিক
ইগনিশনের ধরনডিটিএস-আই
গিয়ারস
ক্লাচওয়েট ধরনের মাল্টিপ্লেট
বডি
সামনের সাস্পেনশনটেলিস্কোপিক
পেছনের সাস্পেনশনমনো
সামনের ব্রেকডিস্ক
পেছনের ব্রেকড্রাম
মূল্য১৮৯৫০০ টাকা

এই বাইকটির এবিএস ভার্সনটি কিছুটা ব্যয়সাপেক্ষ তবে বাইকপ্রেমীদের জন্য আদর্শ। যারা এখনো জানেননা তাদের উদ্দেশ্যে বলছি, এবিএস ফিচারটি হলো বাইকের জন্য একটি এন্টি লক ব্রেকিং সিস্টেম।

টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি

টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি

ভারতীয় ব্রান্ড টিভিএস বেশ অল্প সময়েই বাইক ইন্ড্রাষ্টিতে সুনাম অর্জন করেছে তার সেরা দাম এবং গুণগত মানের জন্য। তাই ক্রেতাদের কথা মাথায় রেখে এই লেখাটিতে টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি মডেলটি যুক্ত করা হলো যার রয়েছে একটি দুর্দান্ত স্পোর্টস বাইক লুক। এরচেয়ে বেশী আর কি চাই?

এর ফিচারগুলো হলোঃ

বিবরণ
ইঞ্জিন
ধরনএসআই, ৪ স্ট্রোক, ওয়েল কুলড
ডিসপ্লেসমেন্ট (সিসি)১৫৯.৭
সর্বোচ্চ পাওয়ার১২.১৪ কিলোওয়াট @ ৮০০০ আরপিএম
সর্বোচ্চ টর্ক১৪.৮ এনএম @ ৬৫০০ আরপিএম
সর্বোচ্চ গতিসীমা১১৩ কিমি/ঘণ্টা (আনুমানিক)
মাইলেজ (কোম্পানি)৩০ কিমি/ঘণ্টা (আনুমানিক)
বোর স্ট্রোক রেশিও৬৩x৫২.৯
কার্বুরেটরইউসিএএল/ কেইহিন ভিই সিটি৬ [এ]
কমপ্রেশন রেশিও১০.১৫ :১
কুলিংওয়েল কুলড
স্টার্টের ধরনইলেকট্রিক এবং কিক
ইগনিশনের ধরনটিসিআই- ট্রানজিস্টর কন্ট্রোলড ইগনিশন
গিয়ারস
ক্লাচওয়েট ধরনের মাল্টিপ্লেট
বডি
সামনের সাস্পেনশনটেলিস্কোপিক ফর্কস
পেছনের সাস্পেনশনমনোশক্স
সামনের ব্রেকডিস্ক
পেছনের ব্রেকড্রাম
মূল্য১৭৪৮০০ টাকা

মডেলটিতে রয়েছে রেসিং ডাবল ব্যারেল এক্সষ্ট, উন্নত ব্রেকিং সিস্টেম এবং পুরোপুরি ডিজিটাল স্পিডোমিটার। অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি এর সিটগুলোও বেশ আরামদায়ক, খুব বেশী উচু কিংবা নিচু নয়। একেবারে যথার্থ। তবে এই বাইকটির কমতির দিকগুলো হলো এতে কোন এবিএস অপশন নেই এবং অনেকের মতে এর মেইনটেনেন্স খরচ বেশী!

হিরো স্প্লেন্ডর প্লাস

হিরো স্প্লেন্ডর প্লাস

আমরা প্রায় সকলের হিরো হোন্ডার বিজ্ঞাপণ দেখে বেড়ে উঠেছি তাইনা? দিনদিন বেড়েছে এই ব্র্যান্ডের বাইকের জনপ্রিয়তা। তালিকার এ বাইকটির নাম হিরো স্প্লেন্ডর প্লাস। এটি একটি বাজেট বান্ধব বাইক এবং যারা নতুন বাইকিং অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য আদর্শ।

বিস্তারিত বিবরনঃ

বিবরণ
ইঞ্জিন
ধরন৪-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওএইচসি
ডিসপ্লেসমেন্ট (সিসি)৯৭.২
সর্বোচ্চ পাওয়ার৫.৫ কিলোওয়াট (৭.৫ পিএস) @৮০০০ আরপিএম
সর্বোচ্চ টর্ক৭.৯৫ এনএম @ ৫০০০ আরপিএম
সর্বোচ্চ গতিসীমা৯০ কিমি/ঘণ্টা (আনুমানিক)
মাইলেজ (কোম্পানি)৭০ কিমি/ঘণ্টা (আনুমানিক)
মাইলেজ (ব্যবহারকারী)৬০ কিমি/ঘণ্টা (আনুমানিক)
বোর স্ট্রোক রেশিও৫০.০ x ৪৯.৫ মিমি
কমপ্রেশন রেশিও৯.০:১
কুলিংএয়ার কুলড
স্টার্টের ধরনকিক
ইগনিশনের ধরনসিডিআই
গিয়ারস
ক্লাচওয়েট ধরনের মাল্টিপ্লেট
বডি
সামনের সাস্পেনশনটেলিস্কোপিক হাইড্রোলিক শক অবজারভার
পেছনের সাস্পেনশনসুইং আর্ম হাইড্রোলিক শক অবজারভার
সামনের ব্রেকড্রাম
পেছনের ব্রেকড্রাম
মূল্য৯৩৯০০ টাকা

