ব্যাকগ্রাউন্ড গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন এবং ৩ জিবি র্যাম সমৃদ্ধ একটি নতুন স্মার্টফোন প্রিমো এইচ৮ আগামী ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে ফ্ল্যাশ সেল চালু করেছে দেশীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।
৩ জিবি র্যাম, ৪জি নেটওয়ার্ক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত এই স্মার্টফোন এর রেগুলার দাম হবে ৭৯৯৯ তথা ৮০০০ টাকা; তবে ৩১ তারিখ পর্যন্ত এই ফ্ল্যাশ সেলে ফোনটি ৬৯৯৯ তথা মাত্র ৭০০০ টাকায় পাওয়া যাবে। আর এই ফ্ল্যাশ সেল থেকে স্মার্টফোনটি পেতে ওয়ালটন ওয়েবসাইট তথা ই-প্লাজা থেকে এটি ক্রয় করতে হবে।
৩ জিবি র্যাম সমৃদ্ধ এই স্মার্টফোনে রিয়ার প্যানেলে থাকবে সনি সেন্সর যুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা, আর সামনে পাওয়া যাবে অমনি-ভিসন ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। থাকবে ৫.৪৫ ইঞ্চি ফুল এইচডি ১৮ঃ৯ রেসিও আইপিএস ডিসপ্লে। ডিভাইস তিনটি গ্র্যাডিয়েন্ট কালার মোডে বাজারে পাওয়া যাবে, আর এগুলো হলঃ রোজ গোল্ড, টুইলাইট ব্লু এবং মিডনাইট ব্লু। পুরো ডিভাইসটিকে ব্যাকআপ দিবে ৩২০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারি।
ডিভাইসটি কিনতে ভিজিট করতে হবে ওয়ালটন ই-প্লাজা। আশা করি খুব তাড়াতাড়ি এই ডিভাইসটির একটি পরিপূর্ণ রিভিউ নিয়ে আপনাদের মাঝে আসতে পারব; সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।