বাংলাদেশে রিসার্চ ফ্যাসিলিটিজ নগন্য। আপনি যদি ভালো কোন বিশ্ববিদ্যালুয়ের একাডেমিক না হন, তবে বহু রিসার্চ জার্নালের এক্সেস আপনি পাবেন না। টাকা দিয়ে এক্সেস কিনে নিতে হবে। কিন্তু ছাত্রাবস্থায় থিসিস কিংবা নন-একাডেমিক ইন্ডেপেন্ডেন্ট রিসার্চার যারা আছেন, তারা গবেষণা করতে গেলে ফান্ডিংও পান না বলতে গেলে। ফলে প্রয়োজনীয় অনেক আর্টিকেল টাকা দিয়ে কিনতে পারেন না সামর্থ্যের অভাবে। এই টিউনে আমি শেয়ার করবো কোন প্রিমিয়াম আর্টিকেল বিনামূল্যে ডাউনলোড করার উপায় নিয়ে।
ধাপ - ১ঃ
ব্রাউজারে দুইটি ট্যাব খুলুন। একটি ট্যাবে http://sci-hub.tw/ ওয়েবসাইটে প্রবেশ করুন।
সাই-হাব একটি পাইরেট ওয়েবসাইট যেখানে যে কেউ পৃথিবীর যেকোনো স্থান থেকে নানা ডিসিপ্লিনের সায়েন্টিফিক রিসার্চ আর্টিকেল কিংবা বই বিনামূল্যে অনলাইনে পড়তে এবং ডাউনলোড করতে পারবেন। তাদের ওয়েবসাইট কালেকশনে সাত কোটি চল্লিশ লাখের বেশী আর্টিকেল/বইয়ের কালেকশন রয়েছে, এবং এই সংখ্যা ক্রমাগত বাড়ছে।
ধাপ - ২ঃ
ব্রাউজারের অপর ট্যাবে যে জার্নাল ওয়েবসাইটের প্রিমিয়াম আর্টিকেলটি আপনি নামাতে পারছেন না, সেখানে প্রবেশ করুন। এবং ইউ আর এল লিংকটি কপি করুন। উদাহরণসণসহ দেখাচ্ছি।
ধরা যাক, Journal of Occupational and Environmental Medicine এর ওয়েবসাইটটি থেকে The Relationship Between Health Risks and Work Productivity শিরোনামের আর্টিকেলটি আমি ডাউনলোড করতে চাচ্ছি, কিন্তু বিনামূল্যে ডাউনলোডের সুযোগ না থাকাতে আমি তা করতে পারছি না। তো আমি আর্টিকেলটির ওয়েবপেইজের ইউ আর এল লিংকটি কপি করলাম।
ধাপ - ৩ঃ
http://sci-hub.tw/ এর সার্চ বারে কপি করা ইউ আর এল লিংকটি পেস্ট করুন। এবং ওপেন অপশনটিতে ক্লিক করুন।
ধাপ - ৪ঃ
ওপেনে ক্লিক করার পর আপনাকে একটি ক্যাপচা কমপ্লিট করতে দিতে পারে সাই-হাব। সেটি কমপ্লিট করে এন্টার চাপুন। অনেকসময় ওয়েবসাইট ক্যাপচা শো নাও করতে পারে। সেক্ষেত্রে ওপেন চাপার মধ্য দিয়েই ওয়েবসাইটের কালেকশনে যদি আর্টিকেলটি থাকে, তার এক্সেস আপনি বিনামূল্যে পেয়ে যাবেন।
ধাপ - ৫ঃ
আর্টিকেলটি এবার অনলাইনে পড়ুন। কিংবা ডাউনলোড করে নিন।
আরো পড়ুনঃ ১৭ ই-লার্নিং ওয়েবসাইট সম্পর্কে
লেখাটি উপকারী মনে হলে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন 🙂
আমি কাউসার হামিদ জাওয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।