Top 5 Gaming Mouse with best price

GAMING এর জন্য MOUSE একটি অপরিহার্য উপাদান। DESIGN, LOOKS, FEATURE, BUDGET  ইত্যাদি এর উপর ভিত্তি করে একেক জনের চাহিদা একেক রকম। তাই Bangladesh এর বাজারে যে সব GAMING MOUSE (Available)  আসে সেগুলোর উপর গো+এষনা/(ঘাটাঘাটি) করার পর এই লিস্টটি তৈরি করা হয়েসে।

NUMBER 1 : Razer Mamba Tournament Edition

Razer কে 1ST এ রাখার কারন হইত বা এত DETAILS এ বলতে হবে না কারন সবাই জানে RAZER একটা জিনিস মাইরি। Mamba Tournament Edition নিয়ে কথা বলার কারন হল GAMER/ GAMING এর জন্য যা যা SPECIFICATION থাকা দরকার সবই এই MOUSE এ বিদ্যমান আসে। ভুল ধরার কোন সুযোগই যেন নেই।

Razer

FOR MORE DETAILS:  https://www.razer.com/gaming-mice/razer-mamba-tournament-edition

কথাই আসে জিনিস যেটা ভাল দাম তার একটু বেসই। এই MOUSE টি কিনতে হলে আপনাকে গুনতে হবে কচ কোচে 7500-8000 টাকার মত। অবশেষে, আপনি কি ক্ষ্যাপা GAMPER?  আপনার কি টাকাই সিনি মিনি করে?উত্তর যদি হয় হা হা হা। Then আসে পাশে না তাকিয়ে নিয়ে নিতে পারেন এই MOUSE  খানা।

NUMBER 2: 1ST PLAYER BLACK.SIR BS300

1st Player

1ST PLAYER BRAND টা হইতবা BANGLADESH  এ অনেকের কাসে অপরিচিত কিন্তু এদের PRODUCT QUALITY, DESIGN, FEATURE, BUDGET মাথা নষ্ট করে দেয়ার মত। আমার মতে SECOND RAZER বলা যেতে পারে। BLACK.SIR BS300 Mouse টি  হাত দিয়ে ধরার পর আমি পুরাই SHOCK.। Build Quality/Material, Mouse GRIP  পুরাই Razer Mamba Tournament  Mouse এর মত (ভুলেও COPY বলা যাবে না)। আর DESIGN তো পুরাই SIMPLE এর মধ্যে GORGIOUS।

 

FOR MORE DETAILS: http://www.1stplayer.com/

আমি আজপরজন্ত জেকইটা Entry level  এর Mouse USE করেসি ফর (Gaming/office work)  3 month হলেই mouse গুলা জানি একটু কেমন কেমন করে কারন আমার আবার MOUSE  এর সাথে মারামারি করার অভ্যাস আসে।
But 6 month running, BLACK.SIR BS300 use করতেসি PUBG/others game  খেলার সময় মারামারি কম করি নাই MOUSE টার সাথে কিন্তু এখনও সব ঠিকই আসে, কোন Problem এখনও পাই নি। Mouse টা পুরাই একটা জিনিস মাইরি বলতে বাধ্য হসসি।
আমার মতে সাধ্যর মধ্যে 1ST PLAYER BLACK.SIR BS300 হল BEST PRODUCT  as a GAMING MOUSE. এই MOUSE টি কিনতে হলে আপনাকে গুনতে হবে মাত্র 1850-2000 টাকার মত। অবশেষে, যদি কম BUDGET  এ  ভাল একটি GAMING MOUSE চান তাহলে আসে পাশে না তাকিয়ে নিয়ে নিতে পারেন এই MOUSE  খানা।

NUMBER 3:  ASUS ROG Gladius II

Bangladesh এ ASUS অনেক POPULAR একটি BRAND. Especially তাদের Motherboard এর জন্য। ASUS ROG Gladius II MOUSE টি Number 3 তে রাখতে বাধ্য হসসি। কিছু Simple কারন তুলে ধরা হলঃ

  • Mouse টির Design & Built quality যথেষ্ট ভাল। Mayan-Patterned rubber grips এর কারনে Mouse টি হাত দিয়ে দরতেই একটা Comfortable feel পাওয়া যাই।
  • Detachable micro-USB cable with a quick-release switch।
  • Software অনেক user friendly
  • ইত্যাদি ইত্যাদি

FOR MORE DETAILS:  https://www.asus.com/us/ROG-Republic-Of-Gamers/ROG-Gladius-II/

এই MOUSE টি কিনতে হলে আপনাকে গুনতে হবে কচ কোচে 6000-6500 টাকার মত। হা দাদা দাম টা একটু বেসই।

NUMBER 4:  Logitech G402 Hyperion Fury

Logictech

Logictech নিয়ে বেসি কথা বলব না কারন Logictech এর অনেক Follower/Fan আশাকরি থাকবে না। Mouse টি তে রহেসে 8 টি Programmable button with in built mamory  ইত্যাদি।

এই MOUSE টি কিনতে হলে আপনাকে গুনতে হবে কচ কোচে 3500-4000 টাকার মত। আমার মতে দামটা আর একটু কম হলে ভাল হত কারন Market এ এই BUDGET  এর আরও অনেক Choiceable  Mouse আসে।

(Mouse টি কিন্তু RGB supported না)

NUMBER 5:  Bloody A91 & Gamdias ZEUS M1

আর কথা বারাতে ছাসসি না। Specification গুলা নিচের লিংক থেকে দেখে নিবেন। A91 এর Price পরবে around 2000 টাকার আসেপাসে। আর Gamidas Zeus এর Price পরবে 3200 টাকার আসেপাসে।

Link 1 : https://www.bloody.com/en/product.php?pid=10&id=119
Link 2:  http://www.gamdias.com/products-en-gb/mice/zeus-m1-optical-en-gb

যাদের একটু জাকা-নাকা LIGHTING পসন্দ তারা নিয়ে নিতে পারেন Gamdias ZEUS M1 কারন জানতে হলে ভিডিও টি অবশ্যই দেকবেন।

 

 

 

 

 

Level 0

আমি রুম্মান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস