সুপ্রিয় টিউনার কমিউনিটি,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন Walton Primo RH3 এর Hands-on Review
ওয়ালটনের Primo RH সিরিজের নতুন এই ফোনের বিভিন্ন আকর্ষণীয় ফিচারের মধ্যে অন্যতম হলো ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৯৬০০ টাকা দামের এই ফোনের অন্যান্য ফিচারের মধ্যে ২.৫ডি কার্ভ ডিসপ্লে, ২, ৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি, ১৬ গিগাবাইট রম, ২ গিগাবাইট র্যাম, কোয়াডকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেম, ফোরজি সুবিধা প্রভৃতি উল্লেখযোগ্য।
Primo RH3 এর বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা পারফরম্যান্স, গেমিং পারফরম্যান্স প্রভৃতি বিষয় নিয়েই আমার টিউনটি সাজিয়েছি।
আনবক্সিং:
Primo RH3 এর বক্স খুললে ফোনের সাথে যা যা পাবেন–
অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেসঃ
Primo RH3 ফোনটি চলে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমে।
এই ফোনের ইউজার ইন্টারফেস-
ডিসপ্লেঃ
৫ ইঞ্চি ২.৫ডি কার্ভ ডিসপ্লেবিশিষ্ট এই ফোনের ডিসপ্লের রেজোল্যুশন ১২৮০x৭২০ পিক্সেল।
বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
প্রথম দেখাতেই আপনি চমৎকার ডিজাইনের Primo RH3 এর প্রেমে পড়ে যাবেন – এমন কথা অনায়াসেই বলা যায়। নান্দনিক ডিজাইনের এই ফোন উচ্চতায় ১৪৩.৫ মিলিমিটার, প্রস্থে ৬৯ মিলিমিটার, পুরুত্বে ৮.৫ মিলিমিটার আর এর ওজন ১৪৬ গ্রাম।
ফোনটির উপরের অংশে ডুয়েল সিম স্লট ও ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট আর নিচের দিকে ইউএসবি ২.০ পোর্ট আছে। এর ভলিউম কী ও পাওয়ার কী উভয়ই একইপার্শ্বে।
Primo RH3 এর ফিজিক্যাল হোম বাটনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেটেড রয়েছে। এর পেছনের দিকে উপরের অংশে আছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট, আর সামনের দিকে আছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, স্পীকার প্রভৃতি।
ক্যামেরাঃ
চমৎকার ছবি তোলা নিশ্চিত করতে Primo RH3 এ আছে BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। ক্যামেরার বিভিন্ন ফিচারের মধ্যে প্যানোরোমা, এইচডিআর, কালার ফিল্টার, অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ উল্লেখযোগ্য।
এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংসঃ
ক্যামেরা স্যাম্পলঃ
এতে আরও আছে BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে তুলতে পারবেন মনের মতো সেলফি।
অডিও ও ভিডিওঃ
Primo RH3 এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় সেটি শুধু দেখতেই সুন্দর নয় এর সাউন্ড কোয়ালিটিও দারুণ। আর ৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরনের ল্যাগ ছাড়াই চলেছে।
সিপিউ ও জিপিউঃ
স্মুথ পারফরম্যান্সের জন্য ১.৩ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসরের Walton Primo RH3 এ মিডিয়াটেকের ৬৪বিট চিপসেট MT6737 ও মালি টি৭২০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
রম ও র্যামঃ
স্মার্টফোনে স্মুথ পারফরম্যান্সের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হলো র্যাম। আর সেজন্যই এই ফোনে আছে ২ গিগাবাইট র্যাম। অন্যদিকে ১৬ গিগাবাইট রমের Primo RH3 এ ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড সাপোর্ট করে। তাছাড়া এতে ওটিজি সুবিধা থাকায় হার্ডড্রাইভ ব্যবহার করেও এর স্টোরেজ বাড়াতে পারবেন।
বেঞ্চমার্কঃ
AnTuTu বেঞ্চমার্ক এ Primo RH3 এর স্কোর এসেছে ৩৬৫৩৮, অন্যদিকে GeekBench এ এর স্কোর ৫৭২ (সিঙ্গেল-কোর) ও ১৫৩৪ (মাল্টি-কোর)
গেমিং পারফরম্যান্সঃ
ওয়ালটন Primo RH3 এর গেমিং পারফরম্যান্স দারুণ। এই ফোনে বিভিন্ন জনপ্রিয় অ্যাকশন গেম কোন ধরনের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
কানেক্টিভিটিঃ
Primo RH3 এ আছে ডুয়েল সিম সুবিধা, এর ২টি সিম স্লটের উভয়টিতেই ন্যানো সিম কার্ড ব্যবহার করতে হয়। এই ফোনে ফোরজি, ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, জিপিএস নেভিগেশন, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা আছে।
সেন্সর:
ওয়ালটনের এই ফোনে অ্যাক্সিলেরোমিটার, ম্যাগনেটোমিটার, লাইট, প্রক্সিমিটি প্রভৃতি সেন্সরের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ব্যাটারিঃ
ওয়ালটন Primo RH3 এ ২৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহৃত হয়েছে। একবার ফুল চার্জ দিলে টানা প্রায় ৬ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা কিংবা মুভি দেখা যায়। আর সাধারণ ব্যবহারে অনায়াসেই ১ দিন পার হয়ে যায়।
মূল্যঃ
আকর্ষণীয় ডিজাইন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ২ গিগাবাইট র্যাম, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি আকর্ষণীয় ফিচারের Primo RH3 স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ৯৬৯০ টাকা
একনজরে Walton Primo RH3 এর উল্লেখযোগ্য ফিচারসমূহ-
যেসব কারণে ভালো লেগেছে Primo RH3
শেষ কথাঃ
আকর্ষণীয় ডিজাইন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভালো ফ্রন্ট ক্যামেরা - এসব দিক বিবেচনায় নিয়ে যারা ১০ হাজার টাকা বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চান তারা ওয়ালটন Primo RH3 কে পছন্দের তালিকায় উপরের দিকেই রাখতে পারেন।
Primo RH3 এর রিভিউ নিয়ে আপনাদের মূল্যবান প্রশ্ন কিংবা মন্তব্য জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে দেখা হবে আবারও। সবার জীবন কল্যাণময় হোক। আল্লাহ্ হাফিজ।
আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।