ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের জন্য অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। (সম্ভবত বাংলাদেশে এই প্রথম)

ভূমিকাঃ

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আর মাত্র কয়েক দিন পর শুরু হচ্ছে মহান (!) এইচ.এস.সি পরীক্ষা। যারা এবারের এইচ.এস.সি পরীক্ষার্থী, স্বপ্ন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার; তাদের জন্য এটা নিশ্চিত সু-খবর। শুধু তাই নয়, যারা গত বছর পাশ করেছেন কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে দ্বিতীয় বারের মতো চেষ্টা করছে তাদের জন্যেও এটা নিশ্চিত সু-খবর। অনেক দিন ধরেই স্বপ্ন ছিল এ ধরনের একটা কিছু করার। এবার স্বপ্নটা পূরণ করা শুরু করলাম।

কেন অনলাইন এডমিশন সিস্টেমঃ

আমরা অনেকেই আছি যারা পড়াশুনা বাদ দিয়ে সারাক্ষণ ইন্টারনেট ঘাটতে ভালবাসি। আবার অনেকে দেখা যায় ৮/১০ হাজার টাকা খরচ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এডমিশন কোচিং সেন্টার এ ভর্তি হয়। একটু ভাবুন, আপনি যদি ৮/১০ হাজার টাকা খরচ করে কোচিং সেন্টার এ ভর্তি হন তাতে আপনি একাই লাভবান হবেন। কিন্তু আপনার যে বন্ধুটি মেধাবী, কিন্তু দারিদ্রের কারণে কোচিং সেন্টারে ভর্তি হতে পারছে না। তার জন্য আপনি কি করতে পেরেছেন? আপনি একজন স্টুডেন্ট বিধায় কিছুই করতে পারবেন না। কিন্তু আমার এই উদ্যোগে আপনি নিজেও লাভবান হবেন + আপনার বন্ধুকে আমার লেকচার সমূহ প্রিন্ট আউট করে দিয়ে তাকেও সাহায্য করতে পারছেন।

অনলাইন এডমিশন পদ্ধতিঃ

এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিষয় ভিত্তিক ১৩/১৬ টি করে লেকচার শীট। আর সবগুলো লেকচার শীটই করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে। তার জন্য যা পারিশ্রমিক আপাতত তা আমি নিজেই ব্যয় করছি। বিভিন্ন কোচিং সেন্টারের মতো এখানেও আছে সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা ও মডেল টেস্ট। সাইটে যারা রেজিস্ট্রেশন করবেন তারা শুধু আমাকে একটা মেইল করে আপনার মেইল এ্যাড্রেস টি দিয়ে দেবেন। আমার মেইল এ্যাড্রেস [email protected]. এরপর থেকে আপনারা লেকচার শীট ডাউনলোড করে সেগুলো ভালমতো পড়ার পর প্রতি ১৫ দিন পর পর আমি ওয়েবসাইটে একটা করে মডেল টেস্ট দেবো। আপনারা সেটা ডাউনলোড করে সঠিক উত্তর গুলো আমার মেইল এ্যাড্রেস এ পাঠিয়ে দিবেন। প্রতিটি কোশ্চেন এ ব্যাপারে বিস্তারিত নির্দেশিকা থাকবে। যেহেতু, এই কাজটি আমাকে একাই করতে হচ্ছে সেহেতু আমি বর্তমানে শুধুমাত্র বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য লেকচার শীট দিয়েছে। এভাবে প্রতিদিনই নতুন নতুন বিষয়ের উপর লেকচার শীট আপলোড করা হবে। আর হ্যাঁ, প্রতিটি পরীক্ষার উত্তরমালা পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর পরীক্ষায় অংশগ্রহণকারীদের পরীক্ষার ফলাফল ও জানানো হবে ওয়েবসাইটে। আর খাতা কাটার সিস্টেম ও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির নিয়মে।

যে সকল বিষয়ের উপর লেকচার শীট পাবেনঃ

বাণিজ্য বিভাগের জন্যঃ
* বাংলা
* ইংরেজী
* হিসাববিজ্ঞান ও
* ব্যবসায় নীতি ও প্রয়োগ

মানবিক বিভাগের জন্যঃ
* বাংলা
* ইংরেজী ও
* সাধারণ জ্ঞান

বিজ্ঞান বিভাগের জন্যঃ
* বাংলা
* ইংরেজী
* পদার্থ বিজ্ঞান
* রসায়ন বিজ্ঞান
* গণিত
* জীববিজ্ঞান

এছাড়াও প্রতিটি বিষয়ের উপর পরীক্ষার প্রশ্নপত্র।
প্রতিদিনই একটা না একটা বিষয়ের উপর লেকচার শীট আপলোড করা হবে। কারণ, সবগুলো বিষয়ের লেকচারের কাজ অলরেডী করা হয়ে গেছে। বাকী শুধু মিডিয়াফেয়ারে আপলোড করা।

শেষ কথাঃ

আমার জানামতে আর আগে বাংলাদেশে এ ধরনের উদ্যোগ কেউ নেয়নি। তাই আমিই শুরু করছি। যদি কেউ সহযোগীতা করতে চান তবে স্বাগতম। কারণ, সবার সহযোগিতা না পেলে হয়তো আমার এই মিশন সম্পূর্ণ করা সম্ভব হবে না। তাই সবার সহযোগীতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

সাইটের ঠিকানাঃ

http://www.bdlibrary.ucoz.com

এই ঠিকানায় গিয়ে Online Admission নামক মেনুটিতে যাবেন। ধন্যবাদ।

Level 0

আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple Man.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন উদ্যোগ!

