আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা ৯০ দশকের বহুল ব্যাবহৃত এবং বহুল আলোচিত বল মাউস এর সাথে পরিচিত। প্রযুক্তির উন্নতির সাথে সাথে সে স্থান টি দখল করে নিয়ে ছে অপ্টিকাল এবং লেজার মাউস। কিন্তু এরই মাঝে আবারও আমাদের নতুন প্রজন্ম এর সাথে ভিন্ন রুপে কিছুটা আধুনিকতার ছোঁয়া লাগিয়া লজিটেক নিয়ে এসেছে বিভিন্ন মডেল এর ট্রাকবল মাউস।
আমি আপনাদের সাথে আছি মোঃ আতাউল্লাহ শাহেদ। আজ আপনাদের মাঝে হাজির হয়ে ছি লজিটেক এর একটি ট্রাকবল মাউস নিয়ে যার মডেল হচ্ছে Trake Man Marble। আমার কর্ম এস্থলে জার্মানি থেকে আসা একটি মেশিন পিসি তে এই মাউস টি ব্যাবহৃত হয়ে ছে। এই মাউস টির সম্পর্কে বিস্তারিত নিয়ে আসছি ইন্ট্রো এর পর ততক্ষণ আমার সাথেই থাকুন।
লজিটেক এর অনেক দামি দামি ট্রাক বল মাউস আছে যার মধ্যে অন্যতম হল Logitech MX Ergo! কিন্তু দামের দিক থেকে যেমন সস্থা ঠিক তেমন দেকতেও অসম্ভব সুন্দর হচ্ছে এই ট্রাক ম্যান মার্বেল মাউস টি।
আশা করি আপনারা আমার ভিডিও এর প্রথন থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনারা এই নতুন মাউস টি সম্পরকায়।
আমার ভিডিও তা যদি আপনাদের কাছে একটু ভাল লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল Subscribe করার জন্য and পাশে থাকা বেল আইকন এ চাপ দিতে ভুলবেন না. র ভাল লাগলে জোস দিন please
আমার চ্যানেল ঃ https://www.youtube.com/athaullahshahed
আমি আতাউল্লাহ্ শাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।