হ্যান্ডস-অন রিভিউঃ ১৮:৯ ডিসপ্লেবিশিষ্ট Walton Primo GH7 – আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

হ্যালো টিউনার কমিউনিটি,
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন Walton Primo GH7 এর হ্যান্ডস-অন রিভিউ; মাত্র ৫৯৯৯ টাকা দামের এই ফোনটির সবথেকে আকর্ষণীয় দিক হলো এর ডিসপ্লে – এতে আছে হালের ক্রেজ ১৮:৯ রেটিওর ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে। অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট, ২.৫ডি কার্ভ ডিসপ্লে, BSI সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ২৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্রভৃতি উল্লেখযোগ্য।
চলুন তাহলে Primo GH7 এর বিল্ড কোয়ালিটি ও ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, বেঞ্চমার্ক স্কোর, ক্যামেরা পারফরম্যান্স ইত্যাদির খুঁটিনাটি বিশ্লেষণের দিকে যাওয়া যাক।
Primo GH7 review

একনজরে Primo GH7 এর উল্লেখযোগ্য ফিচার-

  • অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট
  • ৫.৪৫ ইঞ্চি ২.৫ ডি কার্ভ ডিসপ্লে
  • ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ২৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি
  • ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ
  • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
  • ১ গিগাবাইট র‍্যাম
  • মালি ৪০০ জিপিউ

Primo GH7 Specs

যেসব কারণে ভালো লেগেছে Primo GH7:

  • ১৮:৯ রেটিওর ডিসপ্লে
  • সাশ্রয়ী দাম
  • এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

Primo GH7 এর আনবক্সিং: ফোনটি কেনার পর এর বক্সে যা পাবেন

  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন
  • ইউজার ম্যানুয়াল
  • ওয়ারেন্টি কার্ড

Primo GH7 Unboxing

অপারেটিং সিস্টেমঃ

এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট ব্যবহৃত হয়েছে।
Primo GH7 review OS

বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ

দারুণ ডিজাইনের Primo GH7 এর ভলিউম কী ও পাওয়ার কী দুটোই একপার্শ্বে। এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট
Primo GH7 hands-on review
এর উচ্চতা ১৪৮.৮ মিলিমিটার, প্রস্থ ৭১.৮ মিলিমিটার ও পুরুত্ব ৮.৯৫ মিলিমিটার। ব্যাটারিসহ এর ওজন মাত্র ১৭৬ গ্রাম। এই ফোনের পেছনের দিকে উপরের অংশে রয়েছে রেয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের অংশে রয়েছে স্পিকার।

ডিসপ্লে:

এই ফোনে ২.৫ ডি কার্ভ ৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজ্যুলেশন ৯৬০*৪৮০ পিক্সেল।

ইউজার ইন্টারফেস:

অ্যান্ড্রয়েড ৭.০ নউগ্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনের ইউজার ইন্টারফেস দেখে নিন-
Primo GH7 User Interface

প্রসেসর ও জিপিউ:

১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মিডিয়াটেকের চিপসেট ও মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে।
Primo GH7 CPU and GPU

গেমিং পারফরম্যান্স:

কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র‍্যামবিশিষ্ট এই ফোনে বিভিন্ন গেম বেশ স্মুথলি খেলা গেছে।

স্টোরেজ ও র‍্যামঃ

Primo GH7 এ ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। আর এতে ১ গিগাবাইট র‍্যাম ব্যবহৃত হয়েছে।

বেঞ্চমার্ক:

বেঞ্চমার্ক যাচাইয়ের অ্যাপ GeekBench Primo GH7 এর স্কোর এসেছে ৪১৪ (সিঙ্গেল-কোর) ও ১২৩২ (মাল্টি-কোর)
Primo GH7 review Antutu Benchmark Score

ক্যামেরা:

এই ফোনের ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় রয়েছে সেলফ-টাইমার, ফেস ডিটেকশন, পোর্ট্রেট মুড, প্যানোরোমা, আইএসও, ম্যানুয়াল এক্সপোজার প্রভৃতি ফিচার। এছাড়া ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি ফিচারও বিদ্যমান।
এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–
Primo GH7Camera Review
Primo GH7 এর রেয়ার ক্যামেরায় তোলা কিছু ছবিঃ
Primo GH7 review Camera Sample

Primo GH7 review Camera Sample 2
Primo GH7 এর BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাইয় এলইডি ফ্ল্যাশ থাকায় স্বল্প আলোতেও দারুণ সেলফি তোলা যায়-

Primo GH7 review Front Camera Sample

মাল্টিমিডিয়া:

৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকবিশিষ্ট Primo GH7 এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে।
Primo GH7 audio review
এই ফোনে ২.৫ ডি কার্ভ ডিসপ্লে থাকায় এর ভিউয়িং অ্যাঙ্গেলও দারুণ।
Primo GH7 video review

ব্যাটারি:

৫.৫ ইঞ্চি ডিসপ্লের Primo GH7 এ ২৫০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এর ব্যাটারি ব্যাকআপ আশানুরূপ – স্ক্রিন অন টাইম প্রায় ৬ ঘন্টা।
Primo GH7 Battery

কানেক্টিভিটি:

এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এর পাশাপাশি আছে জিপিএস নেভিগেশন সুবিধা। আর ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo GH7 এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা।
সেন্সর:
Primo GH7 এ অ্যাক্সিলেরোমিটার, লাইট ও প্রক্সিমিটি সেন্সর রয়েছে।

Primo GH7 Sensors

দাম:

ফিচারের দিক থেকে মিড-রেঞ্জের হলেও দামের দিক থেকে এন্ট্রি লেভেলের স্মার্টফোন ওয়ালটন Primo GH7; লেটেস্ট অপারেটিং সিস্টেম আর চমৎকার কনফিগারেশনের এই ফোনের বর্তমান দাম মাত্র ৫৯৯৯ টাকা

শেষ কথা:

৬ হাজার টাকা বাজেটে যারা ১৮:৯ রেটিওবিশিষ্ট ডিসপ্লে, ভালো ফ্রন্ট ক্যামেরা ও প্রয়োজনীয় নানা কনফিগারেশনের ফোন কিনতে চান, তারা অনায়াসেই Primo GH7 বেছে নিতে পারেন।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আজ এ পর্যন্তই। টিউন নিয়ে আপনাদের টিউমেন্ট/পরামর্শ/জিজ্ঞাসা জানান টিউমেন্টে। নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত আল্লাহ্ হাফিজ।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস