মজার বিষয় নিয়ে কিছু ছবি-2 (না দেখলে মিসই করবেন)

আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন।

আমি  একটি মজার বিষয় শেয়ার করেছিলাম আমার টেকটিউনার বন্ধুদের সাথে। মজার বিষয়টি হল প্রতিদিন চলার পথে (সেটা অনলাইনে হোক আর  অনলাইনের বাহিরেই হোক)  আমরা মজার অনেক কিছু দেখি। দেখে মজা পাই। কিন্তু অন্যের সাথে শেয়ার করা হয়না। এরকম অনেক ছবি আমি সংগ্রহ করেছি (যদিও অনেকেই দেখে থাকবেন)  ব্লগ এবং অনলাইন থেকে যা আমার টেকটিউনারদের সাথে শেয়ার করতে চাই। অন্য কোথাও আমি এধরণের টিউন দেখিনি।

এ বিষয়ে যারা আমার পূর্ববর্তী টিউনটি দেখেননি তারা নিচের লিঙ্কে ক্লিক করে একবার দেখে আসুন।

মজার বিষয় নিয়ে কিছু ছবি- ১

নিচের ছবিগুলো দেখুন:


ধন্যবাদ সবাইকে।

Level New

আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুদু সুদু এসব টিউন করার দরকার ছিল না।

    সবারতো আর সব টিউন কাজে লাগে না। তাই না?
    nest time আপনার জন্য p.t.c. সাইট এবং ফেসবুকে কিভাবে মাল কামইতে পারেন তা নিয়ে উপস্থিত হব।
    দণ্যভাধ।

মজাই লাগল 😀

খুব আনন্দ পাইলাম।

মজা লাগল মিয়া।

Good….
Waiting for next funny tune…
Thanks

তারামন বিবিকে নিয়ে দেয়া ছবিটা মুছে ফেলুন – বাকী ছবিগুলোর সাথে এটা যায় না – এবং এখানে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা টেকটিউনসে ব্যবহার করা হয়না। আশা করি বুঝতে পেরেছেন।
বাংলা ডায়লগবক্সগুলো মজা লাগল

টিউনটি পুর্ণাঙ্গ হতো যদি তারামন বিবির ছবিটা না থাকতো। অন্তত এই টিউনের সাথে উনার ছবিটা যায়না।

Level 0

তরে আর কি কমু রে ভাই ! তুই তো টেকটিউনে একমাত্র হাসির খোরাক। ধন্যবাদ সুন্দর হাসির টিউন উপহার দেওনের লাইগ্যা। এটা টেকটেউনে মিসিং ছিল তা আমনে পূর্ণ করলেন। আবারও ধন্যবাদ।

আসা করি কাজে লাগবে এমন টিউন করবেন। এটাতো সময় নষ্ট করার টিউন।