আমি পারসনালি ইল্লুহোস্টের ওয়েব হোস্টিং ব্যবহার করি। মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরের ৫ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত তাদের দারুণ একটা অফার দিয়েছে, ১৬ টাকায় ১ জিবি ওয়েব হোস্টিং।
আমি আজকের এই লিখায় দেখাবো
তো চলুন শুরু করা যাক।
আমার কাছে মনে হয় যারা নতুন কাজ শিখছেন আর তাদের প্র্যাকটিস করার জন্য ওয়েব হোস্টিং লাগবে তারা নিশ্চিন্তে এই প্যাকেজটি নিয়ে নিতে পারেন। ই-কমার্স, রেস্টুরেন্ট, স্টার্টআপ কোম্পানি, পার্সোনাল ওয়েবসাইট, ফটোগ্রাফি ওয়েবসাইট, ট্র্যাভেল ব্লগ, পার্সোনাল ব্লগ, ড্রপ শিপিং ওয়েবসাইট কিংবা যেকোন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য এই প্যাকেজটি ব্যবহার করতে পারবেন। তাদের NVMe SSD মানের হোস্টিং যা M.2 SSD এর চেয়েও ৩০০ গুণ স্পীড পাবেন ওয়েবসাইটে। সাধারণত এই ধরনের অফারে কোম্পানি গুল নিম্ন মানের SATA হোস্টিং দেই কিন্তু ইল্লুহোস্ট NVMe SSD হোস্টিং দিচ্ছে। আমার কাছে মনে যে কোন টাইপের ছোট ওয়েব সাইটের জন্য এই প্যাকেজটা নিয়ে নেওয়া বেস্ট ডিসিশন হবে। তবে আপনার একটা ডোমেইন থাকতে হবে কিংবা নতুন একটা ডোমেইন নিতে হবে। মনে হয় তাদের ডোমেইন এর অপর ও কিছু ডিসকাউন্ট আছে। উনাদের লাইভ চ্যাট, ফেসবুক চ্যাট কিংবা ফোনে যোগাযোগ করে নিতে পারেন। আর যেকোনো কিছু কিনার আগে প্রথম বার কথা বলে কেনা ভালো এতে অনেক সুবিধা পাওয়া যায়।
তাদের ওয়েব সাইট কিংবা সরাসরি https://illuhost.com/offer/ এই লিঙ্কে ভিসিট করুন আর তাদের দেখানো স্টেপ ফলো করতে হবে। আমি হুবাহু তাদের লিখা কপি করে দিচ্ছি।
১৬ টাকায় ১ জিবি NVMe SSD শেয়ার্ড হোস্টিং অফারটি পেতে -
* অফারটি ১২ মাসের জন্য কিনতে হবে।
* নতুন ডোমেইন কিনতে হলে ডোমেইনের মূল্য আলাদা ভাবে আপনার মুল বিলের সাথে যোগ হবে।
* অফারটি শুধু মাত্র ১ বছরের জন্য প্রযোজ্য, পরবর্তী বছর থেকে বাৎসরিক রেগুলার রিনিউয়াল ফি প্রযোজ্য!।
১৬ টাকায় ১ জিবি অফারে যা যা থাকছে
অফারটির রেগুলার প্রাইস ছিল ১৫০০ টাকা/ বছর
কিন্তু তারা এই বিজয় দিবসে দিচ্ছে মাত্র ১৬ টাকায়।
টেকনিক্যাল স্পেসিফিকেশন
ইল্লুহোস্টের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য ফ্রি সাইট ট্রান্সফার, এসএসডি ডিস্ক (রেইড-১/১০), ওভারলোডিং মুক্ত সার্ভার, ফাস্ট লোডিং, ৯৯.৯% গ্যারান্টেড আপটাইম, ২৪/৭ সাপোর্ট।
আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না, ভালো থাকবেন।
আমি দীপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।