সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন। উল্লেখিত বিষয়ে নিয়ে কয়েক দিন আগে আমি একটা টিউন করেছিলাম। যারা সেই টিউন টি পড়েন নি তাদের কে বলছি আগে সেই টিউনটা পড়ে নিন।
এবার আসি মূল কথায়। আমি আমার আগের টিউনে বলেছিলাম, ধীরে ধীরে আমি সব ধরনের লেকচার শীট ডাউনলোড করবো। আমি আমার কথা রেখেছি। আমার ওয়েবসাইটে এখন আপনারা বাণিজ্য বিভাগের সম্পূর্ণ লেকচার শীট পাবেন (বাংলা ১৪ টি লেকচার, ইংরেজী ১৪ টি লেকচার, হিসাববিজ্ঞান ১৩ টি লেকচার এবং ব্যবস্থাপনার ১৩ টি লেকচার)। এখন আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য লেকচার শীট আপলোড করছি। আশা করি খুব শীঘ্রই মানবিক বিভগা সহ আপনারা সব ধরনের লেকচার শীট পাবেন। আর হ্যাঁ, আপনারা যারা লেকচার শীট কমপ্লিট করেছেন (অন্তত একটি লেকচার, যেকোনো সাবজেক্টের) তারা খুব শীঘ্রই মডেল টেস্ট দিতে পারবেন। দু-একদিনের মধ্যে আপনাদের জন্য ওয়েবসাইটে মডেল টেস্ট আপলোড করা হবে।
সুতরাং, আর নয় কোচিং সেন্টার। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করবো এবার অনলাইনে। আর যেকোনো সমস্যার জন্য আমার ওয়েবসাইটের ট্যাগ/শাউটবক্স অথবা ব্লগ এ লিখুন। ধন্যবাদ সবাইকে। আর যারা আমাকে সহযোগীতা করতে চেয়েছেন তাদের মধ্যে NUMB, সোহাগ ভাই, কাইফ আমিন ভাই, আরিফ ভাই, হাসান জোবায়ের, Swordfish ভাই, স্বপ্নচারী সহ সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের অনুপ্রেরণা পেলে দেখবেন ঠিকই একদিন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।
আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a simple Man.
আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমার কালকে পরিক্ষা দোয়া করবেন। সাধারনত কোচিং সেন্টারগুলোতে অনেক অনেক শীট দেয়। আপনি বাণিজ্য বিভাগের প্রতিটি বিষয়ের জন্য ১৪টি করে শীট দিয়েছেন।ওগুলো পড়লই কি যথেষ্ট?? আর আমি কিছুদিনের মধ্যেই আপনাকে মেইল করবো।