~ আমার ডর করে ~

কিতা অইসে তুমার ?
এমুন কইরা কি দেহ?
আগে দেহ নাই?
মনে অইতাসে পরত্থম দেকতাসো ।

কি যে দেহি
কত যে দেখবার মনে লয়
তুই কি বুজবি?
আমার আসমান জুইড়া একটা বিরাট চাঁন উঠসে
আমি হেই চাঁন দেহি
খালি দেখবার মনে চায় ।

তুমার খালি পাগলা কতা
দেহনের কি আছে
আমি কি হুরপরী?

তুই হুরপরীর চেয়ে আরও বেশি সুন্দর রে
কত সুন্দর তুই জানস না
আমি জানি
হের লাইগাতো খালি দুই চোখ মেইল্লা দেহি আর দেহি
আমার পরানডা ভইরা যায়
বুকের মইধ্যে কেমুন জানি আউলা লাগে
মনে লয় তরে লইয়া ভাইসা যাই চান্দের দেশে ।

তুমি পাগলা হইসো
পিডা খাইবা ?
মায়ে পিডা বানাইসে, পিডা খাও
বালা লাগব ।

আমি তরে খামু
তরে খাইবার মনে লয় ।

দুরো
কি কও পাগলের লাহান?
আমি কি খাওনের জিনিশ?
আমি কি পিডা?

তুই কি
তরে আমি কিমুন বালা পাই
তুই বুজস না?
আমার মনে লয়
হারা দিন তর লগে বইসা থাকি
তর গতরের সুবাস লই
তর সইলের গামে আমার শরীলডা ভিজাই ।

হুনো
মেলা রাইত অইসে
আমি যাইগা ।

না, যাইস না
থাক তুই
আমি একটা চাঁন লইয়া রাইত কাটাইতে চাই।

না আমি যামুগা
তুমার চক্ষের দিকে চাইবার পারিনা
আমার ডর করে ।

অনেকেই অনেক মজার ছবি, প্রিয় দর্শনস্থান ইত্যাদি শেয়ার করে থাকেন। কবিতাটি আমার বেশ প্রিয়। এই কবিতাটি ব্লগারস ফোরাম আয়োজিত প্রথম সাহিত্য সভায় সভাকবি কর্তৃক শ্রেষ্ঠ কবিতা হিসেবে নির্বাচিত হয়ে শব্দতরীর প্রথম সংখ্যায় ছাপা হয়েছিল। ভাষাগত দিক দিয়ে এই কবিতাটি আমার এতই ভাল লাগল যে টেকটিউনে প্রকাশিত হওয়ার মত না হলেও আমার টেকটিউনার বন্ধুদের সাথে শেয়ার করলাম।

ধন্যবাদ সবাইকে।

Level New

আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tuneti jodio prasongik noy tobo mojar. tnx

কিতা টিউন দিলা…………..

Level 0

Bhai apnar tuneti mojar………
ha ha ha ha