Samsung Galaxy A8 Plus 2018 – রিভিউ

বর্তমানে বাজারে স্যামসংয়ের এস ৯ প্লাস এবং এস ৯ তুমুল ঝড় তুলে নিয়েছে তার ক্যামেরা কোয়ালিটির জন্য। কিন্তু এ বছরে শুধুমাত্র এস ৯ এবং এস ৯ প্লাসই বাজারে আনেনি স্যামসং। অনান্য ডিভাইসের সাথে নন ফ্লাগশীপ ফোন হিসেবে এ৮ প্লাস ও কিন্তু স্যামসং বাজারে এনেছে কিন্তু এটার তেমন কোনো প্রচার করা হয়নি বিধায় তেমন কেউ হয়তো ডিভাইসটির সম্পর্কে জানেন না। আপনি জানেন কি স্যামসংয়ের এইটিই প্রথম নন ফ্ল্যাগশীপ ফোন যেটায় Infinity Display রয়েছে। স্টোরেজ আর পারফরমেন্সের সাথে সাথে ডিভাইসে চমক হিসেবে থাকছে দুটি ফ্রন্ট ক্যামেরা! আর আজ আমি নিয়ে এলাম Samsung Galaxy A8+ এর রিভিউ।

শুধুমাত্র মিডনাইট ব্ল্যাক কালারের এই ডিভাইসে আপনি পাচ্ছেন ৬ গিগাবাইট র‌্যাম এবং ৬৪ গিগাবাইট স্টোরেজ যার বাংলাদেশে দাম পড়বে প্রায় ৪৮০০০ টাকা। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম all-glass যেটার কারণে সেটটি দেখতে বেশ সুন্দর তবে সিরিজের আগের ডিভাইসের থেকে সাইজে বড় হওয়ায় এটিকে এক হাতে ব্যবহার করতে একটু কস্ট হতে পারে। তবে এক হাতে ব্যবহারযোগ্য ডিভাইস এর জন্য আপনি Samsung Galaxy A3 কে দেখতে পারেন।

ডিভাইসের চমৎকার ডিসপ্লে দেওয়ার জন্য স্যামসং সবসময়ই চেষ্টা করে থাকে আর এই ডিভাইসেও তার ব্যতিক্রম হয়নি। গ্যালাক্সি এ৮+ ডিভাইসে আপনি পাচ্ছেন ৬ ইঞ্জির ফুল এইচডি সুপার AMOLED (1080x2220) ডিসপ্লে যেখানে Pixel Density হলো 410 ppi।

পারফরমেন্সের জন্য ডিভাইসের প্রসেসর হিসেবে আপনি পাবেন স্যামসং এর Exynos 7885 অক্টা কোর প্রসেসর এবং ৬ গিগাবাইটের র‌্যাম। প্রসেসরটি একটি মিড রেঞ্জ প্রসেসর যা অন্যদিকে Qualcomm Snapdragon 625 এর সাথে পাল্লা দিতে সক্ষম। ডিভাইসে আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েড Nougat এবং সাথে পাবেন TouchWiz তবে ডিভাইসে আপনি Android O তেও আপগ্রেড করে নেওয়া সুযোগ পাবেন। এছাড়াও ডিভাইসের সিকুরিটির জন্য রয়েছে Samsung Knox যেটার মাধ্যমে ডিভাইসে আপনি পাবেন Chip-level encryption।

গ্যালাক্সি এ৮ এবং এ৮ প্লাস দুটো ডিভাইসের আপনি পাবেন Front Dual-camera সেটাপ। তাই এটির মাধ্যমে আপনার সেলফিগুলো হবে চমৎকার এবং পরিপাটি। সামনে রয়েছে ১৬ এবং ৮ মেগাপিক্সেলের সেন্সর এবং পেছনের ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেন্সর।

এক নজরে ডিভাইসটির বিস্তারিত স্পেসিফিকেশন দেখে নেই চলুন:

প্রসেসর: Exynox 7885 Octa-Core (2.2GHz Dual + 1.5GHZ Hexa) Processor

র‌্যাম: ৬ গিগাবাইট

স্টোরেজ: ৬৪ গিগাবাইট

ডিসপ্লে: ৬ ইঞ্জির সুপার AMOLED

ব্যাটারী: 3500 mAh

চাজিং টাইপ: Qualcomm's Quick Charge

সাইজ: 6.30 x 2.98 x 0.33 ইঞ্চি

ওজন: ব্যাটারীসহ ১৭১ গ্রাম

প্রটেক্টশন: কনিং গরিলা গ্লাস

পেছনের ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল (1.12 µm, f/1.7)

