গতবছর সেপ্টম্বরে শাওমি Mi a1 এর মাধ্যমে তাদের অ্যান্ড্রয়েড ওয়ান সিরিজ রিলিজ করে। তারই ধারাবাহিকতায় এবার শাওমি তাদের সেকেন্ড জেনারেশন অ্যান্ড্রয়েড ওয়ান সিরিজ বাজারে আনতে যাচ্ছে। এবার দু দুটি স্মার্টফোন একসাথে রিলিজ করেছে শাওমি। এই নতুন দু’টি স্মার্টফোন হচ্ছে শাওমি Mi A2 এবং Mi A2 Lite। গত জুলাইতে শাওমি স্পেনে তাদের গ্লোবাল ইভেন্টে প্রথম তাদের নতুন স্মার্টফোন Mi A2 এবং Mi A2 Lite উন্মোচন করে। মোটামুটি এনাউন্সমেন্টের পর থেকেই প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক ভাবে সাড়া পরে যায় এ দু’টি স্মার্টফোন নিয়ে।
অনেক জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে অবশেষে আজ শাওমি অফিশিয়ালি বাংলাদেশে উন্মোচন করতে যাচ্ছে তাদের এ দু’টি স্মার্টফোন। চলুন দেখে নেয়া যাক শাওমি কি কি সারপ্রাইজ রেখেছে তাদের ইউজারদের জন্য এ দু’টি স্মার্টফোনে। প্রথমে আসা যাক Mi A2 তে।
শাওমি Mi A2 এর যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশী আলোচনা হচ্ছে তা হচ্ছে এর ক্যামেরা। শাওমি Mi A2 তে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেল এবং ২০ মেগাপিক্সেল ক্যামেরা যাতে এপারচার এফ/১.৭৫। আর ফ্রন্টে ব্যবহার করেছে ২০ মেগাপিক্সেল AI পাওয়ারড ক্যামেরা। সুতরাং বুঝতেই পারছেন ক্যামেরা প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে একটি আকর্ষণীয় ডিভাইস। Mi A2 তে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬০। মিডরেঞ্জের ফোন গুলোর ক্ষেত্রে কোয়ালকমের এই প্রসেসরটি বেশ কার্যকর। তবে দেখার বিষয় হচ্ছে শাওমি A2 তে এর পারফরম্যান্স কেমন হয়। তবে হ্যাঁ! অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে চিন্তার কোনো কারন নেই কারন আগেই বলেছি এটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস। এতে পাচ্ছেন গুগলের সর্বশেষ সকল আপডেট সবার আগে। বাংলাদশে ডিভাইসটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের ভার্সনের দাম নির্ধারন করা হয়েছে ২৩, ৯৯৯ টাকা।
এবার আসা যাক শাওমি A2 Lite এর দিকে। মোটামুটি A2 এর ছোটভাই বলা যায় এই ডিভাইসটিকে। প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে ১২ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা যাতে এপারচার এফ/১.৭৫। আর ফ্রন্টে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেল ক্যামেরা যার এপারচার এফ/২.০। তবে এই ডিভাইসটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এর ব্যাটারি যেটি ৪০০০ মিলিএম্পিয়ার! এবারো অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে চিন্তার কোনো কারন নেই কারন আগেই বলেছি এটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস। বাংলাদশে এই ডিভাইসটির ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রমের ভার্সনের দাম নির্ধারন করা হয়েছে ১৫, ৯৯৯ টাকা এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের ভার্সনের দাম নির্ধারন করা হয়েছে ১৮, ৯৯৯ টাকা।
১৬ আগস্ট অর্থাৎ আজ থেকে দেশের সকল শাওমি আউলেটে এবং অনলাইনে শাওমির পার্টনার কোম্পানী Daraz.com.bd তে গ্যাজেট দু’টি পাওয়া যাবে। আশা করছি শাওমির এই নতুন গ্যাজেট দু’টি শাওমি প্রেমিদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। সকল নতুন স্মার্ট ফোনের খবর সবার আগে জানতে চোখ রাখতে পারেন আমাদের ওয়েবসাইট Prix এ।
আমি কাজী আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।