Level 0

ভাল উদ্যোগ ……….
অনেকের উপকার হবে….

আরো আগে কেন ছিল না? নতুনদের জন্য অনেক উপকারে আসবে আশা করি।

Level 0

সুন্দর উদ্যোগ। আমি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র। যদি কোন সাহায্য দরকার হয়, বলবেন। করার চেষ্টা করব। 🙂

ভাই আমি আছি ।সুন্দর একটা উদ্যোগ।এটাই তো চাইচিলাম!!!কবে থেকে শুরু কবেন।আমাকে কিন্তু অবশ্যই রাখবেন!আমার email>[email protected]/[email protected]

    ধন্যবাদ সোহাগ ভাই। আর কাজ অলরেডী শুরু হয়ে গেছে। আমার সাইটে গিয়ে অনলাইন এডমিশন এ গেলেই বুঝতে পারবেন। আপনার ই-মেইলটা সংগ্রহে রাখলাম, দরকার পড়লে অবশ্যই সাহায্য চাইবো। আবারও ধন্যবাদ।

ধন্যবাদ।

ভাইয়া,প্রোগ্রামটা কখন থেকে শুরু হবে-পরীক্ষার পর হলে ভাল হয়।আপনার ওয়েবসাইটটা ঘুরে আসলাম-excellent!আমার ইমেইল এড্রেস হল:[email protected]
ভাইয়া,এইচ এস সি পরীক্ষার জন্য কিছু পরামর্শ দেন।

    ধন্যবাদ, কাইফ ভাই। আপনার মেইল পেয়েছি। কোনো সমস্যা নেই। ওয়েবসাইটে সব ধরনের তথ্য পাবেন। আর আপনার মেইল টা সেভ করে রাখলাম।

ভাই অসংখ্য ধন্যবাদ। আমি এ বছর ঢাবিতে পরীক্ষা দেব। তাই আমি আপনাকে মেইল করবো।

চমৎকার লাগলো!
আমরা যারা পরীক্ষার্তি আছি আছি অনেক কাজে লাগবে।
বুক্মার্ক করে রাখলাম। 😀

    ধন্যবাদ, জোবায়ের ভাই। আপনাদের পরামর্শ আমার পথ চলার সহায়ক হবে। বুকমার্ক করার জন্য ধন্যবাদ।

ভাই আমারও এমন একটা ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন কারনে করতে পারি নাই । তাই কি আকাশ ভাই তো করে দিলেন । এতে অনেক খুশি হয়েছি । কোন দরকার হলে শুধু একবার বইলেন । শুভ কামনা রইলো ।

this is Hossain sazzad from dhaka university.dear via am doing BBA in Dhaka university.i am interested work with.let me know what i have to do.my email
[email protected]

Level 0

রাশেদ ভাই এটা নি:সন্দেহে একটি চমকপ্রদ এবং অভিনব পদ্ধতি। ঢাকার বাহিরে থাকার কারণে টিউনটি পড়ে মন্তব্য করতে একটু দেরি হয়ে গেল। সামনে এগিয়ে যান। আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে অনার্স পাশ করেছি এবং বাংলায় মাস্টার্স এর ক্লাশ শুরু হবে অচিরেই। কোন প্রকারের সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে আমাকে বলবেন। মেইল করতে পারেন আমার ঠিকানায় : [email protected]

    আরে ভাই আপনি!!! আমি তো আপনার কমেন্টের আশায় ছিলাম। জানতাম, আপনি নিশ্চিত কমেন্ট করবেন। কারণ, আপনি তো আমারই শুভাকাঙ্খী। তাই না? শুনে ভালো লাগলো যে আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করতে চাচ্ছেন। আপনার এ সহানুভূতি ও প্রেরণা আমার চলার পথে দারুণ সহায়ক হবে। ধন্যবাদ।

nice tune & nice plan. Go ahead brother. I am with you.

I like this
I am a student .I have finished my hsc exam so it is also helpful for me.
my e-mail is: [email protected]

আকাশ ভাইয়া আপনাকে অশেষ ধন্যবাদ।ইনশাল্লাহ আমিও আছি।স্যরি একটু দেরিতে দেখলাম টিউনটা।আমার মেইল আইডি [email protected]

Ready to start. [email protected]

Level 0

অনেক ধন্যবাদ আমারটা ও দিলাম ভাইজান [email protected]

Level New

আপনার ওয়েব সাইটে গিয়ে তেম কিছু বুজলাম না। আমার ইমেইল আইডি হলো> [email protected]

আর আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই এমন একটা উদ্দ্যোগ নেয়ার জন্য।

Level New

Via plz give ur phone number i have an important work with you

Level New

Via plz give ur phone number i have an important work with you at [email protected]