Uiisii HM12 ইয়ারফোন বেস্ট লো বাজেট গেমিং ইয়ারফোন রিভিও পাবজি লাভাররা কই?

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন

Hello Good People!

# আজকে আমি রিভিও করতে যাচ্ছি Uisi HM12। ৫০০ টাকার নিচের বাজেট রেঞ্জে এটিই হতে যাচ্ছে সেরা গেমিং ইয়ারফোন। তো দেখতে থাকুন পুরো টিউন.

রিভিওটির ভিডিও দেখতে => এখানে ক্লিক করুন

# শুরুতেই বলে নিচ্ছি Uisi Hm12 এর সাথে পাচ্ছেন কিউট একটা ইয়ারফোন পাউচ। যা আপনাকে ইয়ারফোনটা সহজে কেরি করতে সাহায্য করবে। এর পাউচের ভিতরে থাকছে (থাক আর বক বক না করি ছবিতেই দেখে নিন)
1

# বিল্ড কোয়ালিটির দিক থেকে.
ইয়ারফোনটির ব্যাকপার্ট মেটাল বিল্ড। এবং Font Part Delicate Shiny Chamber এটা মূলত প্লাস্টিক বিল্ড।
2
# এখন কথা বলবো এর সাউন্ড পার্ফোরমেন্স নিয়ে.
ইয়ারফোনটিতে ব্যবহার করা হয়েছে 3.5মি.মি. ডাইনামিক Diameter।

এটি deep বেজ এবং ট্রাবলের এক অনন্য এক ইয়ারফোন। সাথে ভোকাল ক্লিয়ারিটিও পাবেন। এছাড়াও এতে রয়েছে 3D Sound Effect। যা আপনাকে গেমিং আলাদা সুবিধা প্রদান করবে। স্পেশালি PUBG এর এনিমি ডিটেকশনে অন্যান্য ইয়ারফোনের চেয়ে এটি একটু বেশিই সুবিধা দেয়।

# ইয়ারফোনটিতে থাকছে ৩৬০ ডিগ্রি নয়েস কেন্সেলেশন মাইক। সাথে আছে স্লাডিং ভলিউম রকার (যা আমার জন্য অনেক সুবিধার)

# সাথে L Shape Plug Connection যাহ ইয়ারফোনটিকে করেছে আরো মজবুত।

# ইয়ারফোনটি পেচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে৷ কারন এর Wire টি শুধু রাবার কোটেট। কিন্তু ওয়ারটি অনেক শক্রপোক্তই। এর wire এর দৈর্ঘ্য হলো ১২০ সেন্টিমিটার।

# শুয়ে থাকা অবস্থায় ইয়ারফোনটি ব্যবহার করে বেশ কম্ফোর্ট ফিল পেয়েছি। এক পাশ হয়ে অনেক ক্ষণ ব্যবহার করার সময় কানে কোনোরূপ ব্যথা হয় নি।

# ইয়ারফোনটি সপ্তাহখানেক হলো ব্যবহার করছি। অনেক লাইট ওয়েট একটা ইয়ারফোন। আমি মনে করি আপনি যদি ইয়ারবাড টাইপের ইয়ারফোনগুলো পছন্দ না করেন। আপনি যদি আগের স্যামসাং এর এয়ারফোন গুলো ইউস করে সাচ্ছন্দ বোধ করেন। পাশাপাশি এই কম বাজেটে এপলের ইয়ারফোনের স্বাদ নিতে চান আরকি। (গরীবের দুধ এর স্বাদ ঘোলে মেটানো আর কি)। আর গেমিং কথা মাথায় রেখে ইয়ারফোনটি আপনার চয়েসে রাখতে পারেন।

# এখন কথা বলবো এর প্রাইস সেগ্মেন্ট নিয়ে।
ইয়ারফোনটি এখন অনলাইন শপ গুলোতেই এভেইলেভল বেশি। ট্রাস্টেড যেকোনো শপ থেকে নিতে পারেন।
প্রাইস: এরাউন্ড ৩০০টাকা থেকে ৪৫০ টাকার মধ্যেই পাবেন।

# তো আজ এই পর্যন্তই। পরবর্তী রিভিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।

চ্যানেলে নতুন রিভিও ভিডিও আপলোড করেছি সবাই আমাকে সাপোর্ট করবেন।

This is EFFAT. Signing Out!

Level 1

আমি জাহান ইফফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস