হ্যালো টিউনার কমিউনিটি,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন Primo F8 এর হ্যান্ডস-অন রিভিউ। মাত্র ৫০৯৯ টাকা দামের এই ফোনের সবথেকে উল্লেখযোগ্য দিক হলো এটি ‘মেড ইন বাংলাদেশ’; ফোনটির বিভিন্ন স্পেসিফিকেশনের মধ্যে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট, BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা, ৫ ইঞ্চি ডিসপ্লে, ২০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্রভৃতি উল্লেখযোগ্য। চলুন এবার বিস্তারিত টিউনের দিকে যাওয়া যাক।
ফোনটি কেনার পর এর বক্সে যা পাবেন
Primo F8 এ অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহৃত হয়েছে।
দারুণ ডিজাইনের Primo F8 এর ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একপার্শ্বে। এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট
এই ফোনের পেছনের দিকে উপরের অংশে রয়েছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট।
এই ফোনে ৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজ্যুলেশন ৮৫৪*৪৮০ পিক্সেল।
অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনের ইউজার ইন্টারফেস দেখে নিন-
১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মিডিয়াটেকের চিপসেট ও মালি-৪০০ জিপিইউ ব্যবহৃত হয়েছে।
কোয়াডকোর প্রসেসর ও ২ গিগাবাইট র্যামবিশিষ্ট এই ফোনে ফুটবল ম্যানেজার, মিনি মিলিশিয়া, পোকেমন গো ইত্যাদি গেম বেশ স্মুথলি খেলা গেছে।
Primo F8 এ ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। আর এতে ১ গিগাবাইট র্যাম ব্যবহৃত হয়েছে।
কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo F8 এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো; AnTuTu তে এর স্কোর এসেছে ২১৬৫৪, অন্যদিকে GeekBench Primo F8 এর স্কোর এসেছে ৪২০ (সিঙ্গেল-কোর) ও ১১৮৮ (মাল্টি-কোর)
এই ফোনের ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় রয়েছে সেলফ-টাইমার, ফেস ডিটেকশন, প্যানোরোমা, আইএসও ব্যালেন্স প্রভৃতি ফিচার। এছাড়া ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি ফিচারও বিদ্যমান।
এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–
Primo F8 এর রেয়ার ক্যামেরায় তোলা ছবিঃ
Primo F8 এ BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকায় দারুণ সেলফিও তোলা যায়।
৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকবিশিষ্ট Primo F8 এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরনের ল্যাগ ছাড়াই চলেছে।
৫ ইঞ্চি ডিসপ্লের Primo F8 এ ২০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এর ব্যাটারি ব্যাকআপ আশানুরূপ – স্ক্রিন অন-টাইম প্রায় ৫ ঘন্টা।
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এর পাশাপাশি আছে জিপিএস নেভিগেশন সুবিধা। আর ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo F8 এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা।
Primo F8 এ অ্যাক্সিলেরোমিটার, লাইট, প্রক্সিমিটি সেন্সর রয়েছে।
আপডেটেড অপারেটিং সিস্টেম আর চমৎকার কনফিগারেশনের এই ফোনের বর্তমান দাম মাত্র ৫০৯৯ টাকা
৫ হাজার টাকা বাজেটে যারা ভালো ফ্রন্ট ক্যামেরা ও নানা ফিচারসমৃদ্ধ ফোন কিনতে চান, তারা অনায়াসেই Primo F8 বেছে নিতে পারেন। এর BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এই বাজেটের অন্যান্য ফোন থেকে একে স্বাতন্ত্র্য দান করেছে।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আজ এ পর্যন্তই। টিউন নিয়ে আপনাদের টিউমেন্ট/পরামর্শ/জিজ্ঞাসা জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্ হাফিজ।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।
প্রিয় ,
টেকটিউনসে অরিজিনাল ও ইউনিক টিউন করে আপনাকে টেকটিউনস থেকে ‘ট্রাসটেড টিউনার’ ব্যাজ পেতে পারেন। আপনি মৌলিক, অরিজিনাল ও ইউনিক টিউন ১০ টি প্রকাশ করে টেকটিউনস থেকে ‘ট্রাসটেড টিউজার ব্যাজ’ অর্জন করতে পারবেন।
ট্রাসটেড টিউনার হতে ও ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে আপনার পরবর্তি টিউন গুলো নিচের বৈশিষ্ঠ্য সম্পন্ন হতে হবে:
আপনার কোন একটি টিউন টেকটিউনস টিউন গাইডলাইন ভঙ্গ করে নেগেটিভ র্যাংক পেলে আপনার ট্রাসটেড টিউনারশীপ বাতিল হয়ে যাবে।
টেকটিউনসের ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনি টেকটিউনস থেকে যে সুবিধা গুলো পাবেন:
টেকটিউনস থেকে আর্ন করতে হলে আপনাকে ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত ইউনিক টিউন করতে হবে। টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন ও আর্ন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন। টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩
আপনি ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, ভিজিটর এনগেজিং কন্টেন্ট ও শিরোনাম যুক্ত, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত ইউনিক ১০ টি টিউন প্রকাশ করলে টেকটিউনস থেকে আপনাকে ‘ট্রাসটেড টিউনার ব্যাজ’ দেওয়া হবে এবং আপনার একাউন্টে টেকটিউনস মনিটাইজেশন চালু করে দেওয়া হবে। টেকটিউনস মনিটাইজেশন চালু হলে আপনি স্ট্যান্ডার্ড টিউন (টিউন), ভিডিও টিউন (ভিউন), অডিও টিউন (ওউন), ফটো টিউন (ফিউন) তৈরি করে টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন এবং আপনার একাউন্ট প্রোফাইল থেকে প্রতি মাসের শেষ শনিবার টাকা উত্তলোন করতে পারবেন।
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।