সামনের ক্যামেরা: ডুয়াল ১৬ + ৮ মেগাপিক্সেল (1 µm / 1.12 µm, f/1.9)

তো বলা যায় যে ২০১৮ সালের জন্য পারফরমেন্স এবং চমৎকার ব্যাটারী লাইফ সহ গ্যালাক্সি নোট ৮ এর ফিচারগুলো যেমন Live Focus, IP68 রেটিং এবং জনপ্রিয় Infinity display সহ ইউনিক ডুয়াল ফ্রন্ট ক্যামেরার জন্য ডিভাইসটি আপনি কিনে নিতে পারেন যদি আপনার গ্যালাক্সি এস ৯ বা এস ৯ প্লাস কেনার বাজেট না থাকে।

তবে এরও কিছু লিমিটেশন রয়েছে। যেমন ডিভাইসটি বর্তমান যুগের অনান্য একই সাইজের স্যামসং ডিভাইসের থেকে ওজনে ভারী বেশি এবং এটি সাধারণ ট্রাউজার বা পকেট ফিট হবে না। ডিভাইসটি শুধুমাত্র একটি রংয়ে এবং একটি হার্ডওয়্যার সংস্করণেই বিশ্বব্যাপী পাওয়া যাচ্ছে। অন্য সময় আমরা স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত আলাদা সংষ্করণ দেখতাম স্যামসং ডিভাইসগুলোতে কিন্তু এটায় এই সুযোগ নেই। এছাড়াও ডিভাইসটি আপনি পাবেন ৩.৫এমএম এর হেডফোন ব্যবহারের সুযোগ, পাবেন ডুয়াল ৪জি সীম ব্যবহারের সুযোগ।

স্যামসংয়ের পক্ষ থেকে এর থেকে ভালো আর কোনো মিড রেঞ্জের ফোন হতে পারে না। ২০১৭ সালের Galaxy A5 এর পর এ বছরের জন্য তারা নিয়ে এসেছে 8.3mm পুরুত্বের আর ১৯১ গ্রাম ওজনের 18:9 Screen Raiton নিয়ে গ্যালাক্সি এ ৮ প্লাস। ডিভাইসটিতে স্যামসং স্ক্রিণকে অনেকটাই চওড়া করে দিয়েছে। আর ডিভাইসটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আপনি পাবেন পেছনের ক্যামেরার নিচেই এর মাধ্যমে ফিচারটি ব্যবহার করতে আলাদা কোনো কস্ট করতে হবে না আপনাকে।

ডিভাইসটির পাওয়ার বাটন থাকবে ডান দিকে আর ভলিউম বাটনগুলোকে পাবেন বাম দিকে। উপরের দিকে পাবেন প্রাইমারী সীম ট্রে, নিচের দিকে পাচ্ছেন USB type C চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন পোর্ট। ৬ ইঞ্জির ডিসপ্লে তে আপনি পাবেন AOD বা Always on Display ফিচারটি। এর মাধ্যমে স্ক্রিণ অফ থাকলেও টাইম, ব্যাটারী লেভেল আর নোটিফিকেশন সবসময় আপনার স্ক্রিণে চালু থাকবে। আর মিড রেঞ্জ ডিভাইসগুলোতেও এই AOD ফিচার চলে এসেছে তাই স্যামসংও এটিকে তাদের এই ডিভাইসে দিয়ে দিয়েছে।

আর আরো মজার ব্যাপার হলো এই AOD কে আপনি আপনার পছন্দ মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। অন্যদিকে এর স্মার্ট ডুয়াল ফ্রন্ট ক্যামেরার কথা ভুলে গেলেন নাকি? না! ডিভাইসের ফ্রন্ট ক্যামেরার মোশন ব্লু আসলেই প্রশংসার যোগ্য। ডিভাইসে আপনি Huawei Honor 9 এর মতো ফটো কোয়ালিটি পাবেন।

তো ডিভাইসটি কেনা যায় কিনা? এটা আমাকে টিউমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যেন। আর হ্যাঁ টিউনটি ভালো লাগলে জোস বাটনে ক্লিক করুন। আগামীতে অন্য কোনো ডিভাইসের রিভিউ নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি প্লাটফর্ম টেকটিউনস এ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস