৬৩৯৯ টাকায় বাজারে ওয়ালটন নিয়ে এসেছে তাদের নতুন বাজেট স্মার্টফোন প্রিমো জি৮ আই। এই দামের এই ডিভাইসটির ভেতরে পাওয়া যাবে ২ জিবি র্যাম। এই আর্টিকেলে এই স্মার্টফোনটির বিস্তারিত রিভিউ সম্পর্কে জানব।
প্রিমো জি৮ আই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে লাইট ব্লু (হালকা নীল) এবং ব্ল্যাক কালারে। ডিভাইসটির স্মুথ কারভড বডি আপনাকে এটি ধরে রাখার ক্ষেত্রে এক দারুন অনুভূতি প্রদান করবে। ডিভাইসটির রিয়ার প্যানেলে অপরে এবং নিচে দুটি ব্যান্ড এর ডিজাইনে যুক্ত করেছে এক অন্যরকম মাত্রা।
দেখার প্রশান্তির জন্য ওয়ালটন এর অন্যসব ফোন এর মতই এই স্মার্টফোনটির ডিসপ্লেও ১৮ঃ৯ রেসিও সম্পন্ন ফুলভিউ আইপিএস প্যনেল ডিসপ্লে। এর রেজুলেসন ৪৮০*৯৬০ পিক্সেল। এটি ৫.৩৪ ইঞ্চি সাইজের ফুল ভিউ আইপিএস ডিসপ্লে, যা সাইড দিক থেকে ২.৫ ডি কার্ভড। ডিসপ্লেটির এডজ স্মার্টফোনটির বডির সাথে খুব ভালোভাবে মিলে গিয়েছে এবং এর ডিজাইন বাড়িয়ে দিতে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। আর সম্পূর্ণ সিস্টেমকে ব্যাকআপ দিবে একটি ডিডিআর৩ - ২ জিবি র্যাম। ডিভাইসটিতে রম পাওয়া যাবে ১৬ জিবি যার মধ্যে ১২ জিবি ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা যাবে।
ডিভাইসটির রিয়ার প্যানেলে আছে অটো ফোকাস সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল বিএসআই সেন্সর বিশিষ্ট রিয়ার ক্যামেরা। এর সাথে পাওয়া যাবে একটি শক্তিশালী এলইডি ফ্ল্যাশ।
ফ্রন্ট প্যানেলে সেলফি তোলার জন্য পাওয়া যাবে বিএসআই সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এতে পাওয়া যাবে বোকেহ ইফেক্ট।
ডিভাইসটি বাজারে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড এর সাম্প্রতিকতম ভার্সন ৮.১ অরিও অপারেটিং সিস্টেম এর সাথে।
ওটিএ থাকার ফলে যদি ভবিষ্যতে কোন আপডেট পাওয়া যায় তবে তা ফোনে অটোমেটিক পাওয়া যাবে।
এই ছিল নতুন ওয়ালটন প্রিমো জি৮ আই ডিভাইসটির ফুল রিভিউ। আশা করি স্মার্টফোনটি সম্পর্কে কিছু তথ্য এই আর্টিকেল থেকে জানতে পেরেছেন। আরও কিছু জানতে ও দেখতে ভিজিট করতে পারেন যেকোনো ওয়ালটন প্লাজা বা ওয়ালটন স্মার্টজোন।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।