PTC তথা "পে পার ক্লিক" সাইটগুলোতে এডে ক্লিক করেই আয় করা যায় খুব সহজেই। কিন্তু সমস্যা হচ্ছে মাশরুমের মত গজিয়ে ওঠা বেশীরভাগ পিটিসি সাইটই ভূয়া অর্থাৎ টাকা দেয়ার কথা বলে, কিন্তু দেয়না। আজ আপনাদের যে সাইটটার সাথে পরিচয় করিয়ে দেব সেটার এডমিন হচ্ছেন Brian Rooney । এই রুনি সাহেব কাজেই পেমেন্ট পাবেন এই বিষয়ে ১০০% নিশ্চিত থাকতে পারেন।
প্রথমেই এখানে গিয়ে আপনার একাউন্ট রেজিস্টার করে নিন। তারপর ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই Ads-এর লিস্ট পেয়ে যাবেন। লিস্ট ধরে একটা একটা করে ক্লিক করতে থাকুন আর একাউন্ট ব্যালান্স বাড়িয়ে যান! ঠিকঠাকমত করতে পারলে এডের বামদিকের নীল অংশটি সাদাকালো হয়ে যাবে (নিচের স্ক্রিনশট দেখুন)
ব্যালেন্স $2 হলেই আপনি আপনার এলার্টপে একাউন্টে উইথড্র করতে পারবেন। গেটবাক্স ডট কমের এখন পর্যন্ত ইউজার সংখ্যা ৪৭ হাজারেও বেশী যারা ইতিমধ্যেই ২৬ হাজার ডলারের বেশী পেমেন্ট পেয়েছেন। সাইটের Proof অংশে এই পেমেন্টগুলার প্রমাণ দেখে নিতে পারেন। তারপরো সন্দেহ থাকলে পড়তে পারেন- এই সাইটের নির্ভরযোগ্যতা নিয়ে বিস্তারিত রিভিউ (Skip Ad) কিংবা গুগলে "getbuxtoday + scam" লিখে সার্চ দিন। টেকটিউন্সের টিউন পড়ার পাশাপাশি চা খেতে খেতে PTC- তে মাউসের কয়েকটা গুতা যদি $2 এনে দেয়, মন্দ কি?
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
Trusted best PTC sites even ever:
http://bestptcsite.hostbangla.0lx.net/