হ্যালো টিউনার কমিউনিটি,
কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম ওয়ালটনের নতুন ফোন Primo F7s এর হ্যান্ডস-অন রিভিউ! মাত্র ৫, ২৯৯ টাকা দামের এই ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট, এতে আরও রয়েছে ৫.২ ইঞ্চি ডিসপ্লে, ১ গিগাবাইট র্যাম প্রভৃতি আকর্ষণীয় ফিচার। প্রিমো F7s এ ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার পাশাপাশি আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
Primo F7s এর বিল্ড কোয়ালিটি ও ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, বেঞ্চমার্ক স্কোর, ক্যামেরা পারফরম্যান্স ইত্যাদি নিয়েই আমার আজকের টিউন Walton Primo F7s এর Hands-on Review
একনজরে Primo F7s এর উল্লেখযোগ্য ফিচার-
যেসব কারণে ভালো লেগেছে Primo F7s:
Primo F7s এর আনবক্সিং: ফোনটি কেনার পর এর বক্সে যা পাবেন-
অপারেটিং সিস্টেমঃ
এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট।
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
দারুণ ডিজাইনের Primo F7s এর ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একপার্শ্বে আর সিম ট্রে অন্যদিকে। এই ফোনের ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট রয়েছে উপরের অংশে। ফোনটির পেছনের দিকে উপরের অংশে রয়েছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট।
Primo F7s এর উচ্চতা ১৫০ মিলিমিটার, প্রস্থ ৭৩.৯ মিলিমিটার ও পুরুত্ব ৯.৭৫ মিলিমিটার। ব্যাটারিসহ এর ওজন মাত্র ১৭২ গ্রাম।
ডিসপ্লে:
এই ফোনে ৫.২ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজ্যুলেশন ৮৫৪x৪৮০ পিক্সেল।
ইউজার ইন্টারফেস:
অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনের ইউজার ইন্টারফেস-
প্রসেসর ও জিপিইউ:
১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মিডিয়াটেকের চিপসেট ও মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
গেমিং পারফরম্যান্স:
কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র্যামবিশিষ্ট এই ফোনে মিনি মিলিশিয়া, সাবওয়ে সার্ফার, ক্ল্যাশ অফ কিংস ইত্যাদি গেম বেশ স্মুথলি খেলা গেছে।
স্টোরেজ ও র্যামঃ
Primo F7s এ ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। আর এর র্যাম ১ গিগাবাইট।
বেঞ্চমার্ক:
বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ GeekBench এ এর স্কোর এসেছে ৪০৮ (সিঙ্গেল-কোর) ও ১২২৭ (মাল্টি-কোর)
ক্যামেরা:
এই ফোনের BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় রয়েছে সেলফ-টাইমার, ফেস ডিটেকশন, প্যানোরোমা, আইএসও, ম্যানুয়াল এক্সপোজার প্রভৃতি ফিচার। এছাড়া ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি ফিচারও বিদ্যমান।
Primo F7s এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–
টিউনারবৃন্দ দেখে নিন Primo F7s এর রেয়ার ক্যামেরায় তোলা ছবিঃ
এর এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় সেলফিও আসে দারুণ-
মাল্টিমিডিয়া:
Primo F7s এর অডিও সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে, এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটিও মানানসই। এই ফোনের অডিও ইন্টারফেসও দারুণ। এই ফোনে ৭২০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরনের ল্যাগ ছাড়াই চলেছে।
ব্যাটারি:
৫.২ ইঞ্চি ডিসপ্লের Primo F7s এ ২২৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হওয়ায় এর ব্যাটারি ব্যাকআপ সন্তোষজনক। ৮৭% চার্জ নিয়ে টানা ১ ঘন্টা গেম খেলার পর এর চার্জ ৭৩% এ নেমে এসেছিলো।
OTA আপডেট:
ওয়ালটনের এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে।
কানেক্টিভিটি:
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এর পাশাপাশি আছে জিপিএস নেভিগেশন সুবিধা। আর ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo F7s এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা যার উভয় স্লটই ন্যানো-সিম সাপোর্টেড।
দাম:
দারুণ ডিজাইন ও প্রয়োজনীয় সব ফিচারের Primo F7s এর বর্তমান দাম মাত্র ৫, ২৯৯ টাকা
শেষ কথা:
যারা ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা বাজেটে প্রয়োজনীয় নানা ফিচার সংবলিত স্মার্টফোন কিনতে চান, সেইসাথে চান ভালো ফ্রন্ট ক্যামেরা তাদের জন্য ওয়ালটনের Primo F7s হতে পারে আদর্শ পছন্দ।
এককথায় বলা যায় স্পেসিফিকেশন, আপডেটেড অপারেটিং সিস্টেম, মূল্য, পারফরম্যান্স প্রভৃতি দিক বিবেচনায় বর্তমানে এই প্রাইস রেঞ্জের অন্যতম সেরা ফোন Primo F7s
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আজ এ পর্যন্তই। টিউন নিয়ে আপনাদের মন্তব্য/পরামর্শ/জিজ্ঞাসা জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্ হাফিজ।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।