 

বাইকটির সেরা দিক এর মার্জিত ডিজাইন ও নির্মানগুণ। এছাড়াও এর ইঞ্জিন পারফর্মেন্স বছরের পর বছর আপনাকে সেবা দিয়ে যাবে। আর দূর্বলতার দিকগুলো বলতে বেশী গতিবেগে এর ইঞ্জিন কিছুটা কাঁপে, বাইকটিতে চড়তে কিছুটা আসুবিধা হতে পারে অনেকের এবং এর ব্রেকিং সিস্টেমের আরো উন্নতি প্রয়োজন।

ইয়ামাহা এমটি ১৫

ইয়ামাহা এমটি ১৫

তালিকার শেষ বাইকটির ব্রান্ড ইয়ামাহা যা মোটরবাইক ইন্ড্রাষ্টির অন্যতম বড় একটি নাম। আমাদের বাছাইকৃত মডেলটির নাম ইয়ামাহা এমটি ১৫ যার শার্প লুক এবং পারফর্মেন্স ব্যবহারকারীদের কাছে যোগ করেছে অন্য একটি মাত্রা।

স্পেসিফিকেশনগুলো দেখে নেয়া যাকঃ

বিবরণ
ইঞ্জিন
ধরনসিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক, ৪-ভালভ, এসওএইচসি
ডিসপ্লেসমেন্ট (সিসি)১৫৫
সর্বোচ্চ পাওয়ার১৯ বিএইচপি @ ১০, ০০০ আরপিএম
সর্বোচ্চ টর্ক১৪.৭ এনএম @ ৮৫০০ আরপিএম
বোর স্ট্রোক রেশিও৫৮x৫৮.৭
কার্বুরেটরফুয়েল ইনজেকশন
কমপ্রেশন রেশিও১১.৬:১
কুলিংলিকুইড কুলড
স্টার্টের ধরনইলেকট্রিক
ইগনিশনের ধরনটিসিআই
গিয়ারস
ক্লাচস্লিপার ক্লাচ
বডি
সামনের সাস্পেনশনটেলিস্কোপিক
পেছনের সাস্পেনশনসুইনগার্ম, (লিঙ্ক সাস্পেনশন)
সামনের ব্রেকডিস্ক এর সঙ্গে এবিএস
পেছনের ব্রেকডিস্ক
মূল্য৪৩৫০০০ টাকা

বাইকটিতে রয়েছে ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন (ভিভিএ) যা ব্যবহারকারীকে দিচ্ছে প্রথমবারের মত ভিভিএ সিস্টেম ব্যবহার করার অভিজ্ঞতা, এটির দ্বারা নিম্ন আরপিএম এ টর্ক। আপনি যদি ইয়ামাহা বাইক প্রেমী হয়ে থাকেন তবে অবশ্যই পড়ে নিতে পারেন জনপ্রিয় ইয়ামাহা মোটরবাইকের মডেলগুলো সম্পর্কে।

কোথায় পাবেন এ বাইকগুলো?

এতক্ষণ আমরা সেরা সব বাইকের বিস্তারিত জানলাম। স্বভাবতই প্রশ্ন আসতে পারে কোথা থেকে বাইকগুলো কেনা যেতে পারে! চিন্তার কারণ নেই, আপনার নিজ এলাকার আশেপাশেই আপনি খুঁজে পাবেন প্রায় প্রত্যেকটি বাইক এর অথোরাইজড শো-রুম। এছাড়াও যদি আপনি অনলাইনে বাইক কিনতে চান তবে আপনার জন্য রয়েছে Bikroy.com এর মতো ক্লাসিফাইড সাইট যেখানে আপনি পাবেন নানা নামিদামি ব্র্যান্ডের সহস্রাধিক  নতুন ও পুরনো মোটরবাইক

শেষকথা

আশাকরছি আমাদের দেয়া বাইকের তালিকাটি থেকে আপনি বর্তমান সময়ে বাংলাদেশের বাজারের জনপ্রিয় সব বাইকগুলোর বিস্তারিত ধারনা পেয়েছেন। এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করছে আপনি দিনশেষে কোন বাইকটি কিনতে চান। তবে বাইক ক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্তের আগে এটি নিয়ে ভালো জানাশোনা সেরে নেয়া সবচেয়ে জরুরী। দিনশেষে আপনি আপনার পছন্দসই সেরা বাইকটিকেই আপনার বাসায় আনবেন এই আশাবাদ ব্যক্ত করছি।

Level 2

আমি পূজন সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেক ব্লগার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস