বিসমিল্লাহির রহমানির রহীম
http://www.poorchilds.com এই উদ্যাগ কেন নিলাম ? আমি মোঃ রুবেল আহমেদ পৃথিবীর কোটি কোটি নগন্য মানুষের একজন .ছোট থেকে অনেক স্বপ্ন ছিলো বড় হয়ে সাংবাদিক হবো, কিন্তু হাজারো ঝড় আমার উপর দিয়ে বয়ে গেছে।পিতা মাতাহীন অন্যের পরিবারে বড় হতে হয়েছে.এজন্য পড়াশোনা করাটা আর হয়নি মাত্র ৫ম শ্রেনী ৬ষ্ঠ শ্রেনীতে এসে বই কেনার টাকা জোগাড় হয়নি।আমার ছোট কাল থেকে সংবাদপত্র ও যেকোন বিষয়ে জানার আগ্রহ বেশী ছিলো। এপর্যন্ত বিবিসি বাংলা বিভাগের অনেক গুলো অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পেয়েছি আর পেশা হিসেবে বেছে নিয়েছি গার্মেন্টস সেক্টরকে ।।হঠাত করে ইন্টারনেট ব্যবহার শিখলাম নিজে নিজে মোবাইল থেকে.ফেসবুকে একটা এ্যাকাউন্ট করলাম তারপর আমি ভাবলাম আমি তো টাকার জন্য জিবন সাজাতে পারিনি আমাদের গ্রাম বা এলাকায় অসংখ্য শিশুরা রয়েছে. যারা আমারি মত টাকার অভাবে পড়াশোনা করতে পারছেনা বা শিশুশ্রমে যুক্ত হচ্ছে ।তাদের তুলে ধরতে পারি কিনা এজন্য প্রথমে মোবাইল থেকে poorchildclub নামক ব্লগ বানালাম ও শিশুদের তুলে ধরলাম .ভোর রাতে উঠে প্রথমআলো আমারদেশ পত্রিকায় মন্তব্য করতাম ঐ ব্লগের ঠিকানা ইউজারনেম হিসেবে ব্যবহার করতাম । এসময় ব্যাপক সাড়া পেলাম অনেকের অনেকেই ফোন করে অনেক পরামর্শ দিলো । কিন্তু আর্থিকভাবে কেউ কোন শিশুর পাশে দাড়ালো না। কিন্তু ফেসবুকে খালেদ মাহমুদ খান ভাই .শাকিল ভাই . জামিল ভাই ও জুলিয়া নাহার ও আরো অনেকে আমাকে উত্সাহ দিতে থাকলো ও হাল ছাড়তে নিষেদ করলো .ঠিক ১ বত্সর পর মাহবুব ভাই টিউটোরিয়ালবিডি সাথে পরিচয় হলো ও তার সুদৃষ্ট পড়লো . মাহবুব ভাই আমাকে ফ্রি ডোমেন http://www.poorchilds.com ও ফ্রি হোষ্টিং দিয়ে আরো অনুপ্রানিত করলো ।তারপর ঈদে ছুটিতে বাড়ীতে গেলাম এলাকার লোকজনের কাছে ব্যাপারটা শেয়ার করলাম. তারপর ৭টি গ্রামের গন্যমান্য ব্যক্তি সমন্বয়ে গঠিত হয়েছে poor children and social development club লক্ষ্য শিশুশ্রম বন্ধ করা গরিব ছেলেমেয়ে স্কুলে যাবার খরচ যোগান দেয়া ও ভাল খাবার ও পোশাকের ব্যবস্থা করা . এটা এখন সরকারি রেজিষ্টেশনের প্রক্রিয়াধীন রয়েছে ।আমার অনুরোধ এমন কোন দেশের প্রভাবশালী ব্যক্তি .প্রবাসী বা কোন প্রতিষ্ঠান এগিয়ে আসবেন কি আমাদের এই স্বপ্ন সফল করতে . আমি এতটুকু আশ্বাস দিতে পারবো এখানে আপনার দেয়া অনুদান কোনভাবেই কেউ আত্নসাত করতে পারবেনা । আমাদের এই কায্যক্রম শুরু করতে কোন ব্যক্তি অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এটা আমার বিশ্বাস।মনে রাখবেন একটি শিশু যদি অশিক্ষিত হয়ে গড়ে উঠে তবে সমাজের ক্ষতি ও দেশের বোঝা .যারা সইজেই অপরাধের পথে পা বাড়ায় । সকল লেখক ও ওয়েবমাষ্টার দের প্রতি আমার অনুরোধ যেহেতু এমন অলাভজনক ওয়েবসাইট এটাই বাংলাদেশে প্রথম তাই সবাই প্রচারে বা আর্টিকেল লিখে দিতে সহযোগিতা করবেন । প্রচার করতে অবশ্যই সকলের সহযোগিতা কাম্য ।
জানি অনেকের কাছে লেখাটি গুরুত্বহীন তবে কি করবো ? দীর্ঘ দুই বত্সর যাবত এটা নিয়ে পরে আছি যদি একটি গরিব শিশু উপকারে আসতে পারি এটাই আমার সফলতা ।
বিঃ দ্রঃ : পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অনুদান গ্রহন করতে একটা পেপাল এ্যাকাউন্ট দরকার । পেপাল বাংলাদেশ অনুমোদন নেই তাই কোন প্রবাসী ব্যাপারটি নিয়ে সহযোগিতা করতে পারেন । এখানে যোগাযোগ করতে পারেন বা সরাসরি 01753895568
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
ধন্যবাদ ভাই , আমি একটি ptc সাইটের নাম দিলাম দেখেন আমি এখান থেকে $2 পেয়েছি?
http://www.ranbux.com/?ref=azgarbdkhan125